KMC: কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ইতিহাস থেকে বর্তমান

KMC: কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ইতিহাস থেকে বর্তমান

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন (KMC): কলকাতা পৌরসভা যাকে আমরা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন বা সংক্ষেপে KMC নামে পরিচিত। কলকাতা পৌরসভা কলকাতা শহরের একপ্রকার অভিভাবক। কলকাতা মহানগরীর উন্নতি, কলকাতার জনগণের সুবিধা অসুবিধা, কলকাতার রাস্তাঘাট, ফুটপাত, জল নিকাশি ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা ইত্যাদি সমস্ত বিষয় কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন দেখভাল করে। কিন্তু আজ আমরা যে কলকাতা কে দেখি সাজানো-গোছানো, বড় বড় ফ্লাইওভার, সুন্দর রাস্তাঘাট, আলোকসজ্জা, কলকাতা ট্যুরিজম ইত্যাদি এত সহজে গড়ে ওঠেনি। এইসবের জন্য অবশ্যই কলকাতা কর্পোরেশন কৃতিত্ব অর্জন করে।

আপনাদের মনে রাখা দরকার এই কলকাতা কর্পোরেশন বা KMC এর নির্মাণ লুকিয়ে রয়েছে ইতিহাসের পাতায়। আর আজ আমরা এই নিবন্ধে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এর ইতিহাস থেকে বর্তমান সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে কলকাতা কর্পোরেশন স্থাপিত হলো, কলকাতা কর্পোরেশনের গঠন, বিস্তার, প্রশাসনিক বিভাগ ইত্যাদি বিষয় আপনার নিচে বিস্তারিত পেয়ে যাবেন। যারা ইতিহাস পড়তে ভালোবাসেন তাদের জন্য এই নিবন্ধটি অত্যন্ত আকর্ষণীয় হবে, এই ধরনের এডুকেশনাল আর্টিকেল পড়ার জন্য আপনারা আমাদের ওয়েবসাইটকে ফলো করতে পারেন।

বিষয়কলকাতা কর্পোরেশন
সংস্থাসরকারি
স্থাপিত১৮৭৬ সাল
গণতান্ত্রিক স্থাপনা১৯২৩ সাল
প্রথম চেয়ারম্যানচিত্তরঞ্জন দাস
বর্তমান মেয়রফিরহাদ হাকিম
আসন সংখ্যা১৪৪ টি
ওয়েবসাইটwww.kmcgov.in

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন: স্থাপিত

১৮৭৬ সালে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন স্থাপিত হয়। কলকাতা মিউনিসিপাল কোনসলিডেশন আইন পাস হওয়ার পর, প্রথমবার ১৮৭৬ সালে কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান ও উপর চেয়ারম্যানসহ অন্যান্য সদস্য নিযুক্ত হয়। এই সময় কলকাতা কর্পোরেশনের গঠন তিন ভাগে বিভক্ত ছিল চেয়ারম্যান, সাধারণ কমিটি ও কর্পোরেশন। যেখানে চেয়ারম্যান সরকার দ্বারা নিযুক্ত হতেন এবং বাকি সদস্য চেম্বার অব কমার্স, পোস্ট কমিশনার দ্বারা নিযুক্ত হতেন। তবে গণতান্ত্রিকভাবে নির্বাচন প্রক্রিয়াযর মাধ্যমে কলকাতা কর্পোরেশনের সূচনা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি।

১৯২৩ সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আইন চালু করেন। যে আইনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর ১৯২৫ সালে কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এরপর ১৯২৮ সালে যতীন্দ্রমোহন সেনগুপ্ত, ১৯২৯ সালের বিজয় কুমার বসু, ১৯৩০ সালে আবারো যতীন্দ্রমোহন সেনগুপ্ত ও ১৯৩১ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতার মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন। এরপর KMC এর চেয়ারম্যানের চেয়ারে বহু জ্ঞানী গুণী ব্যক্তিত্ব এই পদ সামলেছেন। বর্তমানে ২০২৩ সালে কলকাতা কর্পোরেশনের মেয়র হলেন ফিরহাদ হাকিম। ২০১৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত তিনি কলকাতার মেয়র পদে রয়েছেন।

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন: ইতিহাস

সালটা ছিল ১৬৯০ যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বর্তমান পশ্চিমবঙ্গের কলকাতা শহরের এসেছিল ব্যবসা-বাণিজ্যের জন্য। সেই সময় কলকাতায় কোন পৌরসভা বা কর্পোরেশন ছিল না। পরবর্তীকালে ১৭২৬ সালে বিচার ব্যবস্থার জন্য একটি মেয়র আদালত চালু করা হয়। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের পর যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা দখল করল, এরপর ১৭৬৫ সালে কলকাতার পৌরসংগঠন তৈরি করার চিন্তা ভাবনা করা হয় এবং একটি পরিষেবা ব্যবস্থা গড়ে ওঠে। ১৭৭৩ ভারতের ব্রিটিশ শাসনের রাজধানী কলকাতা শহরকে ঘোষণা করা হয়। ১৭৯০ দশকের এই সংস্থার দায়িত্বভার কালেক্টরের হাত থেকে শহরের বিচার ব্যবস্থার উপর দেওয়া হয়।

১৮০০ শতকের শুরুর দিকে বাংলার গভর্নর জেনারেল কলকাতা শহরের উন্নতি সাধনের চেষ্টা করেন। শহরের রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য ব্যবস্থা ইত্যাদি ছাড়াও পরিকাঠামোগত উন্নতি করা হয় কারণ এই সময় কলকাতা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মহানগরী। ১৮৪৭ সালের সাত জন সদস্যকে নিয়ে একটি পৌর বোর্ড গঠন করা হয় যাদের লক্ষ্য ছিল কলকাতার পরিকাঠামগত উন্নয়ন। ১৮৬৩ সালে এই বোর্ডের মধ্যে থেকে চেয়ারম্যান পদ নির্বাচন করা হয় এবং এই বোর্ডের কাজ ছিল কলকাতার রক্ষণাক্ষন করা, কর আদায় করা, মার্কেট নির্মাণ, ফুটপাত তৈরি ইত্যাদি। ১৮৭৬ সালে কলকাতা কর্পোরেশন অনুষ্ঠানিক ভাবে স্থাপিত হয়, সেই সময় মোট ৭২ জন সদস্য নিয়ে বোর্ড গঠন করা হয়।

১৯২৩ সালে তৎকালীন বাংলার সরকারের প্রতিনিধি বা মন্ত্রী সুরেন্দ্রনাথ ব্যানার্জি কলকাতা কর্পোরেশন আইন চালু করেন এরপর কলকাতা কর্পোরেশনের অধীনে বেশ কয়েকটি জায়গা নথিভুক্ত করা হয় যেমন মানিকতলা, চিতপুর, গার্ডেনরিচ ইত্যাদি। সুরেন্দ্রনাথ ব্যানার্জীর প্রতি সম্মান জানিয়ে বর্তমানে KMC এর সামনে যে রাস্তাটি রয়েছে তার নাম সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড নামকরণ করা হয়। এর পরবর্তী সময়ে মোট তিনবার কলকাতা কর্পোরেশন আইন সংশোধন করা হয়, ১৯৫১ সাল, ১৯৫৬ সাল ও শেষবার ১৯৮০ সালে। ১৯৮০ সালের সংশোধিত আইন দ্বারা বর্তমান কলকাতা কর্পোরেশন পরিচালনা হয়।

কি কি কাজ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন করতে পারে ?

কলকাতার ১৪৪ টি ওয়ার্ড ২০৬ বড় কিলোমিটার নিয়ে কলকাতা কর্পোরেশন গঠিত। এই এলাকার মধ্যে কিছু কাজ রয়েছে যেগুলিকে কলকাতা কর্পোরেশনকে বাধ্যতামূলক করতে হবে এবং এমন কিছু কাজ রয়েছে যেগুলিকে কলকাতা কর্পোরেশন চাইলে করতে পারে অর্থাৎ বাধ্যতামূলক নয়।

যে সমস্ত কাজ KMC এর অধীনে রয়েছে

বাধ্যতামূলক কাজগুলির মধ্যে রয়েছে জল সরবরাহ, নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট নির্মাণ, রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ, শহরের পরিকাঠামো গত উন্নতি, জঞ্জাল সাফ করা, দূষণ নিয়ন্ত্রণ করা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, বাচ্চাদের টিকা করন করা, ব্রিজ, ফ্লাইওভার ইত্যাদি।

যে সমস্ত কাজ KMC চাইলে করতে পারে

শহরে অনাথ আশ্রম তৈরি, রাস্তার ধারে বিশ্রামাগার নির্মাণ, চিত্রশালা তৈরি, খেলার মাঠ সংরক্ষণ, স্টেডিয়াম তৈরি, পাঠশালা নির্মাণ করা ইত্যাদি কাজগুলি চাইলে কলকাতা কর্পোরেশন করতে পারে এবং তারা এতদিন করেও আসছে।

কলকাতা কর্পোরেশন: প্রশাসনিক গঠন

শেষবারের সংশোধিত আইন অনুসারে বর্তমানে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন কর্পোরেশন মেয়র। এছাড়া কলকাতা কর্পোরেশনের অধীনে মোট ১৪৪ টি ওয়ার্ড রয়েছে এবং যে ওয়ার্ডগুলিতে একজন করে নির্বাচিত কাউন্সিলর রয়েছে। প্রধানত কলকাতা কর্পোরেশন বা KMC এর প্রধান ক্ষমতায় রয়েছে মেয়র, মেয়র পরিষদ ও পৌরসংস্থা।

পৌরসংস্থা- এই বিভাগে কলকাতা কর্পোরেশনের ১৪৪ জন নির্বাচিত সদস্য থাকে যাদেরকে কাউন্সিলর বলা হয়। কলকাতার প্রত্যেক ওয়ার্ডের জন্য একজন কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করেন। কলকাতা কর্পোরেশনের অধীনে মোট ১৪৪ টি ওয়ার্ড রয়েছে, যেখান থেকে নির্বাচিত কাউন্সিলর ৫ বছরের জন্য এই পদে থাকেন।

মেয়র পরিষদ- কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ নির্বাচিত কাউন্সিলর দের প্রতি দায়িত্ব থাকেন। পরিষদে ১০ জন নির্বাচিত কাউন্সিলর, ডেপুটি মেয়র ও মেয়র দ্বারা গঠিত হয়।

মেয়র- নির্বাচিত কাউন্সিলররা মিলে কর্পোরেশনের জন্য একজন মেয়র বা মহানাগরিক নির্বাচন করে যে ৫ বছরের জন্য ক্ষমতায় থাকে। কর্পোরেশনের মেয়র সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে থাকে।

কলকাতা কর্পোরেশন মেয়র ২০২৩

বর্তমান কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এর মেয়র পদে রয়েছেন মাননীয় ফিরহাদ হাকিম এবং ডেপুটি মেয়র পদে রয়েছেন অতিন ঘোষ। ২০২১ সালের শেষবার কর্পোরেশনের নির্বাচন সংগঠিত হয় যেখানে রাজনৈতিক দলের ফলাফল নিচে দেয়া হল,

রাজনৈতিক দলআসন
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস১৩৪ টি আসন
বিজেপি৩ টি আসন
সিপিআইএম২ টি আসন
ভারতীয় জাতীয় কংগ্রেস২ টি আসন

মোট ১৪৪ টি আসনে কলকাতা কর্পোরেশনের নির্বাচন সংঘটিত হয়, পরবর্তী নির্বাচন সংঘটিত হবে ২০২৬ সালে।

কলকাতা কর্পোরেশন মেয়র (১৯৬৫-২০২৩)

মেয়রসাল
ফিরহাদ হাকিম২০১৮-বর্তমান
শোভন চট্টোপাধ্যায়২০১০-২০১৮
বিকাশ রঞ্জন ভট্টাচার্য২০০৫-২০১০
সুব্রত মুখার্জি২০০০-২০০৫
প্রশান্ত চ্যাটার্জী১৯৯০-২০০০
কমল কুমার বসু১৯৮৫-১৯৯০
শ্যামসুন্দর গুপ্ত১৯৭১-১৯৮৫
প্রশান্ত কুমার শুর১৯৬৯-১৯৭১
গোবিন্দ চন্দ্র দে১৯৬৭-১৯৬৯
প্রীতি কুমার রায়চৌধুরী১৯৬৫-১৯৬৭

Q&A: কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন

কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন?

দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ১৯২৩ সালে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন।

কলকাতা কর্পোরেশন কবে স্থাপিত হয়?

১৮৭৬ সালে বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা কলকাতা কর্পোরেশনের স্থাপনা করা হয়, ১৯২৩ সালে আইন সংশোধনের মাধ্যমে প্রথমবার গণতান্ত্রিক পদ্ধতিতে কলকাতা কর্পোরেশনের স্থাপনা হয়।

নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে কলকাতা কর্পোরেশনের মেয়র হয়েছিলেন?

১৯৩১ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতা কর্পোরেশনের মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন।

কলকাতা কর্পোরেশনের বর্তমান মেয়র কে?

ফিরহাদ হাকিম কলকাতা কর্পোরেশনের বর্তমান মেয়র, ২০১৮ সাল থেকে তিনি কলকাতার মেয়র পদে রয়েছেন।

Previous articleমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে বেরোবে
Next articleকলকাতা বনাম গুজরাট ম্যাচ হাইলাইটস- ভিডিও
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply