ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ। যোগ্যতা মাধ্যমিক, আইটিআই

ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস 480

ভারতীয় রেলে ৪৮০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে উত্তর-মধ্য রেলওয়ে। শূন্যপদ, বয়স, শিক্ষাগত যোগ্যতা ও আবেদনের পদ্ধতি নিচে বিশদে দেওয়া আছে। প্রত্যেকে আগ্রহী আবেদনকারীকে অনুরোধ করা হচ্ছে ভারতীয় রেলের অফিশিয়াল ওয়েবসাইটে (ncr.indianrailways.gov.in) বিজ্ঞাপনটি পড়ে অনলাইনে আবেদন করতে।

১৭ মার্চ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, চলবে ১৬ এপ্রিল পর্যন্ত।

ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস 480
শিক্ষাগত যোগ্যতা:-

প্রত্যেক আবেদনকারীকে ৫০ শতাংশ নম্বর সহ দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।
এছাড়া NCVT স্বীকৃত কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে ITI পাস হতে হবে।

বয়স:-

আবেদনকারীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।

শূন্যপদের বিবরণ:-

ফিটার- ২৮৬
মেকানিক- ৮৪
ইলেকট্রিশিয়ান- ৮৮
ওয়েল্ডার- ১১
কার্পেন্টার- ১১

মোট ৪৮০ টি পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে।

নিয়োগের স্থান (Recruitment Region)

পশ্চিমবঙ্গের প্রত্যেক আগ্রহী প্রার্থীর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। উত্তর-মধ্য রেলের এই নিয়োগ হবে ঝাঁসি অঞ্চলের জন্য।

আরো পড়ুন- ভারতীয় ডাক বিভাগে নিয়োগ। যোগ্যতা মাধ্যমিক পাস

আবেদনের পদ্ধতি:-

অনলাইনে আবেদন করতে হবে এই ncr.indianrailways.gov.in ওয়েবসাইটের মাধ্যমে ১৬ এপ্রিলের মধ্যে।

ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস 480
অ্যাপ্লিকেশন ফ্রী:-
  • তপশিলি জাতি ও উপজাতি, মহিলাদের কোনো ফ্রী দিতে হবে না।
  • শুধুমাত্র সাধারন বিভাগের প্রার্থীদের ১৭০ টাকা জমা দিতে হবে অনলাইনে।
আবেদনের তারিখ:-

আবেদন শুরুর তারিখ- ১৭ মার্চ ২০২১
আবেদনের শেষ তারিখ- ১৬ মার্চ ২০২১

Previous articleইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই
Next articleবিরাট কোহলি, বেন স্টোকস, পোলার্ড এখন DC Universe Justice league চরিত্রে? টুইট করল আইসিসি
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply