ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে 2024

ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে 2024: পৃথিবীতে মোট 7 টি মহাদেশ রয়েছে, আর এই মহাদেশ গুলির মধ্যে ইউরোপ অত্যন্ত একটি জনপ্রিয় স্থান বিশেষ করে ভ্রমণের জন্য। শীত প্রধান এই মহাদেশের অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে। প্রত্যেক বছর সারা পৃথিবী থেকে বহু পর্যটক ইউরোপের দেশগুলোতে ভ্রমণ করতে আসেন। ইউরোপ মহাদেশ 50 টি দেশ নিয়ে গঠিত, যার মধ্যে 6 টি দেশ দেশ রয়েছে যেগুলি জাতিসংঘ থেকে আংশিকভাবে স্বীকৃত। সে কারণে বর্তমানে ইউরোপ মহাদেশের দেশ সংখ্যা 44 বলা হয়ে থাকে।

আজকের এই নিবন্ধে ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে ও কি কি, ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে ২০২৩, ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম, ইউরোপের ধনী দেশের তালিকা, ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী, আয়তনে ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় দেশ, আয়তনে ইউরোপ মহাদেশের সবচেয়ে ছোট দেশ, ইউরোপ মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ, ইউরোপ মহাদেশের সবচেয়ে জনবিরল দেশ ও আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এই নিবন্ধ ছাত্র-ছাত্রী ও পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

How Many Countries in Europe Bengali

বিষয়ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে
বিভাগআন্তর্জাতিক
মহাদেশইউরোপ
সাল2024

জনসংখ্যার দিক দিয়ে ইউরোপ মহাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাদেশ ও আয়তনে বিশ্বের 6 নম্বর মহাদেশ হলো ইউরোপ। ইউরোপ মহাদেশের জনসংখ্যা প্রায় 750 মিলিয়ন এবং ইউরোপ মহাদেশের মোট আয়তন 10,180,000 বর্গ কিলোমিটার। এবার আসুন দেখে নেওয়া যাক ইউরোপ মহাদেশের 44 টি দেশের নাম ও রাজধানী,

ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে 2024

নংদেশরাজধানী
১.আলবেনিয়াতিরানা
২.অস্ট্রিয়াভিয়েনা
৩.এন্ডোরাঅ্যান্ডোরা লা ভেলা
৪.বুলগেরিয়াসোফিয়া
৫.বসনিয়াসারায়েভো
৬.বেলজিয়ামব্রাসেলস
৭.বেলারুশমিনস্ক
৮.চেক প্রজাতন্ত্রপ্রাগ
৯.ডেনমার্ককোপেনহেগেন
১০.এস্তোনিয়াতালিন
১১.ফ্রান্সপ্যারিস
১২.ফিনল্যান্ডহেলসিঙ্কি
১৩.ক্রোয়েশিয়াজাগ্রেব
১৪.জার্মানিবার্লিন
১৫.গ্রীসএথেন্স
১৬.হাঙ্গেরিবুদাপেস্ট
১৭.আইসল্যান্ডরেইকিয়াভিক
১৮.আয়ারল্যান্ডডাবলিন
১৯.ইতালিরোম
২০.লাটভিয়ারিগা
২১.লিচেনস্টাইনভাদুজ
২২.লিথুয়ানিয়াভিলনিয়াস
২৩.লুক্সেমবার্গলুক্সেমবার্গ
২৪.মন্টিনিগ্রোপডগোরিকা
২৫.মোনাকোমোনাকো
২৬.মলদোভাচিসিনাউ
২৭.মাল্টাভ্যালেটা
২৮.মেসিডোনিয়াস্কোপজে
২৯.নেদারল্যান্ডসআমস্টারডাম
৩০.নরওয়েঅসলো
৩১.পোল্যান্ডওয়ারশ
৩২.পর্তুগাললিসবন
৩৩.রোমানিয়াবুখারেস্ট
৩৪.রাশিয়ামস্কো
৩৫.সান মারিনোসান মারিনো
৩৬.সার্বিয়াবেলগ্রেড
৩৭.স্লোভাকিয়াব্রাতিস্লাভা
৩৮.স্লোভেনিয়ালুব্লজানা
৩৯.স্পেনমাদ্রিদ
৪০.সুইডেনস্টকহোম
৪১.সুইজারল্যান্ডবার্ন
৪২.ইউক্রেনকিইভ
৪৩.ইংল্যান্ডলন্ডন
৪৪.ভ্যাটিকানভ্যাটিকান সিটি

ইউরোপ মহাদেশের সংক্ষিপ্ত বিবরণ

আয়তন10,180,000 কিমি²
জনসংখ্যা750 মিলিয়ন
দেশ44 টি + 6 টি (আংশিক স্বীকৃত)
জিডিপি34 ট্রিলিয়ন
ধর্মখ্রিস্টান, ইসলাম
ভাষাইংলিশ, রাশিয়ান, জার্মান, ইতালিয়ান, ফ্রেঞ্চ

ইউরোপ মহাদেশের সমস্ত দেশগুলি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। যে কারণে প্রচুর পরিমাণে পর্যটক এই অঞ্চলে আসেন প্রত্যেক বছর। এই মহাদেশের অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্ম অবলম্বন করে। বিভিন্ন ভাষা থাকলেও ইংলিশ এই মহাদেশের প্রধান ভাষা।

ইউরোপের ধনী দেশের তালিকা

নিচের ইউরোপের সেরা 10 টি ধনী দেশের নাম দেওয়া হল,

  1. লুক্সেমবার্গ, জিডিপি 142,490$
  2. আয়ারল্যান্ড, জিডিপি 114,581$
  3. নরওয়ে, জিডিপি 92,646$
  4. সুইজারল্যান্ড, জিডিপি 92,434$
  5. আইসল্যান্ড, জিডিপি 73,981$
  6. ডেনমার্ক, জিডিপি 70,924$
  7. নেদারল্যান্ড, জিডিপি 61,098$
  8. সুইডেন, জিডিপি 55,395$
  9. ফিনল্যান্ড, জিডিপি 53,745$
  10. অস্ট্রিয়া, জিডিপি 53,320$

ইউরোপের সবচেয়ে গরীব দেশ কোনটি

মলদোভা হল ইউরোপ মহাদেশের দেশগুলোর মধ্যে একটি গরিব দেশ, এই দেশের জিডিপি পার ক্যাপিটা 6342$। মোট জনসংখ্যা 2.5 মিলিয়ন, দেশের মোট আয়তন 33,843 বর্গ কিলোমিটার। এছাড়া আরো একটি দেশ রয়েছে যার নাম ইউক্রেন, এই দেশটি বর্তমানে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে চলছে। এই দেশের জিডিপি পার ক্যাপিটা 4349$। ইউক্রেন দেশের মোট জনসংখ্যা প্রায় 37 কোটি।

আয়তনে ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় দেশ

রাশিয়া হলো ইউরোপের সবচেয়ে বড় দেশ আয়তনের বিচারে, রাশিয়ার মোট আয়তন 17,098,242 বর্গ কিলোমিটার। ইউরোপের সবচেয়ে বড় দেশ হওয়ার সঙ্গে রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশে পরিণত হয়েছে। আয়তনে রাশিয়ার পর ইউরোপে ইউক্রেন সবচেয়ে বড় দেশ যার মোট আয়তন 603,628 বর্গ কিলোমিটার।

আয়তনে ইউরোপ মহাদেশের সবচেয়ে ছোট দেশ

ভ্যাটিকান সিটি হল ইউরোপ মহাদেশের সবচেয়ে ছোট দেশ আয়তনে, এই দেশের মোট আয়তন 110 একর।

ইউরোপ মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ

ইউরোপের সবচেয়ে জনবহুল দেশ হল রাশিয়া আয়তনের সাথে রাশিয়া ইউরোপের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে। রাশিয়ার মোট জনসংখ্যা 17 কোটি 61 লক্ষ, রাশিয়ার এই জনসংখ্যা বিশ্বের নবম স্থানে রয়েছে।

ইউরোপ মহাদেশের সবচেয়ে জনবিরল দেশ

আয়তনের মত ইউরোপের সবচেয়ে জনবিরল দেশ হলো ভ্যাটিকান সিটি এই দেশের মোট জনসংখ্যা প্রায় 800 জন। এছাড়া আরো একটি দেশ রয়েছে হোলি সি, যে দেশের জনসংখ্যাও কিছুটা এরকম।

এই ধরনের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।

প্রশ্নোত্তর: ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে

ইউরোপ মহাদেশের দেশ ও অঞ্চল সমূহ কয়টি?

ইউরোপ মহাদেশের মোট 44 টি স্বাধীন দেশ রয়েছে রাষ্ট্রসংঘ স্বীকৃত এছাড়া আরো 6 টি দেশ বর্তমানে আংশিকভাবে স্বীকৃত রয়েছে।

এশিয়া মহাদেশে কয়টি দেশ রয়েছে?

এশিয়া মহাদেশের মোট দেশের সংখ্যা 48 টি ও একটি আংশিক ভাবে স্বীকৃত রয়েছে রাষ্ট্রসঙ্ঘ থেকে।

আফ্রিকা মহাদেশের দেশ সংখ্যা কত?

মোট 54 টি দেশ রয়েছে আফ্রিকা মহাদেশে।

মন্তব্য করুন