ISRO NRSE নিয়োগ 2023: যোগ্যতা গ্রাজুয়েট, ডিপ্লোমা, আবেদন করুন

ISRO NRSE নিয়োগ 2023: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ৭০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। ডিপ্লোমা ও গ্রাজুয়েশন পাশ করা ছাত্রছাত্রীরা এই নিয়োগে আবেদন করতে পারবে। আবেদন করার পূর্বে অবশ্যই বয়স, বেতন, নির্বাচন প্রক্রিয়া, আবেদন মূল্য ও কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয় বিশদে দেখে নেবেন। এই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন ও অনলাইন আবেদন লিংক এই পোস্টের নিচে দেওয়া আছে।

বর্তমানে সরকারি চাকরির বিজ্ঞপ্তি খুবই কম বেরোচ্ছে সেই কারণে সারা ভারতে যে সমস্ত সরকারি চাকরিতে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা আবেদন করতে পারবে সেইসব চাকরির বিজ্ঞপ্তি আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশিত করছি আশা করি এখান থেকে আপনার উপকৃত হবেন। এই ধরনের সরকারি চাকরির খবর পেতে আমাদের ওয়েবসাইটফেসবুক পেজ কে ফলো করতে পারেন।

নিয়োগISRO NRSE
বিভাগসরকারি চাকরি
পোস্টঅ্যাপ্রেন্টিস
শূন্যপদ70
আবেদন পদ্ধতিঅনলাইন
স্থানহায়দ্রাবাদ
শেষ তারিখ02-06-2023
ওয়েবসাইটnrsc.gov.in

ISRO NRSE নিয়োগ 2023: তারিখ

BEML নিয়োগতারিখ
আবেদন শুরু13-05-2023
আবেদন শেষ02-06-2023

ISRO NRSE নিয়োগ: শূন্যপদের বিবরণ

পদশূন্যপদ
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস17
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস30
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস23
মোট70

ISRO NRSE নিয়োগ: শিক্ষাগত যোগ্যতা

  • গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস- BE, B.tech পাস করে থাকতে হবে 60 শতাংশ নম্বর সহ।
  • টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস- BE, B.tech পাস করে থাকতে হবে 60 শতাংশ নম্বর সহ।
  • ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস- 3 বছরের ডিপ্লোমা পাস করে থাকতে হবে।

ISRO NRSE নিয়োগ 2023: বয়স

সরকারি অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী বয়স এর ছাড়পত্র পাওয়া যাবে। এছাড়া বিশদে জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

ISRO NRSE নিয়োগ 2023: বেতন

পদবেতন
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস9000
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস8000
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস8000

ISRO NRSE নিয়োগ 2023: নিয়োগ প্রক্রিয়া

কোন লিখিত পরীক্ষা হবে না মেরিট লিস্ট তৈরি করে প্রার্থী নিয়োগ করা হবে।

ISRO NRSE: আবেদন মূল্য

কোন আবেদন মূল্য লাগবে না এই নিয়োগ প্রক্রিয়াতে।

কিভাবে আবেদন করতে হবে ?

  • আবেদনের জন্য প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসারি যেতে হবে nrsc.gov.in।
  • এরপর কেরিয়ার অপশন থেকে অনলাইন এপ্লিকেশন লিঙ্ক এ ক্লিক করবেন এবং এই নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করবেন।
  • এরপর রেজিস্ট্রেশন করবেন এবং ফর্ম টি সম্পূর্ণ ফিলাপ করবেন সঠিক তথ্য দ্বারা।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান কপি আপলোড করবেন।
  • নিজের ছবি ও সিগনেচার আপলোড করবেন।
  • ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার পূর্বে একবার ফরমটি সম্পূর্ণ রিভিউ করে নেবেন।
  • সবার শেষে অ্যাপ্লিকেশন টির একটি প্রিন্ট কপি নিজের কাছে রেখে দেবেন।

অনলাইন আবেদনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE
নোটিফিকেশনCLICK HERE


মন্তব্য করুন