সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি: সৌরজগতের মোট আটটি গ্রহ ও একটি নক্ষত্র আছে। এই আটটি গ্রহের মধ্যে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি, এই গ্রহ পৃথিবীর তুলনায় ১৩২১ গুণ আয়তনে বড়। তবে কিছু আশ্চর্য বিষয় আজ আমরা আলোচনা করব যা বাংলা ভাষার ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই নিবন্ধে আমরা সবচেয়ে বড় গ্রহের নাম কি, বৃহস্পতি গ্রহের নামকরণ, বৃহস্পতি গ্রহের আয়তন, বৃহস্পতি গ্রহের বায়ুমণ্ডল, বৃহস্পতির উপগ্রহ এই সমস্ত বিষয়গুলি বিস্তারিত আলোচনা করব।

বিষয়সবচেয়ে বড় গ্রহের নাম কি
বিভাগনাসা, মহাকাশ
গ্রহবৃহস্পতি
বৃহস্পতির উপগ্রহ৯৫ টি

সবচেয়ে বড় গ্রহের নাম কি

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি এই গ্রহের মোট ৯৫ টি উপগ্রহ রয়েছে। যেগুলি বৃহস্পতির চারপাশে তাকে কেন্দ্র করে আবর্তন করছে। এই গ্রহটিকে গ্রহদের রাজা বলা হয় তার বিশাল আকারের জন্য এছাড়া এই গ্রহটি প্রধানত গ্যাসীয় পদার্থ দ্বারা গঠিত সেই জন্য বৃহস্পতিকে গ্যাসীয় জায়ান্ট বলা হয়।

বৃহস্পতি গ্রহের নামকরণ

বাংলায় আমরা এই গ্রহকে বৃহস্পতি বলে থাকি এবং ইংরেজিতে জুপিটার নামে পরিচিত। জুপিটার হচ্ছে একটি গ্রিক শব্দ যেটি জেভিয়ান শব্দ থেকে এসেছে। মহাকাশে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এই গ্রুগুলিকে একসঙ্গে জেভিয়ান গ্রহ বলা হয়। রোমানরা তাদের দেবী দেবতার নামে গ্রহটির নামকরণ করেন। বহু পুরান গবেষণায় জানা গেছে এই গ্রহটির নামকরণ রোমান সভ্যতা থেকে এসেছে যার অর্থ আকাশের পিতা।

বৃহস্পতি গ্রহের সংক্ষিপ্ত বিবরণ

মহাকাশে সূর্যের কক্ষপথে বৃহস্পতি পঞ্চম স্থানে রয়েছে এবং এটি সূর্যের সবচেয়ে বড় একটি গ্রহ। বৃহস্পতি প্রধানত গ্যাসীয় পদার্থ দ্বারা গঠিত হাইড্রোজেনের পরিমাণ এখানে সবচেয়ে বেশি। সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৭৪১.৩ মিলিয়ন কিলোমিটার। পৃথিবীতে ২৪ ঘন্টায় যে রকম একদিন সম্পন্ন হয় সেরকম বৃহস্পতিতে ৯ ঘণ্টায় একদিন সম্পন্ন হয়। ১২ বছরের বৃহস্পতির এক বছর সম্পন্ন হয়, অর্থাৎ সূর্যকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে ১২ বছর। এই গ্রহের সব সময় সাইক্লোন ঝড় হতে থাকে যে কারণে বৃহস্পতি গ্রহের মধ্যে দূর থেকে লাল স্পট দেখা যায়। এই গ্রহের সবচেয়ে বড় যে রেড স্পট দেখা যায় সেটা পৃথিবীর আকারের একটি সাইক্লোন চলছে বিগত প্রায় ১০০ বছর ধরে।

বৃহস্পতি গ্রহ থেকে সূর্যকে কেমন লাগে

বৃহস্পতি থেকে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখা যায়, সূর্য বৃহস্পতি গ্রহের প্রায় ১০ গুণ অর্থাৎ দশটা বৃহস্পতি একসঙ্গে করলে সূর্যের আকার ধারণ করবে। এছাড়া বৃহস্পতির পার্শ্ববর্তী গ্রহ হল মঙ্গল, পৃথিবী থেকে বৃহস্পতি গ্রহকে দেখা যায় তবে মহাকাশে পৃথিবী থেকে সবচেয়ে উজ্জ্বল যে গ্রহটিকে দেখা যায় সেটা হল মঙ্গল।

বৃহস্পতি গ্রহে জীবনের অস্তিত্ব

এখনো পর্যন্ত কবে ছবিটা বৃহস্পতি গ্রহ কোন জীবনের অস্তিত্ব খুঁজে পাইনি তবে বৃহস্পতির উপগ্রহের জীবনের অস্তিত্ব থাকতে পারে বলে মনে করছেন গবেষকরা।

বৃহস্পতি গ্রহ কি কি উপাদান দ্বারা তৈরি

বৃহস্পতি গ্রহকে গ্যাসীয় বলায় বলা হয় কারণ ৮৬ শতাংশ হাইড্রোজেন গ্যাস দ্বারা পরিপূর্ণ এছাড়া হিলিয়াম, মিথেন, অ্যামোনিয়া, ইথেন, হাইড্রোজেন সালফাইড ইত্যাদি গ্যাস রয়েছে।

বৃহস্পতি গ্রহের আয়তন

১.৪৩১২৮×১০১৫ km3 হল বৃহস্পতি গ্রহের আয়তন, যা পৃথিবীর আয়তনের ১৩২১.৩ গুণ বড়। সৌরজগতের সবকটি গ্রহকে একসঙ্গে করলে তবে একটি বৃহস্পতি গ্রহ গঠন করা যাবে।

বৃহস্পতি গ্রহের বায়ুমণ্ডল

জুপিটারের বায়ুমণ্ডল প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত। এই গ্রহে প্রতিনিয়ত বড় বড় ঝড় হতে থাকে যে কারণে বৃহস্পতি গ্রহে রেড স্পট দেখা যায়।

বৃহস্পতির উপগ্রহ (সবচেয়ে বড় গ্রহের নাম কি)

২০২৩ সালের গবেষণা অনুযায়ী দেশপতির মোট ৯৫ টি উপগ্রহ রয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ইউরোপা, Ganymede, Io, Callisto, Amalthea, Thebe, Himalia ইত্যাদি।

পৃথিবী থেকে বৃহস্পতি গ্রহে যাওয়া মহাকাশযান

পিওনিয়ার ১০ প্রথম মহাকাশযান যেটি বৃহস্পতি গ্রহের কাছে গেছিল ১৯৭৩ সালে। এরপর ভয়েজার মিশন ১৯৭৯ সালে বৃহস্পতি গ্রহের পাশ দিয়ে যাওয়ার সময় বৃহস্পতির উপগ্রহ ও রিং সিস্টেম আবিষ্কার করে। ক্যাসিনি মহাকাশযান ২০০০ সালে জুপিটার ঘরের কাছে যায় এবং বিশদে বিভিন্ন ছবি সংগ্রহ করে। এছাড়া ২০০৭ সালে নিউ হারাইযেন মিশনটি বৃহস্পতি গ্রহের পাশ দিয়ে যাওয়ার সময় তার উপগ্রহ গুলির বিশ্লেষণ করে। সর্বশেষ ২০১১ সালের জুনো নামে একটি মহাকাশযান জুপিটার গ্রহের উদ্দেশ্যে রওনা করা হয়। বর্তমানে মহাকাশ টি বৃহস্পতির কক্ষপথে ঘুরছে। ২০২৪ সালে নাসার ইউরোপা ক্লিপার নামে একটি মিশন লঞ্চ হবে যেটি বৃহস্পতির উপগ্রহ ইউরোপাতে পৌঁছাবে।

সমাপ্তি- বৃহস্পতি হলো সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ যা সূর্যের কক্ষপথে পঞ্চম স্থানে অবস্থান করে। আজ আমরা এই নিবন্ধে বৃহস্পতি গ্রহ সম্বন্ধে বিশদে তথ্য জানলাম আশা করি এই ধরনের নিবন্ধ বাংলা ভাষার শিক্ষার্থীদের অত্যন্ত সাহায্য করবে। নিবন্ধটির সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Q&A: সবচেয়ে বড় গ্রহের নাম কি

সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহের নাম কি?

বুধ গ্রহ হলো সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ যা সূর্যের সবচেয়ে কাছের অবস্থিত

সৌরজগতের গ্রহের গুলির নাম কি?

সৌরজগতে মোট ৮টি গ্রহ রয়েছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন।

বৃহস্পতি ও শুক্রের মধ্যে কোন গ্রহ বড়?

বৃহস্পতি গ্রহ সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, সৌরজগতে মোট ৮টি গ্রহ রয়েছে বৃহস্পতি ছাড়া সবগুলো গ্রহকে একত্রিত করলেও বৃহস্পতিতে বড় গ্রহ তৈরি করা যাবে না।

বৃহস্পতির গ্রহের মূল্যবান ধাতু কি?

গবেষণা অনুসারে বৃহস্পতি গ্রহের সবচেয়ে মূল্যবান ধাতু হলো পোখরাজ।

মন্তব্য করুন