জন সিনা ইনস্টাগ্রামে শেয়ার করলো বিরাট কোহলির ছবি। কিন্তু কেন?

জন সিনা ইনস্টাগ্রামে শেয়ার করলো বিরাট কোহলির ছবি

১৩ জুন জন সিনা তার ইনস্টাগ্রাম প্রোফাইলে ভারতের ক্রিকেটার বিরাট কোহলির ছবি শেয়ার করে। ছবিটি শেয়ার পর থেকেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়, যদিও ছবিটি কোন নতুন ছবি নয়। বিরাট কোহলি ভারতের জার্সি গায়ে ব্যাট হাতে নিয়ে একটি পুরনো ছবি, যেটি জন সিনা শেয়ার করে। ছবিটি শেয়ার হতেই এখনো পর্যন্ত ৭ লাখের বেশি লোক ছবিটি লাইক করেছে।

আপনার মত অনেকেই ভাবছেন জন সিনার সাথে বিরাট কোহলি কি সম্পর্ক রয়েছে। ছবিটিতে প্রচুর লোকের কমেন্ট করেছেন এবং সবাই যে যার মত নিজেদের মতামত প্রকাশ করেছে। অনেকেই মনে করছে জন সিনা ক্রিকেটের বড় ভক্ত, আবার কেউ কেউ লিখেছেন জন সিনা বিরাট কোহলির বড় ফ্যান। আসলে জন সিনা ছবিটি শেয়ার করলেও কোন ক্যাপশন লেখেননি।

আরো পড়ুন- ‘অধিনায়ক বনাম অধিনায়ক’- দেখুনতো আপনারা অনুমান করতে পারেন কিনা?

কিন্তু যদি আপনি জন সিনার প্রোফাইল টা একটু ভালভাবে লক্ষ করেন তাহলে দেখতে পাবেন প্রোফাইলের বায়ো তে লেখা আছে “আমার ইনস্টাগ্রামে আপনাকে স্বাগতম। এই চিত্র টি আপনার ব্যাখ্যার জন্য ব্যাখ্যা ছাড়াই পোস্ট করা হবে। আপনি এটি উপভোগ করুন।” লেখাটা দেখে বোঝাই যাচ্ছে এটি তিনি বিরাট কোহলির ছবির উদ্দেশ্যে লিখেছেন।

Instagram source- @johnsina

যাই হোক জন সিনার প্রচুর ভক্ত ভারতবর্ষে রয়েছে। বিরাট কোহলির ছবিটি শেয়ার করায় তার প্রতি ভারতের দর্শকদের ভালবাসা অনেক বাড়বে। এই ছবি শেয়ার করার পিছনে কি কারণ রয়েছে, আপনার কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন।

Previous articleমঙ্গলের বুকে কেমন চলছে চিনের Mars Rover Zhurong-এর অভিযান
Next articleবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পুরস্কার মূল্য কত? দেখে নিন
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply