আইসিসি Hall of Fame ২০২১: কারা নির্বাচিত হলেন, দেখুন তালিকা

আইসিসি Hall of Fame ২০২১

কিছুদিন আগেই আইসিসি ঘোষণা করেছিল যে ‘আইসিসি হল অফ ফেম’ ২০২১ সালে যারা নির্বাচিত হয়েছে তাদের নাম ঘোষণা করা হবে ১৩ জুন। সেই তালিকাযই ঘোষণা করা হলো। তালিকায় শ্রীলংকার কিংবদন্তি উইকেটকিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা, ভারতের বিনু মানকদ ও জিম্বাবয়ের ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার প্রথম ৩ নে রয়েছেন।

আইসিসি Hall of Fame ২০২১
  • কুমার সাঙ্গাকার
  • অ্যান্ডি ফ্লাওয়ার
  • বিনু মানকদ
  • ডেসমন্ড হেইনেস
  • স্ট্যান ম্যাককেব
  • লিরি কনস্ট্যানটাইন
  • মন্টি নোবেল
  • অউব্রি ফকনার
  • টেড ডেক্সটার
  • বব উইলিস
কুমার সাঙ্গাকারার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এদেরকে সম্মান জানানো হবে। তালিকায় ১ নম্বর স্থান দেওয়া হয়েছে কুমার সাঙ্গাকারা কে। যিনি ৩ টি ফরম্যাটেই শ্রীলংকার হয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছিলেন।

কুমার সাঙ্গাকারার পরিসংখ্যান
ফরম্যাটরান
টেস্ট ক্রিকেট১২৪০০
ওয়ানডে ক্রিকেট১৪২৩৪
টি-টোয়েন্টি ক্রিকেট১৩৮২

এন্ড্রি ফ্লাওয়ার

দুই নম্বর স্থানে রয়েছেন এন্ড্রি ফ্লাওয়ার যিনি জিম্বাবয়ের একজন কিংবদন্তি ক্রিকেটার। শুধু ক্রিকেটের রুপে নয় তিনি ইংল্যান্ডের কোচ ছিলেন ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত।

এন্ড্রি ফ্লাওয়ার পরিসংখ্যান
ফরম্যাটরান
টেস্ট ক্রিকেট৪৭৯৪
ওয়ানডে ক্রিকেট৬৭৮৬

বিনু মানকদ

তৃতীয় স্থানে রয়েছেন ভারতের বিনু মানকদ। আমরা অনেকেই হয়ত নামটা নতুন শুনছি বা অনেকেই জানিনা। যদিও আমাদের প্রজন্মের নামটা না জানারই কথা। বিনু মানকদ ১৯৪৬ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। যিনি বর্তমানে মুম্বাই শহরে জন্মগ্রহণ করেছিলেন ১৯১৭ সালে, তার মৃত্যুবর্স ১৯৭৮ সাল। তার নাম অনুসারে বর্তমান ক্রিকেটের একটি নিয়ম চালু হয়েছে ‘Mankading‘ নামে।

তার নাম ঘোষণা হওয়ার পরই বিসিসিআই টুইটারে লিখেছে যে, “খেলার আসল কিংবদন্তির মধ্যে একজন এবং উপস্থাপিত সেরাদের মধ্যে অন্যতম।” আমরা আপনাকে স্যালুট করি গেমের আসল কিংবদন্তিগুলির মধ্যে একটি এবং উপস্থাপিত সেরাদের মধ্যে অন্যতম। আমরা আপনাকে স্যালুট জানাই স্যার বিনু মানকদ।”

বিনু মানকদ পরিসংখ্যান
ফরম্যাটরান
টেস্ট ক্রিকেট২১০৯

মন্তব্য করুন