কলকাতা বনাম পাঞ্জাব ম্যাচ হাইলাইটস ২০২৩

কলকাতা বনাম পাঞ্জাব ম্যাচ হাইলাইটস: আইপিএল ২০২৩ এর দ্বিতীয় দিনে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় KKR অধিনায়ক নীতিশ রানা। এরপর পাঞ্জাব ব্যাটিং করতে এসে কলকাতার সামনে বড় লক্ষ মাত্রা দেয় ১৯১ রানের। পাঞ্জাবের টপ অর্ডার ব্যাটসম্যান শিখর ধাওয়ান ও ভানুকা রাজাপাকসে যথাক্রমে ৪০ ও ৫০ রান করেন। জবাবে ব্যাটিং করতে এসে কলকাতা ৪ ওভারের ২৯ রানে ৩ উইকেট হারায়, এরপর ভেঙ্কটেশ আইয়ার ও নিতিশ রানার মধ্যে কিছুটা পার্টনারশিপ তৈরি হয়। আন্দ্রে রাসেল ১৯ বলে ৩৫ রানের ইনিংস খেলার পরও শেষ রক্ষা হয়নি KKR এর জন্য। বৃষ্টির জন্য যদিও ২০ ওভার খেলা সম্পন্ন হয়নি শেষ পর্যন্ত, DLS মেথড প্রয়োগের মাধ্যমে পাঞ্জাব কিংস ৭ রানে জয়লাভ করেছে।

কলকাতা বনাম পাঞ্জাব ম্যাচ হাইলাইটস

ম্যাচকলকাতা বনাম পাঞ্জাব
টসKKR টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়
তারিখ১ এপ্রিল, ২০২৩
সময়৩.৩০
স্টেডিয়ামমোহালি ক্রিকেট স্টেডিয়াম, পাঞ্জাব

কলকাতা নাইট রাইডার্স একাদশ

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, মনদীপ সিং, নীতীশ রানা (সি), রিংকু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, টিম সাউদি, অনুকুল রায়, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী

পাঞ্জাব কিংস একাদশ

শিখর ধাওয়ান (c), প্রভসিমরান সিং (wk), ভানুকা রাজাপাকসে, জিতেশ শর্মা, শাহরুখ খান, স্যাম কুরান, সিকান্দার রাজা, নাথান এলিস, হারপ্রীত ব্রার, রাহুল চাহার, আরশদীপ সিং

Read More, আইপিএলের সম্পূর্ণ সময়সূচি ২০২৩, Tata IPL time table 2023 in bengali

পাঞ্জাব কিংস ইনিংস

ব্যাটসম্যানরান
শিখর ধাওয়ান40
রাজাপাকসে50
বোলিংউইকেট
টিম সাউদি2
বরুণ চক্রবর্তী1

কলকাতা নাইট রাইডার্স ইনিংস

ব্যাটসম্যানরান
আন্দ্রে রাসেল35
ভেঙ্কটেশ আইয়ার34
বোলিংউইকেট
আরশদীপ সিং3
নাথান এলিস1

কলকাতা বনাম পাঞ্জাব ম্যাচ হাইলাইটস ২০২৩>>

মন্তব্য করুন