HAL নিয়োগ ২০২৩: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, গ্রাজুয়েট, দেখুন বিশদে

HAL নিয়োগ ২০২৩: হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস, গ্রাজুয়েট টেকনিশিয়ান নিয়োগ করা হবে। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা দেখে এই নিয়োগে আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করতে হবে, আবেদন মূল্য, বয়স, বেতন, শূন্য পদের সংখ্যা কত ইত্যাদি বিষয়ে জানার জন্য নিবন্ধটি সম্পন্ন পড়বেন। ২৫ মে ২০২৩ তারিখের পূর্বে আবেদন করতে হবে অবশ্যই মনে রাখবেন এই নিয়োগ প্রক্রিয়ায় কোন লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে। কোথায় ইন্টারভিউ দিতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে ইত্যাদি নিচে পেয়ে যাবেন।

পোস্টএপেন্টিস
বিভাগসরকারি চাকরি
শূন্যপদ১৫০
সংস্থাHCL
শেষ তারিখ২৫-০৫-২০২৩
স্থানহায়দ্রাবাদ
সাল২০২৩
ওয়েবসাইটhal-india.co.in

HAL নিয়োগ ২০২৩: তারিখ

আবেদন শুরু০৩-০৫-২০২৩
আবেদন শেষ২৫-০৫-২০২৩

HAL নিয়োগ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা

টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস- ৩ বছরের ডিপ্লোমা সম্পূর্ণ করে থাকতে হবে।
গ্রাজুয়েট ক্যাপ্রেন্টিস- BE, b.tech, গ্রাজুয়েট ডিগ্রী সম্পন্ন করে থাকতে হবে।

HAL নিয়োগ ২০২৩: শূন্যপদের বিবরণ

টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমা)- ৫২
গ্রাজুয়েট ক্যাপ্রেন্টিস (ইঞ্জিনিয়ারিং)- ৭৪
গ্রাজুয়েট ক্যাপ্রেন্টিস (জেনারেল)- ২৪

HAL নিয়োগ ২০২৩: বয়স

অ্যাপেন্টিস নিয়ম অনুযায়ী সরকারিভাবে বয়সে ছাড় পাবেন এবং বয়স সংক্রান্ত বিষয়ে অফিশিয়াল নোটিফিকেশনে বিশদে পেয়ে যাবেন।

HAL নিয়োগ ২০২৩: বেতন

ভারত সরকারের অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসে স্টাইপেন্ড পাওয়া যাবে।

HAL নিয়োগ ২০২৩: আবেদন মূল্য

এই নিয়োগ প্রক্রিয়ায় কোন আবেদন মূল্য দিতে হবে না।

HAL নিয়োগ ২০২৩: নির্বাচন প্রক্রিয়া

  • এই নিয়োগ প্রক্রিয়ায় কোন লিখিত পরীক্ষা আয়োজন করা হবে না।
  • সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
  • ইন্টারভিউ দেয়ার জন্য আপনাকে নিচের দেওয়া নির্দিষ্ট ঠিকানা যেতে হবে।
  • এরপর নথিপত্র যাচাই করা হবে।

এই ডকুমেন্টগুলি নিয়ে যাবেন

  • কোভিড 19 ভ্যাক্সিনেশন সার্টিফিকেট।
  • আধার কার্ড।
  • পাসপোর্ট মাপের ফটোগ্রাফ।
  • মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট।
  • গ্রাজুয়েট, ডিগ্রী, ডিপ্লোমা সার্টিফিকেট।
  • জাতিগত নথিপত্র যদি থাকে।

কিভাবে আবেদন করতে হবে

  • ইন্টারভিউ দিন সরাসরি আপনাকে ইন্টারভিউ লোকেশন এ যেতে হবে।
  • ২৩/০৫/২০২৩, ২৪/০৫/২০২৩, ২৫/০৫/২০২৩ এই তিন দিন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।
  • ইন্টারভিউ রিপোর্টিং টাইম ৯.৩০।
  • ইন্টারভিউ ঠিকানা- Auditorium, Behind Department of Training & Development, Hindustan Aeronautics Limited, Avionics Division, Balanagar, Hyderabad- 500042

নোটিফিকেশনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

মন্তব্য করুন