কলকাতা কর্পোরেশন ট্রেড লাইসেন্স কিভাবে করবেন

কলকাতা কর্পোরেশন ট্রেড লাইসেন্স: ট্রেড লাইসেন্স একটি অতি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট যেটা ছোট থেকে বড় সমস্ত ব্যবসা-বাণিজ্য, দোকান, বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য তৈরি করতে হয়। এই লাইসেন্স আপনাকে আপনার নিকটবর্তী সরকারি দপ্তর থেকে পাবেন। গ্রামীন এলাকার জন্য পঞ্চায়েত ও শহর এলাকার জন্য পৌরসভা, কর্পোরেশনে গিয়ে আপনাকে আপনার ব্যবসার তথ্য প্রদান করতে হবে এবং সরকার আপনাকে একটি ট্রেড লাইসেন্স প্রদান করবে। এরকমই আপনি যদি কলকাতার বুকে কোন ব্যবসা-বাণিজ্য করতে চান তাহলে আপনাকে KMC এর থেকে ট্রেড লাইসেন্স বার করতে হবে। আসুন দেখি নিয় কলকাতা কর্পোরেশন ট্রেড লাইসেন্স কিভাবে করবেন।

কলকাতা কর্পোরেশন ট্রেড লাইসেন্স

বিষয় KMCট্রেড লাইসেন্স
সংস্থাকলকাতা কর্পোরেশন
পদ্ধতিঅনলাইন/ অফলাইন
ওয়েবসাইটkmcgov.in

ট্রেড লাইসেন্স কি ?

ট্রেড লাইসেন্স হলো এমন একটি সার্টিফিকেট যা সরকার দ্বারা দেওয়া হয়, দিয়েছো তো এই লাইসেন্সের মাধ্যমে সরকার আপনার কাছ থেকে আপনি কি ব্যবসা-বাণিজ্য করেন সেই বিষয়ে জানতে চায়। ট্রেড লাইসেন্স রাজ্য সরকার দ্বারা গ্রাহক কে দেয়া হয়, রাজ্য সরকারের গ্রাম পঞ্চায়েত পৌরসভা কর্পোরেশন দ্বারা এই লাইসেন্স প্রদান করা হয়। ট্রেড লাইসেন্স বিভিন্ন ধরনের হতে পারে, যেরকম ইন্ডাস্ট্রিয়াল ট্রেড লাইসেন্স, ফুড ট্রেড লাইসেন্স, ট্রেড শপ লাইসেন্স ইত্যাদি।

কি কি ডকুমেন্ট লাগে ট্রেড লাইসেন্স করতে ?

  • আপনাকে ভারতের নাগরিক হতে হবে এবং ১৮ বছরের উপরে বয়স হতে হবে।
  • আপনার ব্যাকগ্রাউন্ডে কোনরকম আইনি সমস্যা থাকলে আপনি আবেদন করতে পারবেন না।
  • আপনাকে আপনার নিকটবর্তী পঞ্চায়েত, পৌরসভা, কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স আবেদনের জন্য একটি ফর্ম নিতে হবে।
  • এই ফর্ম নেয়ার জন্য আপনাকে আবেদন মূল্য দিতে হবে যা নির্ভর করে আপনার রাজ্য বা এলাকার উপরে।
  • আপনার ব্যবসার লোকেশন এর তথ্য অর্থাৎ যে জায়গায় আপনার ব্যবসা রয়েছে।
  • আপনি যদি আপনার সংস্থার বা কোম্পানির ট্রেড লাইসেন্স বানাতে চান তবে কোম্পানির প্যান কার্ড, জিএসটি নম্বর ইত্যাদি দিতে হতে পারে।
  • আপনার ব্যবসা যদি পার্টনারশিপে থাকে অন্য কারুর সঙ্গে তবে আপনাকে পার্টনারশিপ এগ্রিমেন্ট দিতে হবে।

কলকাতা কর্পোরেশন ট্রেড লাইসেন্স অনলাইন আবেদন

  • KMC এলাকায় ট্রেড লাইসেন্স আবেদনের জন্য আপনাকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে kmcgov.in।
কলকাতা কর্পোরেশন ট্রেড লাইসেন্স কিভাবে করবেন
  • হোম পেজে নিচের দিকে আপনাকে external user login অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার সামনে নতুন পেজ খুলে যাবে যেখানে ইউজার আইডি, মোবাইল নাম্বার দিতে হবে।
কলকাতা কর্পোরেশন ট্রেড লাইসেন্স কিভাবে করবেন
  • আপনার যদি অ্যাকাউন্ট না খোলা থাকে তবে new account অপশনের মাধ্যমে একটি নতুন অ্যাকাউন্ট খুলবেন।
  • লগ ইন করা হয়ে গেলে আপনার সামনে নতুন একটি পেজ খুলবে যার বাঁদিকে licence অপশনে ক্লিক করতে হবে।
  • licence অপশনে খেলে আপনার সামনে একটি মেনু খুলে যাবে যেখান থেকে প্রথম অপশন online application registration ক্লিক করবেন।
  • পরের পেজে যাওয়ার পর আপনার সামনে একটি ফরম খুলে যাবে যেটি আপনাকে সঠিক তথ্য দ্বারা সম্পন্ন করতে হবে।
  • এরপরের পেজে আপনাকে আপনার ব্যবসার সমস্ত তথ্য দিতে হবে ফর্মে যা চাইবে।
  • ডকুমেন্ট আপলোডের সময় আপনাকে তিনটি অপশন দেয়া হবে, বিজনেস প্রুফ, ফটো আইডি ও কোম্পানি।
  • এই তিনটির মধ্যে যেকোনো একটি আপনি আপলোড করতে পারেন।
  • মনে রাখবেন স্ক্যান করা ছবিগুলি পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে, পিডিএফ এর সাইজ 1000KB এর নিচে হতে হবে।
  • এরপর আপনি Calculate Fees অপশন এ ক্লিক করলে আপনাকে কত আবেদন মূল্য দিতে হবে সেটি দেখতে পাবেন।
  • Preview অপশনে ক্লিক করে একবার সম্পূর্ণ ফর্মে দেওয়া তথ্য গুলি যাচাই করে নেবেন।
  • সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে অনলাইনে আবেদন মূল্য দিতে হবে।
  • এবার কর্পোরেশনের তরফ থেকে আপনার তথ্যগুলি যাচাই করা হবে এবং কিছুদিন পর আপনার মোবাইলে মেসেজ পেয়ে যাবেন।

কলকাতা কর্পোরেশন ট্রেড লাইসেন্স অফলাইন আবেদন

  • অফলাইনে আবেদনের জন্য আপনাকে প্রথমে কলকাতা কর্পোরেশন অফিসে যেতে হবে।
  • এরপর সেখান থেকে আপনাকে ট্রেড লাইসেন্স আবেদনের জন্য একটি ফর্ম দিতে হবে।
  • ফর্মটি আপনাকে সম্পূর্ণ ফিলাপ করে প্রয়োজনীয় তথ্যাবলির সঙ্গে যুক্ত করে কলকাতা কর্পোরেশনে গিয়ে জমা দিতে হবে।
  • KMC অফিসে আপনাকে আবেদন মূল্য জমা দিতে হবে।
  • ফর্ম জমা দেয়ার পর কর্পোরেশন আধিকারিক ফর্মটি সম্পূর্ণ যাচাই করে যেমন নিয়ে নেবে।
  • ফর্মে বা ডকুমেন্টসের কোন সমস্যা থাকলে KMC এর তরফ থেকে আপনার কাছে ফোন যেতে পারে।

কলকাতা কর্পোরেশন ট্রেড লাইসেন্স করতে কত সময় লাগবে

ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করার পর আপনার সর্বোচ্চ একমাস সময় লাগতে পারে, তবে এক সপ্তাহের মধ্যে আপনি KMC এর তরফ থেকে উত্তর পেয়ে যাবেন।

কলকাতা কর্পোরেশন ট্রেড লাইসেন্স করতে কত টাকা লাগে

KMC ট্রেড লাইসেন্স আবেদনের জন্য আপনাকে একটি আবেদন মূল্য দিতে হবে তবে সেটা নির্ভর করবে আপনার ব্যবসার উপরে। আপনি কি ধরনের ব্যবসা করেন কোন কোম্পানি বা সংস্থা, দোকান, রেস্টুরেন্ট, গ্যারেজ ইত্যাদি। প্রত্যেকটি ব্যবসার জন্য ও কলকাতার কোন স্থানে আপনার ব্যবসা তার ওপর আবেদন মূল্য নির্ভর করে। আবেদন প্রক্রিয়া করার সময় আপনি আবেদন মূল্য কত দিতে হবে সেটা জানতে পারবেন।

KMC ট্রেড লাইসেন্স রিনিউয়াল প্রক্রিয়া

কলকাতা কর্পোরেশন ট্রেড লাইসেন্স আপনি প্রথমে এক বছরের জন্য পাবেন এরপর আপনাকে, এই ট্রেড লাইসেন্স রিনিউয়াল করতে হবে।

কলকাতা কর্পোরেশন যোগাযোগ প্রক্রিয়া

ফোন নম্বর- +91 33 2286 1000
টোল ফ্রি নম্বর- 18003453375
ঠিকানা- কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, 5 S.N. Banerjee Road, Kolkata 700 013, India

মন্তব্য করুন