লালচে পিঙ্ক শাড়িতে জাহ্নবী কাপুর, দেখুন তার অসাধারণ ছবিগুলি

লালচে পিঙ্ক শাড়িতে জাহ্নবী কাপুর, দেখুন তার অসাধারণ ছবিগুলি
Image credit- janhvi Kapoor Instagram

জাহ্নবী কাপুর: ভারতের এই অভিনেত্রীকে আপনারা হটলুকে তো অনেকবার দেখেছেন এবার শাড়িতে কেমন লাগছে একবার দেখুন। জনপ্রিয় স্টাইলিস মনীশ মালহোত্রা জাহ্নবী কাপুরের এই অসাধারণ শাড়ির ডিজাইন করেছেন। যা মনীশ মালহোত্রা তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করেছেন।

জাহ্নবী কাপুরের ইনস্টাগ্রাম পোস্ট

২৫ বছর বয়সী এই অভিনেত্রী ইতিমধ্যে বলিউড সিনেমাতে নিজের জায়গা করে নিয়েছেন। ২০১৯ সালে ‘ধাদাক‘ সিনেমার জন্য best female debut এর জন্য নমিনেশন পেয়েছিলেন। এই সিনেমার দ্বারাই তিনি ‘জি সিনেমা অ্যাওয়ার্ড’ জয়লাভ করেন best female debut খেতাব। এছাড়া ২০২০ সালে ফিল্মফেয়ার তিনি নমিনেশন পেয়েছিলেন এই বিভাগে best actress in a leading role “গুঞ্জন সাক্সেনা” সিনেমার জন্য।

আরো পড়ুন- KL রাহুল ও আথিয়া শেঠি বিয়ে করতে চলেছে, খবর সংবাদ মাধ্যমে

Previous articleলাল শাড়িতে হট পূজা হেগড়ে, দেখুন তার ছবিগুলি
Next articleশাড়িতে এবার জাহ্নবী কাপুর, দেখুন কেমন লাগছে অভিনেত্রীকে
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply