আইপিএল ২০২২ ফরম্যাট: গ্রুপ পর্যায়ে ভাগ করা হবে ১০ টি দলকে। ফরম্যাটে আমূল পরিবর্তন

আইপিএল ২০২২ খবর: আইপিএল ২০২২ সালের ফরম্যাটে আমূল পরিবর্তন হতে চলেছে। গত বছর থেকেই খবর ছিল যে ২০২২ সালের আইপিএল ১০ দলীয় টুর্নামেন্ট হতে চলেছে। এর জন্য সম্ভবত আগস্ট মাসেই বিসিসিআই নতুন দুই দলের জন্য টেন্ডার ডাকতে চলেছে। ১০ দলীয় টুনামেন্ট মানে বর্তমান আইপিএল এর ফরম্যাট অনুযায়ী ৯৪ টি ম্যাচ। কিন্তু সমস্যা এখানেই, ৯৪ টি ম্যাচ আয়োজন করার জন্য কম করে ২.৫ মাস সময় লাগবে। যেটা বর্তমান ক্রিকেটীয় বার্ষিক ক্যালেন্ডারে অসম্ভব।

বর্তমানে ৮ টি দল একে অপরের সঙ্গে ২ টি করে ম্যাচ খেলে প্রত্যেকটি দলের হোম গ্রাউন্ডে। এই ফরম্যাটে ১০ টি দলের টুর্নামেন্ট আয়োজন করতে ম্যাচ সংখ্যা হবে ৯৪। যা আয়োজন করতে প্রস্তুত নয় বিসিসিআই এবং সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস। স্টার স্পোর্টস পূর্বেই জানিয়ে দিয়েছে ২.৫ মাসের টুনামেন্ট আয়োজন করলে তা দর্শকদের জন্য একঘেয়েমি হয়ে যাবে। সেই কারণে নতুন ফরম্যাটে হবে আইপিএল ২০২২।

আরো পড়ুন- এবারের দীপাবলি শুভ দীপাবলি হতে চলেছে বিসিসিআই এর কাছে, আসছে সুখবর

আইপিএল ২০২২ ফরম্যাট
  • দশটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে।
  • প্রতিটি গ্রুপে ৫ টি দল থাকবে, ৫ টি দল একে অপরের সঙ্গে ২ টি করে ম্যাচ খেলবে।
  • পয়েন্টের বিচারে যে দুটি দল গ্রুপের শীর্ষে থাকবে তারা কোয়ালিফাই করবে, প্লে-অফ রাউন্ড খেলার জন্য।
  • প্লে-অফ রাউন্ড বর্তমান আইপিএলের নিয়ম অনুযায়ী সংঘটিত হবে।
  • প্লে-অফ রাউন্ডে ফাইনালের পূর্বে দুটি কোয়ালিফাইং মাচ ও একটি এলিমিনেটর আয়োজিত হবে।
আইপিএল ২০২২ ফরম্যাট: ১০ টি দলের প্রভাবে কি কি উন্নতি হবে?

আমরা সবাই জানি আইপিএল ক্রিকেটারদের আয় করার ক্ষেত্রে সর্বোচ্চ টুর্নামেন্ট। ২ টি দলের অন্তর্ভুক্তির ফলে ৫০ জন অতিরিক্ত খেলোয়াড় অর্থ উপার্জনের সুযোগ পাবে, এছাড়া কোচ, সহকারি, সাপোটিং স্টাফ, মেডিকেল ইত্যাদি। দুটি নতুন স্টেডিয়ামে খেলা হবে, যা সেই স্টেডিয়াম ও রাজ্যের কর্মসংস্থান বাড়াবে। ১০ টি দলকে দুটি গ্রুপে ভাগ করে দেওয়ায় ফলে আইপিএল আরও স্বল্প সময়ে সংঘটিত করা যাবে। ফলে দর্শকদের আকর্ষণ আরো বাড়বে।

আরো পড়ুন- WTC ফাইনাল নিয়ে গান লিখলেন এবং গিটার বাজিয়ে গান গাইলেন ট্রেন্ট বোল্ট। ভিডিও

দুটি নতুন দলের আগমনে টিম স্পনসর সংখ্যা বাড়বে, ফলে বিসিসিআইয়ের আয় আরো বাড়বে। দুটি নতুন দলের জন্য টেন্ডারে বিসিসিআই বেস প্রাইস ১৫০০-২০০০ কোটি রাখতে চলেছে। এখান থেকেও বড় অঙ্কের অর্থ বিসিসিআইয়ের ঘরে আসবে। ২০২২ সালে মেগা নিলাম আয়োজন করা হবে, ফলে বহু ক্রিকেটার নিলামে মোটা অংকের চুক্তিপত্র পাবে।

তবে পূর্বেও ১০ দলীয় আইপিএল টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিসিআই, ২০১১ মৌরসুমে। যেখানে পুনে ওয়ারিয়রস ইন্ডিয়া ও কচি টাস্কার্স কেরালা নামে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি এসেছিল। সেই সময়তেও বিসিসিআই গ্রুপ পর্যায়ে ১০ টি দলকে ভাগ করেছিল।

Leave a Reply