অবিশ্বাস্য: ৬ বছর পর No Ball করলেন ভারতের এই বোলার। দেখুন বিস্তারিত

SL VS IND ODI SERIES 2021: ভাবতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি, হ্যাঁ ভারতের ধীরগতির ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে একটি নো-বল করেন এবং এই নো-বলের সুবাদেই আজ খবরের শিরোনামে তিনি। ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৬ বছর পর নো-বল করলেন ভুবনেশ্বর কুমার।

শেষবারের মতো ভুবনেশ্বর কুমার আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে নো-বল করেছিলেন ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের মাটিতে। পরিসংখ্যান বলছে ওয়ানডে ক্রিকেটে ৩৯০৩ বল করার পর নো-বল করেছেন ভুবনেশ্বর কুমার। শ্রীলংকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের পঞ্চম ওভারের প্রথম বল ওভারস্টেপ করেন ভুবনেশ্বর কুমার। আর এরপরই এই পরিসংখ্যান সবার সামনে আসে।

আরও একটি পরিসংখ্যান যা আপনাকে অবাক করবে, এখনো পর্যন্ত ভুবনেশ্বর কুমারের সম্পূর্ণ ক্যারিয়ারে আন্তর্জাতিক একদিনের ম্যাচে মোট ৫ টি নো-বল করেছেন। ৩১ বছর বয়সী এই ক্রিকেটার ভারতের হয়ে এখনো পর্যন্ত ১১৯ টি একদিনের ম্যাচ খেলেছেন। যেখানে তার উইকেট সংখ্যা ১৪১। চলতি শ্রীলঙ্কা সিরিজে তার ফর্ম খুব একটা ভালো না গেলেও ২ টি ওয়ানডে ম্যাচই ভারত জয়লাভ করেছে।

আরো পড়ুন- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১: প্রকাশিত হল গ্রুপ পর্ব

৭ ক্রিকেটার যারা জীবনে একটিও নো-বল করেননি:-
  1. ডেনিস লিলি (DennisLillee)- অস্ট্রেলিয়া
  2. ইমরান খান (Imran Khan)- পাকিস্তান
  3. ইয়ান বোথাম (Ian Botham)- ইংল্যান্ড
  4. ল্যান্স গিবস (Lance Gibbs)- ওয়েস্ট ইন্ডিজ
  5. বব উইলিস (Bob Willis)- ইংল্যান্ড
  6. ফ্রেড ট্রুম্যান (Fred Trueman)- ইংল্যান্ড
  7. গ্রিম সোয়ান (Graeme Swann)- ইংল্যান্ড

মন্তব্য করুন