ভারত শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা করা হলো। দেখুন বিস্তারিত

ভারত বনাম শ্রীলংকা ২০২১

শ্রীলঙ্কায় ১৩ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত বনাম শ্রীলংকা সীমিত ওভারের ক্রিকেট সিরিজ। ৩ টি ওয়ানডে ও ৩ টি টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। এই সিরিজে ভারতের প্রথম সারির দল খেলবে না, যেহেতু সেই সময় ভারতীয় দল ইংল্যান্ডে থাকবে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য সেই কারণে এক প্রকার দ্বিতীয় সারির দল পাঠাবে বিসিসিআই। ১১ জুন শ্রীলঙ্কা সফরের জন্য পূর্ণাঙ্গ দল ঘোষণা করল বিসিসিআই।

প্রত্যাশামতোই শিখর ধাওয়ান কে অধিনায়কত্ব দেওয়া হয়েছে এবং ভুবনেশ্বর কুমার সহ-অধিনায়ক হয়েছেন। মোট ২০ জন সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই
ভারতীয় দল- শিখর ধাওয়ান (অধিনায়ক), পৃথ্বী শ, দেবদূত পদিক্কল, রুতুরাজ গায়কওয়াদ, সূর্যকুমার যাদব, মনীষ পান্ডে, হার্ডিক পান্ড্য, নীতীশ রানা, ইশান কিশান (উইকেট কিপার), যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), দীপক চাহার, নবদীপ সায়নী, কে গৌতম, ক্রুনাল পান্ড্য, কুলদীপ যাদব, চেতন সাকারিয়া।

আরো পড়ুন- SL VS IND: ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি ঘোষণা হলো

এই ২০ জন সদস্যের ভারতীয় দলে মোট ৬ জন নতুন মুখ রয়েছে এবার বরুণ চক্রবর্তী, ঋতুরাজ গায়কোয়াড়, কৃষ্ণাপ্পা গৌতম, নিতিশ রানা, দেবদূত পদিক্কল ও চেতন সাকারিয়া। মনিশ পান্ডে কে পুনরায় দলে নেওয়া হয়েছে কারন শ্রেয়াস আইয়ার চোট থেকে এখনো সুস্থ হননি। এছাড়া ঈশান কিষান ও সঞ্জু স্যামসন দু-জন উইকেটকিপার কেই দলে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন