ভারতীয় পোস্ট অফিসে নিয়োগ 2023: শূন্যপদ 12828, আবেদন করুন

ভারতীয় পোস্ট অফিসে নিয়োগ 2023: ভারতীয় পোস্ট অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বড় সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হবে। মোট 12828 সংখ্যক শূন্য পদের নিয়োগ হবে গ্রামীণ ডাক সেবক পদে। এই পোস্টে দুটি বিভাগ রয়েছে ব্রাঞ্চ পোস্টমাস্টার ও অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, নির্বাচন প্রক্রিয়া ইত্যাদি দেখে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করতে হবে 11 জুন 2023 তারিখের পূর্বে, কিভাবে আবেদন করতে হবে ও অফিশিয়াল নোটিফিকেশন এই পোস্টের নিচে পেয়ে যাবেন। এছাড়া অনলাইন আবেদনের সরাসরি লিঙ্ক এই পোস্টে দেওয়া আছে যেখান থেকে আপনি ভারতীয় পোস্টের প্রধান ওয়েবসাইটে প্রবেশ করবেন।

নিয়োগভারতীয় পোস্ট অফিস
বিভাগসরকারি চাকরি
পোস্টঅ্যাপ্রেন্টিস
শূন্যপদ12828
আবেদন পদ্ধতিঅনলাইন
স্থানসারা ভারত
শেষ তারিখ11 জুন 2023
ওয়েবসাইটindiapostgdsonline.gov.in

ভারতীয় পোস্ট অফিসে নিয়োগ: তারিখ

BEML নিয়োগতারিখ
আবেদন শুরু22-05-2023
আবেদন শেষ11-06-2023
ভুল সংশোধন12 জুন থেকে 14 জুন

ভারতীয় পোস্ট অফিসে নিয়োগ: শূন্যপদের বিবরণ

ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারশূন্যপদ- 12828

রাজ্যভিত্তিক শূন্যপদ

রাজ্যশূন্যপদ
অন্ধ্রপ্রদেশ118
আসাম151
বিহার76
ছত্রিশগড়342
গুজরাট110
হরিয়ানা08
হিমাচল প্রদেশ37
জম্মু-কাশ্মীর89
ঝাড়খন্ড1125
কর্ণাটক48
মধ্যপ্রদেশ2992
মহারাষ্ট্র620
নর্থ ইস্ট4384
উড়িষ্যা948
পাঞ্জাব13
রাজস্থান1408
তামিলনাড়ু18
তেলেঙ্গানা96
উত্তর প্রদেশ160
উত্তরাখন্ড40
পশ্চিমবঙ্গ45

ভারতীয় পোস্ট অফিসে নিয়োগ: শিক্ষাগত যোগ্যতা

  • দশম শ্রেণী পাস করে থাকতে হবে, ইংরেজি ও গণিতে পাশ নম্বর সহ।
  • আপনি যে রাজ্যে আবেদন করবেন সেখানকার স্থানীয় ভাষা জানতে হবে।
  • বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
  • সাইকেল চালাতে জানতে হবে।

ভারতীয় পোস্ট অফিসে নিয়োগ: বয়স

18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়পত্র পাওয়া যাবে,

ওবিসি3 বছর
তপশিলি জাতি5 বছর
তপশিলি উপজাতি5 বছর
PWD10 বছর

ভারতীয় পোস্ট অফিসে নিয়োগ: বেতন

ব্রাঞ্চ পোস্টমাস্টার12,000 – 29,380
অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার10,000 – 24,470

ভারতীয় পোস্ট অফিসে নিয়োগ: নিয়োগ প্রক্রিয়া

  • অনলাইন আবেদনের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে।
  • এরপর নথিপত্র যাচাই প্রক্রিয়া হবে।

ভারতীয় পোস্ট অফিসে নিয়োগ: আবেদন মূল্য

জেনারেল, ওবিসি100 টাকা
SC, ST, PWDকোন আবেদন মূল্য লাগবে না

কিভাবে আবেদন করতে হবে ?

  • অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে indiapostgdsonline.gov.in।
  • এরপর হোম পেজ থেকে Recruitment অপশনে ক্লিক করবেন।
  • সেখান থেকে সরাসরি রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করবেন এবং মোবাইল নাম্বার ও ইমেইল আইডির মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন।
  • রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবেন।
  • এরপর আইডি পাসওয়ার্ডের মাধ্যমে লগইন করবেন এবং ফর্মটি সম্পূর্ণ ফিলাপ করবেন।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে ফর্মে যা যা চাইবে।
  • অনলাইনে আবেদন মূল্য প্রদান করবেন নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এর মাধ্যমে।
  • এরপর ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার পূর্বে ফর্মটি একবার রিভিউ করে নেবেন।
  • ফাইনাল সাবমিট করার পর ফর্মের একটি প্রিন্ট কপি নিজের কাছে রেখে দেবেন যা পরবর্তীকালে কাজে লাগবে।

অনলাইন আবেদনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE
নোটিফিকেশনCLICK HERE

মন্তব্য করুন