ভারতের এক নম্বর ইউটিউবার – প্রাঙ্ক, রোস্টিং, টেকনোলজি, ভিডিও গেমস, ভাইনস ২০২৩

ভারতের এক নম্বর ইউটিউবার: ২০২৩ সাল অনুযায়ী বর্তমান ভারতে ইন্টারনেট ব্যবহারকারী মানুষের সংখ্যা ৯০০ মিলিয়ন। যে কারণে সামাজিক মাধ্যম গুলির ব্যবহার এর মান পূর্বের তুলনায় অনেক গুন বেশী। এই সামাজিক মাধ্যম গুলোর মধ্যে রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এর মত অ্যাপ্লিকেশনগুলি। বর্তমান ভারতে ইন্টারনেট ব্যবহারকারীদের দ্বারা ব্যবহার করা সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক মাধ্যম গুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ইউটিউব। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এর পর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই অ্যাপ্লিকেশনটি। ইউটিউবে থাকে নানা ধরনের ভিডিওর সমাহার এবং ইউটিউবের চ্যানেল গুলিতেও রয়েছে ভিন্নতা- যেমন ধরুন প্রাঙ্ক, রোস্টিং, টেকনোলজি, ভিডিও গেমস, ভাইনস ইত্যাদি। চলুন দেখে নেওয়া যাক ভারতের ইউটিউব চ্যানেল গুলির মধ্যে উপরিউক্ত ভাগ গুলিতে কে কে প্রথম স্থানে রয়েছেন।

ভারতের এক নম্বর ইউটিউবার

ভারতের এক নম্বর প্রাঙ্কস্টার

ভিনয় ঠাকুর ২০১৬ সালে তার ইউটিউব চ্যানেলটি শুরু করেন এবং গত ৪ বছরে অনেকটা খ্যাতি অর্জন করে ফেলেছেন তিনি। বর্তমানে ৬.৯৮ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তার ইউটিউব চ্যানেলটিতে। তার চ্যানেলটির নাম AVRprankTV। তিনিই ভারতের সবচেয়ে বড় প্রাঙ্ক চ্যানেল এর অধিকারি। তার চ্যানেলে অনেক বড় বড় তারকা যেমন – ইমরান হাস্মি, রাজকুমার রাও কে দেখা গেছে। তার ভিডিও গুলি যেমন – “kissing prank India- spin the bottle part 2″ এবং mudke mat dekhna prank series” ইউটিউবে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে। ইউটিউবে এত বড় প্রাঙ্ক চ্যানেল দাঁড় করানোর পথটা এতটা সহজ ছিলনা। অনেক প্রতিবন্ধকতার মধ্যেও ভিনায় হাল না ছেড়ে এই চ্যানেলটিকে আজ এত বড় করে তুলেছেন। ইউটিউব ছাড়া ভিনায় ঠাকুর ইনস্টাগ্রামেও বিখ্যাত। ইনস্টাগ্রামে ফলোয়ার এর সংখ্যা ৩ লাখেরও বেশি।

ভারতের এক নম্বর রোস্টিং চ্যানেল

সামাজিক মাধ্যমগুলো, বিশেষভাবে ইউটিউব যারা ব্যাবহার করেন তাদের মধ্যে ক্যারিমিনাটি কে চেনেন না এমন ব্যক্তি কমই আছেন। ক্যারিমিনাটি হলো ভারতের সবচেয়ে জনপ্রিয় রোস্টার দের মধ্যে অন্যতম একটি চ্যানেল। এই চ্যানেলের হোস্টের আসল নাম অজয় নাগার। ১৯৯৯ সালের ১২ ই জুন ভারতের হরিয়ানার, ফরিদাবাদ এ আজয়ের জন্ম। ২০০৮ থেকে ২০০৯ সালে মাত্র আট বছর বয়সে তার প্রথম ইউটিউবে পদার্পণ। তার প্রথম চ্যানেলটির নাম ছিল স্টিলথ ফেয়ার্জ। এই চ্যানেলে তিনি ফুটবলের টিউটোরিয়াল ও কৌশল নিয়ে ভিডিওগুলো আপলোড করতেন। 

প্রথম দিকের ভিডিওগুলি জনপ্রিয়তা না পেলেও পরবর্তীতে ‘making money with BB ki vines’ ভিডিওটি তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাড়ায়। এরপর ২০১৭ সালে ১ মিলিয়ন সাবস্ক্রাইবার এর জন্য সোনার প্লে বাটন পান ইউটিউবে তরফ থেকে। বর্তমানে তার দুটি চ্যানেলের সাবস্ক্রাইবার যথাক্রমে ৩৮ মিলিয়ন এবং ১১.৬ মিলিয়ন। ক্যারিমিনাটি ছাড়াও আরও যে রোস্টিং চ্যানেল গুলো রয়েছে সেগুলি হল – অ্যাংরি প্রাশ, ট্রিগার্ড ইনসান, দি রনি শো, গরীব, ইত্যাদি।

ভারতের এক নম্বর টেকনোলজি চ্যানেল

টেকনোলজি নিয়ে সমগ্র ইউটিউবে ভারতীয় যত চ্যানেল রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় চ্যানেলটি ‘টেকনিক্যাল গুরুজি‘। এই চ্যানেলটির হোস্ট হলেন গৌরব চৌধুরী। ২০১৫ সালের ১৪ ই অক্টোবর এই চ্যানেলটি তৈরির পিছনে গৌরব চৌধুরী জানিয়েছিলেন, ভারতের সাধারণ জনগণকে হিন্দিতে প্রযুক্তিগত হবে আরও উন্নত করে তোলাই তার লক্ষ। তার এই চ্যানেলটিতে তিনি স্মার্টফোন ও গ্যাজেটের আনবক্সিং, পর্যালোচনা এবং প্রযুক্তি সংক্রান্ত সমস্ত রকম তথ্য দেন তার ভিডিও গুলোর মাধ্যমে। বর্তমানে চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ২২.৯ মিলিয়ন। 

ভারতের এক নম্বর ভাইনস এর চ্যানেল 

হাস্যকৌতুক নিয়ে তৈরি ইউটিউব চ্যানেল গুলি অন্ত নেই। প্রত্যেকটি চ্যানেলই তাদের নিজস্ব জায়গায় অনবদ্য। ইউটিউব এর কিছু বড় বড় চ্যানেলগুলোর মধ্যে বিশেষ কয়েকটি উল্লেখযোগ্য। যেমন – বিবি কি ভাইনস, আশিশ চাঁচলানি, অমিত ভাাড়ানা, হার্ষ বেনিওয়াল প্রভৃতি। তবে এদের মধ্যে এককভাবে সবার উপরে স্থান করে নেওয়া চ্যানেলের কথা বলতে গেলে বলতেই হয় বিবি কি ভাইনস এর কথা। এই চ্যানেলটি ভুবন বাম এর, যিনি ছিলেন ভারতের প্রথম ইউটিউবার যিনি এককভাবে সর্বপ্রথম ১০ মিলিয়ন সাবস্ক্রাইবার এর মাইলস্টোন পার করেছিলেন। ২৬ বছর বয়সী ভুবন ইউটিউবার এর সঙ্গে সঙ্গে একজন লেখক, গায়ক ও। অসাধারণ দক্ষতা ও কথা বলার ভঙ্গির জন্যে সকলের প্রিয় হয়ে উঠেছেন তিনি। বর্তমানে এই চ্যানেলের সাবস্ক্রাইবার ২৬.১ মিলিয়ন। 

ভারতের এক নম্বর গেমিং চ্যানেল

বর্তমানে ইউটিউব গেমিং চ্যানেল গুলির পরিমাণ পূর্বের তুলনায় প্রতিনিয়ত বেড়েই চলেছে। ভিডিও গেমের প্রতি মানুষের আকর্ষণ আগে এত বেশি না থাকলেও সম্প্রতি এই দিকে ঝুঁকছে যুবসমাজ। গেমিং চ্যানেলগুলোর মধ্যে সবার উপরে কে আছে তা বলতে গেলে এটি কে দুটি ভাগে বিভক্ত করা প্রয়োজন। একটি হলো সাবস্ক্রাইবারের উপর এবং অপরটি দর্শক এর উপরে। সাবস্ক্রাইবার উপর ভিত্তি করে বলতে গেলে ভারতের সবচেয়ে বড় গেমিং চ্যানেলটি হলো টোটাল গেমিং। এই চ্যানেল টিতে ফ্রি ফায়ারের ভিডিও ছাড়া হয়। এবং দ্বিতীয় স্থানে রয়েছে টেকনো গামেরজ। দর্শকের উপর ভিত্তি করে বলতে গেলে ভারতের এক নম্বর ইউটিউব চ্যানেলটি হলো টেকনো গমেরজ। এই চ্যানেলটির হোস্ট এর নাম উজ্জ্বল। বর্তমানে চ্যানেলটি সাবস্ক্রাইবার সংখ্যা ৩৪.৬ মিলিয়ন