পৃথিবীতে হিন্দু জনসংখ্যা কত ২০২৩: আমরা সবাই জানি পৃথিবীর জনসংখ্যা বর্তমানে ৮০০ কোটি ছাড়িয়েছে, যে জনসংখ্যার মধ্যে খ্রিস্টান ধর্মের লোক সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে প্রায় ৩১%, এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে মুসলিম ধর্ম যাদের জনসংখ্যা প্রায় ২৫%, এরপর তৃতীয় স্থানে এমন জনসংখ্যা রয়েছে যাদের কোন ধর্ম নেই বা ধর্ম বলতে অনিচ্ছুক এদের জনসংখ্যা ১৫%, এরপরে আসে হিন্দু ধর্ম যাদের জনসংখ্যা পৃথিবীর জনসংখ্যা অনুসারে ১৪.৯%। আজকে আমাদের বিষয়ে পৃথিবীতে হিন্দু জনসংখ্যা কত ২০২৩, পৃথিবীতে মোট হিন্দু জনসংখ্যা কত আছে ইত্যাদি।
জনসংখ্যার দিক দিয়ে হিন্দু ধর্ম পৃথিবীতে তৃতীয় বৃহত্তম ধর্ম রুপে বর্তমানে রয়েছে। যার অধিকাংশ জনসংখ্যা এশিয়া মহাদেশে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তনে রয়েছে। বর্তমানে ভারতের জনসংখ্যা ১৪২ কোটি, যে জনসংখ্যার অধিকাংশ হিন্দু ধর্ম অবলম্বনকারী। এছাড়া ভারতের প্রতিবেশী দেশ নেপালে প্রায় ৮০ শতাংশ মানুষ যারা হিন্দু ধর্ম অবলম্বন করে এছাড়াও বাংলাদেশ, শ্রীলংকা, পাকিস্তানে হিন্দু ধর্ম বিস্তৃত। এবার আসুন দেখে নেওয়া যাক 2023 সালে পৃথিবীতে হিন্দু জনসংখ্যা কত।
পৃথিবীতে হিন্দু জনসংখ্যা কত ২০২৩

২০২৩ সালে পৃথিবীতে মোট হিন্দু জনসংখ্যা রয়েছে ১.২ বিলিয়ন।
পৃথিবীতে হিন্দু | জনসংখ্যা |
---|---|
মোট জনসংখ্যা | ১২০ কোটি |
পৃথিবীতে হিন্দু জনসংখ্যা কত শতাংশ
পৃথিবীর জনসংখ্যা অনুসারে বর্তমানে পৃথিবীতে হিন্দু জনসংখ্যা রয়েছে ১৫%।
পৃথিবীতে হিন্দু জনসংখ্যা ২০২৩ দেশ অনুযায়ী
ধর্মের দিক দিয়ে পৃথিবীতে তৃতীয় বৃহত্তম জনসংখ্যার ধর্ম হলো হিন্দু ধর্ম, যে জনসংখ্যার অধিকাংশ ভারত ও নেপালে রয়েছে। পৃথিবীর মধ্যে ভারতের সবচেয়ে বেশি হিন্দু জনসংখ্যা রয়েছে প্রায় ১১৩ কোটি, যা ভারতের মোট জনসংখ্যার ৭৯%। শতাংশ অনুযায়ী ভারতের পরে সবচেয়ে বেশি হিন্দু জনসংখ্যা রয়েছে নেপালে প্রায় ৮০%। নিচের তালিকায় পৃথিবীতে হিন্দু জনসংখ্যা ২০২৩ দেশ অনুযায়ী দেওয়া হলো।
Rank | দেশ | জনসংখ্যা |
---|---|---|
1 | ভারত | ১১৩ কোটি ৮০ লক্ষ |
2 | নেপাল | ২ কোটি ৪৪ লক্ষ |
3 | বাংলাদেশ | ১ কোটি ৬২ লক্ষ |
4 | ইন্দোনেশিয়া | ৪৬ লক্ষ |
5 | পাকিস্তান | ৪৬ লক্ষ |
6 | আমেরিকা | ৩৩ লক্ষ |
7 | শ্রীলঙ্কা | ২৭ লক্ষ |
8 | মালয়েশিয়া | ২১ লক্ষ |
9 | চিন | ১৪ লক্ষ |
10 | ইংল্যান্ড | ৮ লক্ষ |
11 | মরিশাস | ৬ লক্ষ |
12 | কুয়েত | ৩ লক্ষ |
13 | আরব | ৩ লক্ষ |
14 | কাতার | ৩ লক্ষ |
15 | সিঙ্গাপুর | ২ লক্ষ |
16 | ত্রিনিদাদ টোবাগো | ২ লক্ষ |
17 | ফিজি | ২ লক্ষ |
18 | ওমেন | ২ লক্ষ |
19 | গুয়েনা | ২ লক্ষ |
20 | ভুটান | ১ লক্ষ |
Q&A: পৃথিবীতে হিন্দু জনসংখ্যা ২০২৩
পৃথিবীতে মোট হিন্দু জনসংখ্যা কত?
১.২ বিলিয়ন বা ১২০ কোটি জনসংখ্যা পৃথিবীতে রয়েছে যারা হিন্দু ধর্ম অবলম্বন করে।
পৃথিবীর মোট জনসংখ্যা কত?
বর্তমানে পৃথিবীর মোট জনসংখ্যা ৮০০ কোটি।
কোন দেশে হিন্দু জনসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে?
ভারতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা, প্রায় ১১৩ কোটি জনসংখ্যা যারা হিন্দু ধর্ম মেনে চলে।
ভারত ছাড়া পৃথিবীর কোন দেশে হিন্দু জনসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে?
নেপালে হিন্দু জনসংখ্যা রয়েছে প্রায় ৮০ শতাংশ। ভারতের পরে নেপাল পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম হিন্দু জনসংখ্যার দেশ।