নতুন ডিজিটাল রেশন কার্ড কিভাবে করবেন

নতুন ডিজিটাল রেশন কার্ড কিভাবে করবেন: পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রত্যেকটি নাগরিককে নতুন ডিজিটাল রেশন কার্ডে আবেদন করার জন্য জানানো হয়েছে। পরিবারের সদস্যদের যদি ডিজিটাল রেশন কার্ড না থাকে তবে অতিশীঘ্রই ডিজিটাল রেশন কার্ড করে নেওয়া প্রয়োজন। ফর্ম নাম্বার ৩ এর সাহায্যে পুরনো রেশন কার্ডের পরিবর্তে নতুন ডিজিটাল রেশন কার্ড এর জন্য আবেদন করা যেতে পারে। পরিবারের কোন সদস্যের ডিজিটাল রেশন কার্ড না থাকলে ৩ নাম্বার ফর্ম এর সাহায্যে আবেদন করে ডিজিটাল রেশন কার্ড করা যাবে।

যদি পরিবারের মধ্যে একজন সদস্যের ডিজিটাল রেশন কার্ড থাকে তবে ৪ নম্বর ফর্ম-এর ‘ফর্ম IV R/ ফর্ম IV-U’ সাহায্যে পরিবারের অন্য সদস্যরা ডিজিটাল রেশন কার্ড করতে পারবেন। পরিবারের অন্যান্য সদস্যদের নাম যার ডিজিটাল রেশন কার্ড রয়েছে সেই ব্যক্তির নামের সাথে যুক্ত করে ডিজিটাল রেশন কার্ড করার কথা জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে।

পশ্চিমবঙ্গ সরকার ২৭শে জানুয়ারি ২০১৬ সালে পশ্চিমবঙ্গ খাদ্য সাথী প্রকল্প চালু করেছিল। এই প্রকল্প অনুযায়ী রাজ্যের জনসংখ্যার ৭ কোটি অর্থাৎ ৯০% মানুষ ২ টাকা কেজি দরে চাল এবং গম কিনতে পারবেন। অন্যদিকে প্রায় ৫০ লাখ মানুষ বাজার মূল্যের অর্ধেক দামে চাল, গম ইত্যাদি কিনতে পারবে। খাদ্য সাথী প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রত্যেকটি নাগরিক ডিজিটাল রেশন কার্ড করতে পারবেন।

নতুন ডিজিটাল রেশন কার্ড: আবেদনের জন্য যোগ্যতা

  • পশ্চিমবঙ্গের খাদ্য সাথী প্রকল্পের আওতায় নতুন ডিজিটাল রেশন কার্ড পাওয়ার জন্য আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতার মানদণ্ড গুলি পূর্ণ করতে হবে।
  • খাদ্য সাথী প্রকল্পের আওতায় ডিজিটাল রেশন কার্ড-এর আবেদন করার জন্য প্রথমত আবেদনকারী কে পশ্চিমবঙ্গ রাজ্যের একজন বৈধ এবং স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • যে সমস্ত আবেদনকারী একটি অস্থায়ী রেশন কার্ডের জন্য আবেদন করছেন বা তাদের রেশন কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে, সেই সমস্ত আবেদনকারী এই স্কিমের অধীনে নতুন রেশন কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন।
  • বৈবাহিক কারণে স্থানান্তরের ক্ষেত্রেও এই প্রকল্পের অধীনে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করা যেতে পারে।

নতুন ডিজিটাল রেশন কার্ড: আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

নতুন ডিজিটাল রেশন কার্ড কিভাবে করবেন? নতুন ডিজিটাল রেশন কার্ড আবেদনের জন্য এই সমস্ত ডকুমেন্টগুলি প্রয়োজন হবে।
(বি: দ্র: আপনার পরিবারের সমস্ত সদস্যর যদি নতুন ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে হয় সে ক্ষেত্রে এই সমস্ত ডকুমেন্ট প্রয়োজন)

  • আধার কার্ডের স্ক্যান কপি।
  • ঠিকানার যথাযথ প্রমাণ পত্র।
  • কাস্ট সার্টিফিকেট ও অন্যান্য ডকুমেন্টস।

নতুন ডিজিটাল রেশন কার্ড: আবেদনের পদ্ধতি

নিম্নলিখিত পদ্ধতি দ্বারা আপনি ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন।

নতুন ডিজিটাল রেশন কার্ড: আবেদনের পদ্ধতি (অফলাইন)

অফলাইন মাধ্যমে পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা চূড়ান্ত করা নিম্নলিখিত আবেদন পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে।

  • অফলাইনে আবেদনের ক্ষেত্রে নিম্নলিখিত লিংক দ্বারা রেশন কার্ডের ফর্ম ডাউনলোড করতে হবে।
  • ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তরের জন্য এখানে ক্লিক করুন (গ্রামীন এলাকা)।
  • ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তরের জন্য এখানে ক্লিক করুন (শহর এলাকা)।
  • সফলভাবে ফর্মটি ডাউনলোড করার পর প্রয়োজনীয় বিবরণ সহ ফর্মটি পূরণ করুন।
  • ফর্ম-এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলি ফর্মের সাথে যুক্ত করুন।
  • পূরণ করা ফর্ম এবং প্রয়োজনীয় ডকুমেন্ট-এর সাথে সংশ্লিষ্ট রেশনিং অফিসার, পরিদর্শক অথবা খাদ্য সরবরাহ কর্মকর্তার অফিসে ফর্মটি জমা করুন।

নতুন ডিজিটাল রেশন কার্ড: আবেদনের পদ্ধতি (অনলাইন)

নতুন ডিজিটাল রেশন কার্ড কিভাবে করবেন, ডিজিটাল রেশন কার্ড কিভাবে করবেন, পশ্চিমবঙ্গে নতুন ডিজিটাল রেশন কার্ড

অনলাইন মাধ্যমে পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা চূড়ান্ত করা নিম্নলিখিত আবেদন পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে।

  • অনলাইনে আবেদনের ক্ষেত্রে সর্বপ্রথম পশ্চিমবঙ্গের ফুড এবং সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • অফিসিয়াল ওয়েবসাইটের স্ক্রিনের বাঁদিকে রেশন কার্ড অপশনটি বেছে নিতে করতে হবে।
  • এরপর ‘Apply Online’ অপশনটির পাশে ‘Apply For New Ration Card For A Family (From 3)’ অপশনটি বেছে নিতে হবে।
  • আপনার সামনে ডিজিটাল রেশন কার্ডে আবেদনের জন্য একটি পেজ খুলবে।
  • মোবাইলের মাধ্যমে আবেদন করার ক্ষেত্রে প্রথমে ‘SERVICES AND CITIZEN CORNER’ অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর ক্লিক করতে হবে ‘Digital Ration Vard Related Services: অপশনটিতে।
  • সেখান থেকে ‘Apply For New Ration Card For A Family (From 3)’ অপশনটি বেছে নিলে আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে।
নতুন ডিজিটাল রেশন কার্ড কিভাবে করবেন, ডিজিটাল রেশন কার্ড কিভাবে করবেন, পশ্চিমবঙ্গে নতুন ডিজিটাল রেশন কার্ড

নতুন ডিজিটাল রেশন কার্ড: সাইন আপ পদ্ধতি (অনলাইন)

নতুন ডিজিটাল রেশন কার্ড কিভাবে করবেন, ডিজিটাল রেশন কার্ড কিভাবে করবেন, পশ্চিমবঙ্গে নতুন ডিজিটাল রেশন কার্ড
  • ডিজিটাল রেশন কার্ডে সাইন আপের জন্য আপনার মোবাইল নম্বর দিতে হবে নির্দিষ্ট স্থানে।
  • এরপর ‘Get OTP’ অপশনটিতে ক্লিক করতে হবে যার সাহায্যে রেজিস্টারড মোবাইল নম্বরে একটি OTP পাওয়া যাবে।
  • নির্দিষ্ট জায়গায় OTP দেওয়ার পর ‘Proceed ‘ অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার সামনে পশ্চিমবঙ্গ অনলাইন রেশন কার্ড পোর্টালটি হোম স্ক্রিন খুলে যাবে যার সাহায্যে আপনি আবেদন জানাতে পারবেন।

আরো পড়ুন,

নতুন ডিজিটাল রেশন কার্ড: ৩ নম্বর ফর্ম আবেদনের পদ্ধতি (অনলাইন)

৩ নম্বর আবেদনপত্রের সাহায্যে আপনি তখনই আবেদন জানাতে পারবেন যখন আপনার পরিবারের কারো কাছে ডিজিটাল রেশন কার্ড থাকবে না।

  • অনলাইন রেশন কার্ড পোর্টাল এর হোম স্ক্রিন খোলার পর আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার পরিবারের সদস্যের কারোর ডিজিটাল রেশন কার্ড আছে কিনা সেখানে আপনাকে ‘No’ অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার রেশন কার্ডটি ‘Subsidized’ এর জন্য না ‘পরিচয় পত্র’ হিসেবে।
  • সেখান থেকে আপনি আপনার অপশনটি বেঁচে নেবেন।
  • যদি আপনি রেশন কার্ডের সাহায্যে রেশন পেতে চান তবে ‘Subsidized Food Grain’ অপশনটিতে বেছে নিতে হবে।
  • এরপর আপনাকে বেছে নিতে হবে আপনার বাসস্থান এলাকার অবস্থান ‘Rural’ অথবা ‘Urban’।

নতুন ডিজিটাল রেশন কার্ড: বিভাগ যাচাই পদ্ধতি (অনলাইন)

  • আপনার এলাকা বেছে নেওয়ার পর আপনার সামনে কতগুলি অপশন এবং চেকবক্স দেয়া থাকবে।
  • এই অপশনগুলি এবং চেকবক্স গুলি যথাযথভাবে পূরণ করতে হবে আপনাকে। আপনার পূরণ করা চেকবক্স এবং অপশন গুলির সাহায্যে আপনার পরবর্তী কার্ডের ক্যাটাগরি নির্বাচিত হবে।
  • প্রত্যেকটি অপশন এবং চেকবক্স পূরণ করার পর আপনাকে আসতে হবে স্ক্রিনের একদম নিচের দিকে, সেখানে আরো একটি নতুন তালিকা আসবে যে তালিকার চেকবক্স গুলি আপনাকে বেছে নিতে হবে।
  • সমস্ত চেকবক্স ক্লিক করার পর এবং সঠিক অপশন বেছে নেওয়ার পর ‘Next’ অপশনটিতে ক্লিক করতে হবে। আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে।

ডিজিটাল রেশন কার্ড: ঠিকানা প্রদানের পদ্ধতি (অনলাইন)

  • এই পেজের সাহায্যে আপনি আপনার ঠিকানা বেছে নিতে পারবেন।
  • এর পরবর্তী বিভাগে আপনাকে বেছে নিতে হবে আপনার নিকটতম Fear Price Shop বা ন্যায্য মূল্য রেশন দোকানটিকে।

পশ্চিমবঙ্গে নতুন ডিজিটাল রেশন কার্ড: সংযোগ তথ্য প্রদানের পদ্ধতি (অনলাইন)

  • রেশন দোকান বেছে নেওয়ার পর আপনাকে আসতে হবে পেজের নিচের দিকে, যেখানে আপনি আপনার সমস্ত সংযোগের তথ্য বিস্তারিত দিতে পারবেন।
  • যদি আপনি আপনার নম্বর লগইন রাখতে চান তাহলে ‘Same As Login Mobile’ অপশনটি কে বেছে নিতে হবে।
  • নতুন নম্বর যুক্ত করার ক্ষেত্রে আপনাকে যথাস্থানে নতুন নম্বর যোগ করতে হবে এবং ‘Get OTP’ অপশনে ক্লিক করতে হবে, এবং ওটিপি আসার পর নির্দিষ্ট স্থানে সেটা বসিয়ে ক্লিক করতে হবে ‘Validate’ অপশনে।
  • এছাড়াও এই পেজটি থেকে আপনি আপনার ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নম্বর যোগ করতে পারেন আপনার রেশন কার্ডের সাথে।

ডিজিটাল রেশন কার্ড: পরিবারের সদস্য যোগ করার পদ্ধতি (অনলাইন)

  • পরিবারের সদস্যদের রেশন কার্ডের জন্য আবেদনের ক্ষেত্রে পরিবারের প্রধান ব্যক্তির নাম এবং অন্যান্য সদস্যদের পরিচয় পত্র যোগ করতে হবে।
  • পরবর্তী বিভাগে পরিবারের প্রধান এবং অন্যান্য সদস্যদের পরিচয় পত্র প্রদান করতে হবে।
  • ‘Add More Members’ অপশনটির সাহায্যে পরিবারের সদস্যদের তথ্য যোগ করতে হবে।
  • পরিবারের প্রধান এবং সদস্যদের সঠিক পরিচয় পত্র প্রদানের পর ‘Next’ অপশনটিতে ক্লিক করতে হবে।

পশ্চিমবঙ্গে নতুন ডিজিটাল রেশন কার্ড: যাচাই পদ্ধতি (অনলাইন)

  • নেক্সট অপশনটি বেছানোর পর আপনার সামনে নতুন একটি পেজ খুলবে যেখানে আপনার ডিজিটাল রেশন কার্ড এবং পরিবারের সকল সদস্যদের তথ্যগুলি দেওয়া থাকবে এই তথ্যগুলিকে পুনরায় যাচাই করে নিতে পারবেন আপনি।
  • ভুলত্রুটির ক্ষেত্রে ‘Back’ অপশনটি ক্লিক করে পুনরায় সঠিক তথ্য প্রদান করতে পারবেন।
  • সমস্ত তথ্য সঠিকভাবে প্রদানের পর ‘it’s okay’ চেকবক্সে ক্লিক করতে হবে।
  • চেকবক্স ক্লিক করার পর ‘Proceed’ অপশন বেছে নিতে হবে, এরপর আপনার সামনে নতুন একটি পেজ খুলবে।

ডিজিটাল রেশন কার্ড: ডকুমেন্ট আপলোড পদ্ধতি (অনলাইন)

  • নতুন পেজে আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যদের আধার কার্ডের স্ক্যান কপি আপলোড করতে হবে।
  • আধার কার্ডে স্ক্যান কপি আপলোডের পর আপনাকে জিজ্ঞাসা করা হবে, আধার কার্ডের ঠিকানা এবং আপনার বর্তমান ঠিকানা একই আছে কিনা। যদি ঠিকানা একই হয় সে ক্ষেত্রে ‘Yes’ অপশনটি বেছে নিতে হবে। অন্যথায় ‘No’ অপশনটি বেঁচে আপনার ঠিকানা প্রমাণ পত্র আপলোড করে দিতে হবে।
  • অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন এডুকেশন সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে।
  • সমস্ত ডকুমেন্ট আপলোডের পর ‘Next’ অপশনটি বেছে নিয়ে ‘Proceed’ করতে হবে। এরপর আপনার সামনে নতুন আরো একটি পেজ খুলে যাবে।

ডিজিটাল রেশন কার্ড: ফর্ম ৩ জমা করার পদ্ধতি (অনলাইন)

  • ফ্রম নম্বর ৩ জমা দেয়ার জন্য আপনাকে ‘Get OTP’ অপশনটিতে ক্লিক করতে হবে।
  • নির্দিষ্ট জায়গায় OTP প্রদান করে ‘Submit OTP’ অপশনটি বেছে নিতে হবে।
  • OTP প্রদান করলে আপনার ফর্ম সফলভাবে জমা পড়ে যাবে ডিজিটাল রেশন কার্ড পোর্টালে।

আপনি আপনার ডিজিটাল রেশন কার্ড আবেদনপত্রের স্ট্যাটাস যে কোন সময় যাচাই করতে পারবেন পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড পোর্টালের মাধ্যমে। ডিজিটাল রেশন কার্ড পোর্টালে যাওয়ার জন্য https://wbpds.wb.gov.in/ ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি ‘Enquiry’ অপশন বেছে নেওয়ার মাধ্যমে আপনার রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন।

নতুন ডিজিটাল রেশন কার্ড ফর্ম (গ্রামীন এলাকা) PDFCLICK HERE

নতুন ডিজিটাল রেশন কার্ড ফর্ম (শহর এলাকা) PDFCLICK HERE

“নতুন ডিজিটাল রেশন কার্ড কিভাবে করবেন”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন