IND VS AUS 3RD TEST: ১৯৭ রানে অলআউট অস্ট্রেলিয়া, দেখুন ম্যাচের বিবরণ

IND VS AUS 3RD TEST DAY-2: ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচে প্রথম দিনে অস্ট্রেলিয়ার অসাধারণ বোলিং অ্যাটাকের পর দ্বিতীয় দিনের ১৯৭ রানের গুটিয়ে গেল পুরো অস্ট্রেলিয়ার ইনিংস। ভারতের প্রথম ইনিংস সমাপ্ত হয় ১০৯ রানে, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে ভালো শুরু করে অস্ট্রেলিয়া দিনের শেষ ১৫৪ রান করেছিল ৪ উইকেট হারিয়ে। বড় প্লান করার সুযোগ ছিল তাদের কাছে কিন্তু দ্বিতীয় দিনের লাঞ্চ ব্রেকের পূর্বেই অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যস্ত হয়।

ভারতের ফাস্ট বোলার উমেশ যাদব ও স্পিনার রবি অশ্বিননের দাপটে ১৯৭ রানের অলআউট হয় অস্ট্রেলিয়া। এই নিবন্ধটি লেখা পর্যন্ত লাঞ্চ ব্রেকে ভারত বর্তমানে রান সংখ্যা ১৩/০। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা ও শুভমান গিল, ভারতকে এখনো ৭৫ রান ট্রেল করতে হবে অস্ট্রেলিয়ার রান পেরোনোর জন্য। এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় দলের কাছে কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার জন্য আরো একটি টেস্ট ম্যাচ জিততে হবে ভারতকে।

আরো পড়ুন- আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিল – icc world test championship points table in bengali (21-2023)

ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ

ভারতের প্রথম ইনিংস- ১০৯/১০

বিরাট কোহলি- ২২(৫২)
শুভমান গিল- ২১(১৮)

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস- ১৯৭/১০

ওসমান কোয়াজা- ৬০(১৪৭)
মার্নাস লাবুসচনে- ৩১(৯১)

ভারতের দ্বিতীয় ইনিংস– ১৩/০ (লাঞ্চ ব্রেক)

Leave a Reply