সম্পন্ন হলো ভারত ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ, 3-2 ব্যবধানে সিরিজ পকেটে পুরলো বিরাট বাহিনী। ৫টি টি-টোয়েন্টি ম্যাচের প্রত্যেকটি হয়েছে দারুণ চিত্তাকর্ষক পূর্ণ। প্রথম ম্যাচে জেতে ইংল্যান্ড, দ্বিতীয় ভারত, তৃতীয় আবার ইংল্যান্ড, চতুর্থ ও পঞ্চম ম্যাচটি ভারত জিতে সিরিজ সুনিশ্চিত করে।
India England t20 man of the series
৫ ম্যাচের ভারত ইংল্যান্ড সিরিজের ম্যান অব দ্যা সিরিজ এর খেতাব দেওয়া হয় ভারত অধিনায়ক বিরাট কোহলি কে। এই সিরিজে কোহলি দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭৩(৪৯), তৃতীয় টি-টোয়েন্টিতে ৭৭(৪৪), পঞ্চম টি-টোয়েন্টিতে ৮০(৫২) রান করে উল্লেখযোগ্যভাবে। তিনি মোট ২৩২ রান করে সম্পূর্ণ সিরিজে, পঞ্চম টি-টোয়েন্টি তে ম্যান অব দ্যা ম্যাচ দেওয়া হয় ভুবনেশ্বর কুমার কে। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি।
আরো পড়ুন- বিরাট কোহলি, বেন স্টোকস, পোলার্ড এখন DC Universe Justice league চরিত্রে? টুইট করল আইসিসি
এই সিরিজে ভারতের কাছে সবচেয়ে সুখবর হলো দুই জন অভিষেক হওয়া খেলোয়াড় ঈশান কিষান ও সূর্য কুমার যাদবের নজরকাড়া প্রদর্শন। প্রথম ম্যাচেই ঈশান কিশান ৫৬(৩২) রান করে ভারতকে জয় এনে দেয়। সেরকমই ব্যাট হাতে সূর্য কুমার যাদব তার প্রথম ইনিংসেই ৫৭(৩১) রান করে। বহুদিন পর ভারতীয় দলে ভুবনেশ্বর কুমারের প্রত্যাবর্তন ঘটেছে এবং তাকে সেরা বোলিং ফর্মে দেখা গেছে। যা ভারতীয় দলের পক্ষে অত্যন্ত সুখবর।
ভারতীয় ক্রিকেট দল এই সিরিজ জিতে টানা ৯ টি টি-টোয়েন্টি সিরিজ জিতল। বর্তমানে ইংল্যান্ড বিশ্বের ১ নম্বর টি-টোয়েন্টি দল যা সিরিজের ফলাফলে স্পষ্ট। ভারতের মাটিতে 3-2 ব্যবধানে সিরিজ হারলেও যথেষ্ট শক্তি প্রদর্শন করেছে তারা।