বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পুরস্কার মূল্য কত? দেখে নিন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল পুরস্কার মূল্য

ইংল্যান্ডের সাউদাম্পটনে ১৮ জুন শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। যেখানে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। এবার আইসিসি ফাইনালের বিজেতা এবং রানার্স আপ সহ সম্পূর্ণ পুরস্কার বিতরণী মূল্য ঘোষণা করলো।

তিন বছর ধরে চলা এই টুর্নামেন্ট ভারত পয়েন্ট তালিকায় ১ নম্বরে খেলা শেষ করে এবং নিউজিল্যান্ড ২ নম্বরে আছে। ফাইনালে যে দল জিতবে তাদেরকে মোট $১.৬ আমেরিকান ডলার দেওয়া হবে। এর সঙ্গে যারা রানার্সআপ হবেন তাদের কে $৮০০,০০০ আমেরিকান ডলার দেওয়া হবে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল পুরস্কার মূল্য
  1. $১.৬ মিলিয়ন (১১.৭১ কোটি) জয়ী দল
  2. $৮০০,০০০ মিলিয়ন (৫.৮ কোটি) রানার্সআপ
  3. $৪৫০,০০০ মিলিয়ন (৩.৩ কোটি) অস্ট্রেলিয়া
  4. $৩৫০,০০০ মিলিয়ন (২.৫ কোটি) ইংল্যান্ড
  5. $২০০,০০০ মিলিয়ন (১.৫ কোটি) পাকিস্তান
ফাইনালে যদি যুগ্ম বিজয় হয়

উভয় দলকে $১.২ মিলিয়ন (৮.৭৮ কোটি)

উপরের পাঁচটি দল ছাড়া বাকি দল গুলিকে $১০০,০০০ মিলিয়ন (৭৩ লক্ষ্য) দেওয়া হবে।

আরো পড়ুন- আইসিসি Hall of Fame ২০২১: কারা নির্বাচিত হলেন, দেখুন তালিকা

১ আগস্ট ২০১৯ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল যার ১৮ জুন ২০২১ ফাইনালের মধ্যে দিয়ে সম্পন্ন হবে। আইসিসি প্রথমবার এই টুর্নামেন্টে আয়োজন করে টেস্ট ক্রিকেটকে আরো জনপ্রিয় করার জন্য। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এর বদলে এই টুর্নামেন্ট নিয়ে আসা হয়। আইসিসির এই প্রয়াসের ফলে ঘরোয়া সিরিজের প্রত্যেকটি ম্যাচ আকর্ষণীয় হয়ে ওঠে। এখন দেখা যাক প্রথমবার আয়োজিত এই টুর্নামেন্টের ট্রফি কার কাছে যায়।

Previous articleজন সিনা ইনস্টাগ্রামে শেয়ার করলো বিরাট কোহলির ছবি। কিন্তু কেন?
Next articleWTC ফাইনাল: ঘোষিত হল নিউজিল্যান্ডের দল। দেখে নিন সম্পূর্ণ স্কোয়াড
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

2 COMMENTS

Leave a Reply