খাদ্য সাথী প্রকল্প- Khadya Sathi Prakalpa

খাদ্য সাথী প্রকল্প, Khadya Sathi Prakalpa: রাজ্য সরকার ২৭শে জানুয়ারি ২০১৬ সালে পশ্চিমবঙ্গ খাদ্য সাথী প্রকল্প চালু করেছিল। এই প্রকল্প অনুযায়ী রাজ্যের জনসংখ্যার ৭ কোটি অর্থাৎ ৯০% মানুষ ২ টাকা কেজি দরে চাল এবং গম কিনতে পারবেন। অন্যদিকে প্রায় ৫০ লাখ মানুষ বাজার মূল্যের অর্ধেক দামে চাল, গম ইত্যাদি কিনতে পারবে। এই স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

Khadya Sathi Prakalpa

প্রকল্পের নামখাদ্য সাথী প্রকল্প
প্রকল্পের অধীনে চালু করা হয়েছেপশ্চিমবঙ্গ সরকার
লঞ্চের তারিখ২৬ জানুয়ারি, ২০১৬
লঞ্চ করেছেনমাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সুবিধাভোগীপশ্চিমবঙ্গের সকল রেশন কার্ড হোল্ডার
প্রধান উদ্দেশ্য২ টাকা কেজি দরে চাল ও গম সরবরাহ করা
আবেদন পদ্ধতিঅনলাইন/অফলাইন
সরবরাহ বিভাগডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই, পশ্চিম বঙ্গ
ওয়েবসাইটhttps://wbpds.wb.gov.in/

খাদ্য সাথী প্রকল্প:

খাদ্য সাথী প্রকল্প- Khadya Sathi Prakalpa

খাদ্য সাথী প্রকল্প এর সুবিধা:

পশ্চিমবঙ্গের EWS এবং BPL বিভাগের অধিনস্ত উপোভক্তারা এই প্রকল্পের অধীনে  সাশ্রয়ী মূল্যে (২ টাকা প্রতি কেজি দরে) চাল, গম পাবেন। এই প্রকল্পের মাধ্যমে অভাবী মানুষদের খাদ্য নিরাপত্তা প্রদান করার প্রচেষ্টা চালাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।

খাদ্য সাথী প্রকল্প এর আওতায় আসার মানদণ্ড:

  • খাদ্যসাথী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্যে নিম্নলিখিত যোগ্যতার মানদন্ড থাকা অবশ্যই প্রয়োজন।
  • আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।
  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে।
  • BPL এবং EWS বিভাগের অধিনস্ত হতে হবে।
  • একটি বৈধ রেশনকার্ড থাকতে হবে।
  • আবেদনকারীকে সরকারি চাকরি ধারক হওয়া যাবে না।

(বি: দ্র: রেশন কার্ডের মেয়াদ শেষ গেলে রেশন কার্ড পুনর্নবীকরণ করার মাধ্যমে খাদ্য সাথী প্রকল্পের আওতায় আসা সম্ভব)

খাদ্য সাথী প্রকল্প এর জন্য প্রয়োজনীয় নথি:

  • রেশন কার্ডের ডিজিটাল কপি।
  • ভোটার কার্ড (EPIC)।
  • আধার কার্ড।
  • ইনকাম সার্টিফিকেট।
  • আবেদনকারীর পাসপোর্ট আকারের ছবি।
  • ক্রেডিট স্কোর।

Khadya Sathi Prakalpa: কিভাবে আবেদন জানাবেন

পশ্চিমবঙ্গ সরকার WB খাদ্যসাথী প্রকল্প 2023 অনলাইন রেজিস্ট্রেশনের জন্য আবেদন ফর্ম-এর মাধ্যমে আবেদন জানানোর কথা বলা হয়েছে। এই প্রকল্পের সাহায্যে পশ্চিমবঙ্গবাসীরা সরকারি পোর্টালের বা “দুয়ারে সরকার” ক্যাম্পের মাধ্যমে খাদ্য সাথী যোজনার জন্য আবেদন করতে পারবেন।

খাদ্য সাথী প্রকল্পে আবেদনের জন্য নিম্নলিখিত নির্দেশ গুলো পালন করতে হবে।

  • আবেদনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল পেজ “এগিয়ে বাংলা”-এর ওয়েবসাইটে যান- https://wbpds.wb.gov.in/
  • অফিসিয়াল পেজে ‘E-Citizen’ অপশনে ক্লিক করুন।
  • এরপর ‘Digital Ration Card 2023’ অপশনে ক্লিক করুন।
  • জেলার নাম এবং পৌরসভা নির্বাচন করুন।
  • ফাঁকা স্থানে সকল প্রয়োজনীয় বিবরণ প্রদান করুন।
  • প্রয়োজনীয় নথির বিবরণ সহ স্ক্যান কপি আপলোড করুন।
  • আবেদনের জন্য ‘Submit’ অপশনে ক্লিক করুন।

গত কয়েক মাস যাবত রাজ্য সরকারের তরফ থেকে রেশন কার্ড ডিজিটাইজেশন এর প্রক্রিয়া শুরু করা হয়েছে। নতুন ডিজিটাল রেশন কার্ড পূর্বের পুরনো রেশন কার্ডের জায়গায় নতুন ডিজিটাল রেশন কার্ড প্রতিস্থাপন করবে। পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের জনগণের জন্য খাদ্য সাথী স্কিম চালু করেছে। এই খাদ্য সাথী স্কিমের অধীনে বর্তমানে রেশন কার্ড সংশোধন এবং আপডেট করা যাবে। এ বিষয়ে পরিষেবা প্রদানের জন্য “দুয়ারে সরকার” প্রচার অভিযান চালু করা হয়েছে।

খাদ্য সাথী প্রকল্প- Khadya Sathi Prakalpa

খাদ্য সাথী প্রকল্প নিবন্ধীকরণ এবং আবেদন পত্র:

Khadya Sathi Prakalpa: ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে ৪ নম্বর ফর্মে

যে সমস্ত পরিবারের ডিজিটাল রেশন কার্ড রয়েছে কিন্তু সেই পরিবারের সদস্য বাদ পড়েছে, পরিবারের সেই সকল সদস্যদের এই স্কিমের আওতায় আনার জন্য ফর্ম জমা করতে হবে, ডিজিটাল রেশন কার্ড (DRC) চার নম্বর ফর্ম। যদি আপনার পরিবারের কিছু সদস্যের কাছে ডিজিটাল রেশন কার্ড না থাকে সেক্ষেত্রে চার নম্বর ফর্ম-এর মাধ্যমে আবেদন জানানো যেতে পারে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে এবং সহায়ক নথির সাথে জমা করতে হবে। পরিবারের সদস্যদের নাম যোগ করার জন্য ফর্ম IV R/ ফর্ম IV-U জমা করতে হবে।

খাদ্যসাথী ৪ নম্বর ফর্ম-এর জন্য যা যা প্রয়োজন:
  • খাদ্য সাথী চার নম্বর ফর্মের জন্য প্রথমে প্রয়োজন হবে পরিবারের প্রধান বা যে কোন সদস্যের (যার ডিজিটাল রেশন কার্ড আছে) ডিজিটাল রেশন কার্ডের ফটোকপি।
  • আবেদনকারীর আধার কার্ডের ফটোকপি (সদস্যের বয়স যদি পাঁচ বছরের কম হয় সে ক্ষেত্রে বয়সে জন্ম শংসাপত্র প্রয়োজন হবে)।
  • আবেদনকারীর ভোটার কার্ডের ফটোকপি।
  • বৈধ মোবাইল নম্বর (আবেদনকারী নিজের অথবা পরিবারের সদস্যের)।

আরো পড়ুন,

Khadya Sathi Prakalpa: ডিজিটাল রেশন কার্ডে উপস্থিত যেকোনো তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে ৫ নম্বর ফর্মে

ডিজিটাল রেশন কার্ডে সংশোধনের জন্য ৫ নম্বর আবেদন পত্র জমা দিতে হবে। যেখানে আপনার নাম, ঠিকানা, জন্মতারিখ বা বানান সংশোধন করতে পারবেন। আবেদনপত্রে সঠিকভাবে পূরণ করে তার সাথে সহায়ক নথি জমা দিতে হবে। নাম বা ঠিকানা সংশোধনের জন্য ফর্ম V-R/ ফর্ম V-U।

খাদ্যসাথী ৫ নম্বর ফর্ম-এর জন্য যা যা প্রয়োজন:
  • বর্তমান রেশন কার্ডের ফটোকপি প্রয়োজন খাদ্য সাথী ফর্ম ৫ নম্বরের জন্য।
  • প্রয়োজনীয় সংশোধনের জন্য প্রয়োজন হবে ভোটার কার্ড/ কিশন ক্রেডিট কার্ড/ ব্যাংক পাসবুক/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্ট এর ফটোকপি।
  • বৈধ মোবাইল নম্বর (আবেদনকারী নিজের অথবা পরিবারের সদস্যের)।
  • পরিবারের সকল সদস্যের আধার কার্ডের ফটোকপি।

রেশন দোকান/ন্যায্য মূল্যে রেশন দোকান পরিবর্তনের জন্য আবেদন করতে হবে ৬ নম্বর ফর্মে:

ন্যায্য মূল্যের রেশন দোকান/S.K.Oil দোকান (K.Oil ডিলার) পরিবর্তনের জন্য ৬ নম্বর ফর্ম এবং সহায়ক নথি জমা দিতে হবে। একটি নতুন রেশন দোকান পরিবর্তন করার জন্য প্রয়োজন হবে ফর্ম VI-R/ ফর্ম VI-U।

খাদ্য সাথী ৬ নম্বর ফর্ম-এর জন্য যা যা প্রয়োজন:
  • খাদ্য সাথী ৬ নম্বর ফর্মের জন্য প্রয়োজন হবে আবেদনকারীর এবং পরিবারের প্রধানের বর্তমান ডিজিটাল রেশন কার্ডের ফটোকপি।
  • আবেদনকারীর আধার কার্ডের ফটোকপি।
  • পরিবারের অন্যান্য সদস্যদের আধার কার্ডর ফটোকপি।
  • বিবাহের শংসাপত্রের ফটোকপি (বিয়ের কারণে স্থানান্তরের ক্ষেত্রে)।

মৃত্যু বা অন্য কারণে ডিজিটাল রেশন কার্ড সমর্পণ করার জন্য আবেদন করতে হবে ৭ নম্বর ফর্মে:

মৃত্যুর কারণে বা অন্য কোন কারণে ডিজিটাল রেশন কার্ড সমর্পণের জন্য জমা দিতে হবে ৭ নম্বর ফর্ম এবং সহায়ক নথি। এই ফর্ম-এর সাহায্যে যে কোন রেশন কার্ড বন্ধ করা যাবে।

খাদ্য সাথী ৭ নম্বর ফর্ম-এর জন্য যা যা প্রয়োজন:
  • ৭ নম্বর ফর্মের জন্য প্রয়োজন হবে আসল ডিজিটাল রেশন কার্ড।
  • পরিবারের সকল সদস্যের আধার কার্ডের ফটোকপি।
  • মৃত্যুর শংসাপত্র/শ্মশান শংসাপত্রের ফটোকপি (মৃত্যুর কারণে আধার কার্ড সমর্পণের ক্ষেত্রে)।

বিকল্প ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে ৯ নম্বর ফর্মে:

যদি আপনার ডিজিটাল রেশন কার্ড হারিয়ে গিয়ে থাকে, অথবা অন্য কোন কারণে একটি নতুন ডুবলিকেট ডিজিটাল রেশন কার্ড পেতে ৯ নম্বর ফর্ম জমা দিতে হবে এর সঙ্গে দিতে হবে সহায়ক নথি।

খাদ্য সাথী ৯ নম্বর ফর্ম-এর জন্য যা যা প্রয়োজন:
  • খাদ্য সাথী ৯ নম্বর ফরমের জন্য প্রয়োজন হবে হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া ডিজিটাল রেশন কার্ডের ফটোকপি ।
  • হারানো বা চুরির ক্ষেত্রে দিতে হবে জিডি নম্বর (যদি সম্ভব হয়)।

সাধারণ ক্যাটাগরি কার্ডের জন্য আবেদন করতে হবে ১০ নম্বর ফর্মে:

নতুন সাধারণ ক্যাটাগরিতে ডিজিটাল রেশন কার্ডের জন্য প্রয়োজন হবে ১০ নম্বর ফর্মের। একটি ফাঁকা ১০ নম্বর ফর্ম সংগ্রহ করতে হবে আবেদন করার জন্য সাথেই জমা দিতে হবে সহায়ক নথি।

খাদ্য সাথী ১০ নম্বর ফর্ম-এর জন্য যা যা প্রয়োজন:
  • খাদ্য সাথী ১০ নম্বর ফর্মের জন্য প্রয়োজন রেশন কার্ডের ফটোকপি (যদি সম্ভব হয়)।
  • পাঁচ বছরের ঊর্ধ্বে সমস্ত সদস্যদের আধার কার্ডের ফটোকপি প্রয়োজন হবে।
  • পাঁচ বছরের কম বয়সীদের জন্য জন্ম শংসাপত্রের ফটোকপি প্রয়োজন হবে।

ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে মোবাইল ও আধার নম্বর যুক্ত করার জন্য আবেদন করতে হবে ১১ নম্বর ফর্মে:

ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে মোবাইল ও আধার নম্বর যুক্ত করার জন্য ১১ নম্বর আবেদন পত্র জমা দিতে হবে। যেখানে আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল ও আধার নম্বর যুক্ত করতে পারবেন। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে তার সাথে সহায়ক নথি জমা দিতে হবে।

Khadya Sathi Prakalpa: ১১ নম্বর ফর্ম-এর জন্য যা যা প্রয়োজন
  • ডিজিটাল রেশন কার্ডের ফটোকপি।
  • আধার কার্ড-এর ফটোকপি।
  • বৈধ মোবাইল নম্বর।

খাদ্য সাথী প্রকল্পের বিষয়ে যেকোনো তথ্যের জন্য এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন –
১৯৭৬ অথবা ১৮০০৩৪৫৫৫০৫
(সকাল ৮.০০ থেকে রাত্রি ৮.০০)

এই ধরনের সরকারি প্রকল্প সম্পর্কে আরও আপডেটের জন্য Extragyaan এবং আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন

“খাদ্য সাথী প্রকল্প- Khadya Sathi Prakalpa”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন