অভিষেক ম্যাচেই রেকর্ড প্রসিদ্ধ কৃষ্ণার। যা নেই ভারতের আর কোন বোলারের

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে এমন রেকর্ড গড়লেন কর্নাটকের ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণা। আইপিএলে কলকাতার হয়ে খেলার পর প্রথমবার সবার নজরে আসে, এরপর কর্নাটকের হয়ে ঘরোয়া ক্রিকেটে প্রদর্শনের পর ভারতীয় দলে তাকে জায়গা দেওয়া হয়। কিন্তু প্রসিদ্ধ হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি প্রথম ওয়ানডেতে তিনি সুযোগ পাবেন।

সেই সুযোগ তিনি তার সেরাটা দিয়েই দখল করল। প্রথম ম্যাচেই নিলেন চারটি উইকেট, শুরুর প্রথম ৩ ওভার তার মোটেই ভালো হয়নি। প্রথম তিন ওভারে ৩৭ রান দেন কিন্তু পরের পাঁচ ওভারে মাত্র ১৭ রান দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করে প্রসিদ্ধ কৃষ্ণা। আর এর সুবাদে ভারতীয় ক্রিকেটের রেকর্ড বইতে তার নাম খোদাই করে ফেললেন তিনি।

ওয়ানডে ক্রিকেটে ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। তার পূর্বে ভারতের কোন বোলার অভিষেক ম্যাচে তিনটির বেশি উইকেট নিতে পারেননি। প্রসিদ্ধ কৃষ্ণা ভারতের একমাত্র বলার যে ওয়ানডেতে অভিষেক ম্যাচে ৪ টি উইকেট নিয়েছে।

Record full list
নামউইকেটসাল
প্রসিদ্ধ কৃষ্ণা৪-৫৪২০২১
নোয়েল ডেভিড৩-২১১৯৯৭
বরুন অরুণ৩-২৪২০১১
সুব্রত ব্যানার্জি৩-৩০১৯৯১
হার্দিক পান্ডিয়া৩-৩১২০১৬
দিলিপ দশি৩-৩২১৯৮০
টিনু ইয়োহানান৩-৩৩২০০২
ভূপেন্দর সিং ৩-৩৪১৯৯৪

তার এই সাফল্যের সুবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারত ৬৬ রানে জিতে যায়। ম্যাচ জেতার পর তার আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স তাকে শুভেচ্ছা জানায় সোশ্যাল মিডিয়ায় পোষ্টের মাধ্যমে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকেও তাঁকে অভিনন্দন জানানো হয়, টুইটারে বিসিসিআই লেখে যে, “অসাধারণ শুরু প্রসিদ্ধ কৃষ্ণার। এমন অভিষেক অবিস্মরণীয় হয়ে থাকবে”।

আরো পড়ুন- ‘খোঁড়া পায়ে নাচ যুবরাজের’- ভিডিও ভাইরাল। রোড সেফটি সিরিজের চ্যাম্পিয়ন ইন্ডিয়ান লেজেন্ড

কৃষ্ণার পারফরম্যান্স ভারতীয় ক্রিকেট দলের পক্ষে যথেষ্ট সুখবর, কারণ বর্তমানে প্রথম সারির ফাস্ট বোলার জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সামি দুজনেই মাঠের বাইরে রয়েছে। ফলে পরের দুটি ওয়ানডে ম্যাচেও প্রসিদ্ধ কৃষ্ণা নিশ্চিতভাবে দলে সুযোগ পাবে।

প্রসিদ্ধ কৃষ্ণার ৪ টি উইকেট

আন্তর্জাতিক ক্রিকেটে প্রসিদ্ধ কৃষ্ণার প্রথম উইকেট জেসন রয়, এরপর বেন স্টোকস, স্যাম বিলিংস ও টম করেনের উইকেট নেন তিনি।

“অভিষেক ম্যাচেই রেকর্ড প্রসিদ্ধ কৃষ্ণার। যা নেই ভারতের আর কোন বোলারের”-এ 1-টি মন্তব্য

Leave a Reply