আন্তর্জাতিক স্পেস স্টেশন: ভারতের আকাশে ৪০০ কিলোমিটার উপর দিয়ে ছবি তুলেছে স্পেস স্টেশন, দেখুন সেই ছবি

আন্তর্জাতিক স্পেস স্টেশন: ভারতের আকাশে ৪০০ কিলোমিটার উপর দিয়ে ছবি তুলেছে স্পেস স্টেশন, দেখুন সেই ছবি

আন্তর্জাতিক স্পেস স্টেশন: পৃথিবীপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উপর দিয়ে ঘোরাফেরা করছিল নাসার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন।

ভারতের আকাশ দিয়ে উড়ে গেল আন্তর্জাতিক স্পেস স্টেশন। উত্তর-পশ্চিম থেকে পূর্ব দিকে যাত্রা করার সময় স্পেস স্টেশন ভারতের ওপর দিয়ে উড়ে গিয়েছে, সেই সময় একটি ভিডিও করা হয়েছিল ভারতের। সেই ছবি সম্প্রতি টুইটারের প্রকাশ পেয়েছে।

পৃথিবীর বিশ্ব থেকে প্রায় ৪০০ কিলোমিটার উপর দিয়ে উড়ে যাচ্ছিল নাসার অন্যতম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। ভারতের আকাশ দিয়ে যাওয়ার সময় সেখানকার ছবি ও ভিডিও ধারণ করা হয়েছে স্পেস স্টেশন থেকে। ভারতের গোয়ালিয়র এবং ঝাঁসির মতো জায়গা গুলির উপর দিয়ে উড়ে গিয়েছিল স্পেস স্টেশনটি। এতো উপর থেকে ভারতকে দেখতে কেমন লাগে তার একটি ভিডিও সম্প্রতি টুইটারে প্রকাশ পেয়েছে। যেখানে ভিডিওর সাথে লেখা হয়েছে “উত্তর-পশ্চিম থেকে পূর্ব উপকূলে যাওয়ার সময় ভারতের উপর দিয়ে এই সুন্দর দীর্ঘ পথটি অতিক্রম করে স্পেস স্টেশন”।

আরো পড়ুন -নাসা অ্যাস্ট্রোনমি: আশ্চর্যজনক ছবি প্রকাশ পেলো, দেখুন সেই ছবি

নাসের তরফ থেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের যাত্রা পথের একটি নকশা প্রকাশ পেয়েছে। প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে মহাকাশ নিয়ে গবেষণা চালানো হচ্ছে এই স্টেশনের মাধ্যমেই। পৃথিবীর সকল মহাকাশপ্রেমি এবং বিজ্ঞানীদের কাছে আন্তর্জাতিক স্পেস স্টেশন মহাকাশ গবেষণার জন্য এক অন্যতম ঠিকানা।

Previous articleওমেন আইপিএল ২০২৩: আজ প্রথম দিন, কিয়ারা আদ্ভানি, AP Dhillion আসছে উদ্বোধন অনুষ্ঠানে, সময়, দেখুন বিশদে
Next articleTVS Motors: ফেব্রুয়ারিতে ২.৭৬ লাখ গাড়ি বিক্রি, ক্ষতির পরিমাণ ১.৯৭ শতাংশ
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply