ত্রিপুরার জেলা কয়টি 2023|How many districts in Tripura 2023

ত্রিপুরার জেলা কয়টি 2023: ভারতের উত্তর-পূর্ব ভাগে অবস্থিত ত্রিপুরা রাজ্যটি ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য হিসেবে পরিচিত। ত্রিপুরা রাজ্যটি ভারতের ১০,৪৯১.৬৮ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। ভারতের এই অন্যতম রাজ্যটির পশ্চিম, উত্তর ও দক্ষিণ দিক বাংলাদেশ দ্বারা বেষ্টিত। ত্রিপুরা রাজ্যের পূর্বভাগে রয়েছে আসাম ও মিজোরাম। ত্রিপুরা রাজ্যের রাজধানী শহর আগরতলা এবং সরকারি ভাষা বাংলা ও ককবড়ক। ত্রিপুরা উত্তর-পূর্ব ভারতের একটি ভূ-বেষ্টিত পার্বত্য রাজ্য, সমুদ্রপৃষ্ঠ থেকে ত্রিপুরার উচ্চতা ১৫ থেকে ৯৪০ মিটার।

ত্রিপুরার জেলা কয়টি 2023, ত্রিপুরার জেলা ২০২৩

সুলতানী আমলে ত্রিপুরা রাজ্য বাংলার করদ রাজ্য ছিল এবং ব্রিটিশ শাসনকালে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনতামূলক মিত্র রাজ্য হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে ১৯৪৯ সালের ১৫ অক্টোবর ত্রিপুরা অন্তর্ভুক্তি চুক্তি অনুসারে স্বাধীনতাপ্রাপ্ত ভারতের রাজ্য হিসেবে পরিচিতি লাভ করে। ১৯৪৯ সালে গণমুক্তিআন্দোলন এর ফলে ত্রিপুরা অসম রাজ্যের অংশ হিসেবে ভারতের অন্তর্ভুক্ত হয়। ভারতের স্বাধীনতা লাভের পর পূর্ব পাকিস্তান থেকে আগত বাঙালি শরণার্থীরা ত্রিপুরা এসে বসবাস শুরু করে এবং ১ জানুয়ারি ১৯৬৩ সালে ত্রিপুরা একটি কেন্দ্রশাসিত অঞ্চল রূপে পরিচিত লাভ করে। ১৯৭২ সালে ২১ জানুয়ারি ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃত হয়

ত্রিপুরা রাজ্যের জেলার সংখ্যা মোট ৮টি এবং উপবিভাগ অর্থাৎ মহাকুমার সংখ্যা ২৩টি এছাড়াও ত্রিপুরাকে ৫৮টি উন্নয়ন ব্লকে বিভক্ত করা হয়েছে। ত্রিপুরার জেলা গুলি হল-

  1. উত্তর ত্রিপুরা জেলা
  2. দক্ষিণ ত্রিপুরা জেলা
  3. পশ্চিম ত্রিপুরা জেলা
  4. গোমতী জেলা
  5. ধলাই জেলা
  6. ঊনকোটি জেলা
  7. খোয়াই জেলা
  8. সিপাহীজলা জেলা
ত্রিপুরার জেলা কয়টি 2023, How many districts in Tripura 2023, ত্রিপুরার জেলা ২০২৩
ত্রিপুরার জেলা ২০২২

১.উত্তর ত্রিপুরা জেলা – ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলা সৃষ্টি হয় ১৯৭০ সালের ১লা সেপ্টেম্বর। এই অঞ্চলের প্রধান ভাষা বাংলা, এছাড়াও সিলেটি, ইংরেজি, হিন্দি, ককবড়ক, ভোজপুরি ইত্যাদি ভাষা কথিত হয়। এই জেলার সদর দপ্তর ধর্মনগর।

ত্রিপুরার জেলা কয়টি 2023, How many districts in Tripura 2023, ত্রিপুরার জেলা ২০২৩
উত্তর ত্রিপুরা জেলা
জেলা সদরধর্মনগর
আয়তন১৪২২.১৯ বর্গ কিলোমিটার
জনসংখ্যা৪১৫৯৪৬

২.দক্ষিণ ত্রিপুরা জেলা – দক্ষিণ ত্রিপুরা জেলা সৃষ্টি হয় ১৯৭০ সালের ১লা সেপ্টেম্বর। এই জেলায় মোট ৩টি মহকুমা ও ৮টি ব্লক রয়েছে।
মহকুমা অঞ্চল গুলি হল- শান্তিরবাজার, বেলোনিয়া ও সাব্রুম।
ব্লক গুলি হল- ঋষ্যমুখ, রাজনগর, জোলাইবাড়ি, ভারতচন্দ্র নগর, বগাফা, পয়াংবাড়ি, সাতচাঁদ,রুপাইছড়ি।

দক্ষিণ ত্রিপুরা জেলা, ত্রিপুরার জেলা কয়টি 2023, How many districts in Tripura 2023, ত্রিপুরার জেলা ২০২৩
দক্ষিণ ত্রিপুরা জেলা
জেলা সদরবেলোনিয়া
আয়তন২১৫২ বর্গ কিলোমিটার
জনসংখ্যা৪৩৩৭৩৭

ত্রিপুরার জেলা কয়টি 2023, ত্রিপুরার জেলা ২০২৩

৩.পশ্চিম ত্রিপুরা জেলা – পশ্চিম ত্রিপুরা সৃষ্টি হয় ১৯৭০ সালে। এই জেলার সদর আগরতলা। ২০১১ সালে পশ্চিম ত্রিপুরা জেলা সবচেয়ে জনবহুল জেলা হিসেবে পরিচিতি পায়। এই জেলার মহকুমার সংখ্যা ৫টি এবং ব্লক সংখ্যা ৯টি।

পশ্চিম ত্রিপুরা জেলা, ত্রিপুরার জেলা কয়টি 2023, How many districts in Tripura 2023, ত্রিপুরার জেলা ২০২৩
পশ্চিম ত্রিপুরা জেলা
জেলা সদরআগরতলা
আয়তন৯৮৩.৬৩ বর্গ কিলোমিটার
জনসংখ্যা৯১৭৫৩৪

৪.গোমতী জেলা – ২০১২ সালে জানুয়ারি মাসে ত্রিপুরা রাজ্যে নতুন চারটি জেলা গঠিত হয় যার মধ্যে গোমতী জেলা একটি। এই জেলার সদর দপ্তর উদয়পুর। এই জেলার অন্যতম তীর্থ কেন্দ্র তীর্থমুখ, এই অঞ্চলটি অমরপুর মহকুমায় অবস্থিত।

গোমতী জেলা, ত্রিপুরার জেলা কয়টি 2023, How many districts in Tripura 2023, ত্রিপুরার জেলা ২০২৩
গোমতী জেলা
জেলা সদরউদয়পুর
আয়তন১৫২২.৮ বর্গ কিলোমিটার
জনসংখ্যা৪৪১৫৩৮

৫.ধলাই জেলা – এই জেলার সৃষ্টি হয় ১৯৯৫ সালের ১৪ এপ্রিল। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ত্রিপুরার সবচেয়ে কম জনবহুল জেলার মধ্যে এই জেলা দ্বিতীয় স্থানে রয়েছে। উত্তর ত্রিপুরা জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন এই জেলার সৃষ্টি হয়।

ধলাই জেলা, ত্রিপুরার জেলা কয়টি 2023, How many districts in Tripura 2023, ত্রিপুরার জেলা ২০২৩
ধলাই জেলা
জেলা সদরআমবাসা
আয়তন২৩১২.২৯ বর্গ কিলোমিটার
জনসংখ্যা৩৭৭৯৮৮

ত্রিপুরার জেলা কয়টি 2023, ত্রিপুরার জেলা ২০২৩

৬. ঊনকোটি জেলা – রাজ্যের এই জেলাটি ২০১২ সালে জানুয়ারি মাসে যখন ত্রিপুরায় নতুন চারটি জেলার বাড়ানো হয় তখন গঠিত হয়। এই জেলার সদর দপ্তর কৈলাশহর। ত্রিপুরার অন্যতম তীর্থক্ষেত্র এই জেলা চারিদিকে পাহার দ্বারা আবৃত এবং ঝরনার অপরূপ সৌন্দর্য জায়গাটিকে অন্যতম করে তুলেছে। এই জেলার নামকরনের একটি ইতিহাস রয়েছে। হাজার বছর আগে মহাদেবের ভক্তরা এই অঞ্চলের পাথরে বিভিন্ন দেবতার মূর্তি খোদাই করে রেখে গিয়েছিলেন, খোদাই করা মূর্তির সংখ্যা ছিল এক কোটির চেয়ে একটি কম অর্থাৎ ঊনকোটি। সেখান থেকেই এই জায়গাটির নাম ঊনকোটি।

ঊনকোটি জেলা, ত্রিপুরার জেলা কয়টি 2023, How many districts in Tripura 2023, ত্রিপুরার জেলা ২০২৩
ঊনকোটি জেলা
জেলা সদরকৈলাশহর
আয়তন৬৮৬.৯৭ বর্গ কিলোমিটার
জনসংখ্যা২৭৭৩৩৫

৭.খোয়াই জেলা – ২০১২ সালে জানুয়ারি মাসে এই জেলা স্বীকৃতি লাভ করে। ত্রিপুরার উত্তর-পূর্ব অংশে অবস্থিত এই জেলার সদর দপ্তর খোয়াই।

খোয়াই জেলা, ত্রিপুরার জেলা কয়টি 2023, How many districts in Tripura 2023, ত্রিপুরার জেলা ২০২৩
খোয়াই জেলা
জেলা সদরখোয়াই
আয়তন১৩৭৭.২৮ বর্গ কিলোমিটার
জনসংখ্যা৩২৭৫৬৪

৮.সিপাহীজলা জেলা – ত্রিপুরায় ২০১২ সালে জানুয়ারি মাসে যখন নতুন চারটি জেলা তৈরি করা হয় তখন এই জেলাটিও তৈরি হয়েছিল। এই জেলার অংশ পশ্চিম ত্রিপুরা থেকে ভাগ করে তৈরি করা হয়। এই জেলার প্রধান শহর গুলি হল মেলাঘর, বিশালগড়, সোনামুড়া, বিশ্রামগঞ্জ।

সিপাহীজলা জেলা, ত্রিপুরার জেলা কয়টি 2023, How many districts in Tripura 2023, ত্রিপুরার জেলা ২০২৩
সিপাহীজলা জেলা
জেলা সদরবিশ্রামগঞ্জ
আয়তন১০৪৩.০৪ বর্গ কিলোমিটার
জনসংখ্যা৪৮৪২৩৩

ভারত, বাংলাদেশ বিভিন্ন শিক্ষামূলক তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।

Q&A:ত্রিপুরার জেলা কয়টি 2023, How many districts in Tripura 2023

ত্রিপুরার সবচেয়ে বড় জেলার নাম কি?

– ত্রিপুরার সবচেয়ে বড় জেলার নাম ধলাই

ত্রিপুরার সবচেয়ে ছোট জেলার নাম কি?

– ত্রিপুরার সবচেয়ে ছোট জেলার নাম ঊনকোটি

ত্রিপুরার রাজ্যের রাজধানী শহরের নাম কি?

– ত্রিপুরা রাজ্যের রাজধানী শহর আগরতলা

মন্তব্য করুন