Jio 5G: মাত্র ৬১ টাকায় ভারতে চালু হল জিও ৫জি ডেটা প্যাক

Jio 5G: রিলায়েন্স জিও মাত্র ৬১ টাকায় তাদের নতুন ফাইভ জি ডেটা প্যাক নিয়ে হাজির হয়েছে ভারতে। এই প্যাকে মোট ৬ জিবি পর্যন্ত ডেটা অফার করবে জিও।

২০২২ সালের অক্টোবর মাস থেকে রিলায়েন্স জিও ভারতের বড় বড় শহর যেমন দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই ইত্যাদি শহরগুলিতে jio 5g পরিষেবা চালু করেছে ইতিমধ্যে। 70 এরও বেশি শহরে জিওর ৫জি পরিষেবা চালু হয়ে গিয়েছে, সম্প্রতি পাওয়া একটি তথ্য অনুযায়ী জিও ভারতের মুম্বাই শহরে প্রথম ফাইভ-জি ডেটা প্যাক লঞ্চ করল। এই ডেটা প্যাক অনুযায়ী গ্রাহকদেরকে রিচার্জ করতে হবে মাত্র ৬১ টাকা দিয়ে। ডেটা প্যাক ৬১ টাকায় আপনি পেয়ে যাবেন ৬ জিবি পর্যন্ত হাইস্পিড ইন্টারনেট। তবে এই প্যাকের কোন ভ্যালিডিটি আপনি পাবেন না।

জিও এর নতুন ফাইভ জি ডেটা প্যাকে সবমিলিয়ে মোট ৬ জিবি পর্যন্ত ডেটা অফার করা হবে, এই পরিমাণ ডাটা ব্যবহার হয়ে গেলে ইন্টারনেটের স্পিড কমিয়ে দেয়া হবে ৬৪Kbps পর্যন্ত। এই প্যাক ব্যবহার করা যাবে রিলায়েন্স জিওর ১১৯ টাকা, ১৪৯ টাকা, ১৭৯ টাকা, ১৯৯ টাকা এবং ২০৯ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান গুলির সঙ্গে।

আরো পড়ুন -Jio 5G: jio 5g পরিষেবা! রিচার্জ না করেই কিভাবে ব্যবহার করবেন জেনে নিন

রিলায়েন্স জিও ইতিমধ্যেই দেশের বিভিন্ন শহরগুলিতে তাদের জিও পরিষেবা চালু করেছে। এখনো পর্যন্ত দেশের মোট শহরের সংখ্যা ৮৫ তে দাঁড়িয়েছে। জানা গেছে আগামী ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে দেশের সমগ্র জায়গায় ফাইভ জি নেটওয়ার্ক চালু করবেন তারা। তবে ৫জি পরিষেবার ক্ষেত্রে অন্যান্য টেলিকম সংস্থাগুলিও পিছিয়ে নেই একেবারেই। airtel তাদের ৫জি পরিষেবা লঞ্চ করেছে অনেক দিনই হল। সম্প্রতি ভোডাফোন ও আইডিয়া এর ভিআই ৫জি পরিষেবা দেওয়া শুরু করেছে ভারতে। ভিআই ইতিমধ্যেই দিল্লিতে তাদের পরিষেবা চালু করেছে।

“Jio 5G: মাত্র ৬১ টাকায় ভারতে চালু হল জিও ৫জি ডেটা প্যাক”-এ 1-টি মন্তব্য

Leave a Reply