Jio 5G: দেশের আরো ২৭ টি জায়গায় চালু হলো জিও ৫জি

Jio 5G: দেশের আরো 27 টি শহরে চালু করা হলো হাই স্পিড জিও ৫জি পরিষেবা। মোট ১৩টি রাজ্যে ও সাতাশটি কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ২৭টি শহরে জিও গ্রাহকরা ৫জি পরিষেবা ব্যবহার করতে পারবেন।

ভারতের অন্যতম টেলিকম সংস্থা জিও বর্তমানে ভারতের বিভিন্ন শহরগুলিতে জিও ফাইভ জি পরিষেবা চালু করেছে। বেশ অনেকদিন হল জিও তাদের ৫জি পরিষেবা প্রদান করছে গ্রাহকদের, তবে সম্প্রতি জিও তাদের গত শহরের সংখ্যা সাথে আরো ২৭টি শহর যোগ করেছে। বর্তমানে মোট ৩৩১ টি শহরে পৌঁছেছে জিও ফাইভ জি। ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যেই দেশের প্রতিটি শহর গ্রামে হাই স্পিড ফাইভ জি পরিষেবা প্রদান করবে জিও, এমনটাই জানিয়েছে জিওর চেয়ারম্যান আকাশ আম্বানি।

রিলায়েন্স জিও তরফ থেকে জানানো হয়েছে বর্তমানে ভারতে ভদ্রাবতী, রামনগর, দোদ্দাবল্লভপুরা, চিন্তামণি, মুভাটটুপূজা, কোন্ডুঙ্গালুর, চাঙ্গানাসেরি, কোভিলপট্টি, পাঠানকোট, জগতিয়াল এর মত শহরগুলিতে জিও ফাইভ জি পরিষেবা প্রদান করা হয়েছে। ওয়েলকাম অফার হিসাবে ২৭ টি শহরের ১ জিবিপি স্পিডে আনলিমিটেড ডেটা দেওয়া হবে গ্রাহকদের।

জিওর মুখপাত্র জানিয়েছেন আমরা চাই কোম্পানির প্রতিটা ব্যবহারকারী জিওর ৫জি প্রযুক্তির সুবিধা পাক এবং আগামী ডিসেম্বর মাসের মধ্যেই দেশের প্রত্যেকটি অঞ্চলে জিওর 5G পরিষেবার প্রদান করা হবে। এর ফলে জিও বিশ্বের প্রথম সবচেয়ে বড় ৫জি নেটওয়ার্ক কোম্পানি হিসেবে গড়ে উঠবে।

আরো পড়ুন –

কিভাবে এই ৫জি পরিষেবা উপভোগ করবেন জানেন? আপনার ফোরজি জিও সিমে 5g পরিষেবা উপভোগ করার জন্য আপনাকে তিন-চারটি পদক্ষেপ মেনে চলতে হবে। যদি আপনার এলাকায় 5জি পরিষেবা চালু হয়ে থাকে তবে কিছু সেটিংস পরিবর্তন এর মাধ্যমে আপনি আপনার 4g সিমে 5g পরিষেবা পেতে পারেন। এর জন্য আপনাকে যেতে হবে প্রথমে আপনার স্মার্টফোনের সেটিং অপশনে, সেখানে আপনাকে মোবাইল নেটওয়ার্ক সিলেক্ট করে নিতে হবে। আপনার হ্যান্ডসেট যদি 5g হয়ে থাকে তাহলে আপনি সেখানে ফাইভ-জি অপশন পেয়ে যাবেন। এরপর প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ অপশনে গিয়ে আপনাকে ফাইভ-জি নেটওয়ার্ক টাইপ সিলেক্ট করতে হবে। সেটি বেছে নিলেই আপনি আপনার জিও ফোরজি সিমের ৫জি নেটওয়ার্ক ব্যাবহার করতে পারবেন।

মন্তব্য করুন