মিস ইন্ডিয়া ২০২৩ বিজয়ী: সম্প্রতি ভারতে অনুষ্ঠিত হল অন্যতম সৌন্দর্যের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা থেকে বেছে নেওয়া হয় ভারতের অন্যতম সৌন্দর্যের মুখ বা মিস ইন্ডিয়া ২০২৩ বিজয়ী। চলতি বছর এই প্রতিযোগিতার ৫৯ তম সংস্করণ ছিল। এই মিস ইন্ডিয়া ২০২৩ ঘোষিত হয় গত ১৫ এপ্রিল ২০২৩। প্রতিযোগিতার মূল পর্ব অনুষ্ঠিত হয় ইম্ফল, মনিপুরে ১৫ এপ্রিল। ২৯টি রাজ্যের মোট ৩০ জন প্রতিযোগীনি মিস ইন্ডিয়া টাইটেলের জন্যে লড়াই করেছেন।
Table of Contents
সম্প্রতি অনুষ্ঠিত জমকালো এই মিস ইন্ডিয়া ২০২৩ প্রতিযোগিতার নাম ‘ফেমিনা মিস ইন্ডিয়া ২০২৩‘। এই নিবন্ধের মাধ্যমে আমরা জানবো মিস ইন্ডিয়া ২০২৩, মিস ইন্ডিয়া ছবি, মিস ইন্ডিয়া ২০২৩ প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপ সম্পর্কে।
মিস ইন্ডিয়া 2023: ওভারভিউ
বিষয় | মিস ইন্ডিয়া ২০২৩ |
তারিখ | ১৫ এপ্রিল ২০২৩ |
উপস্থাপক | মণীশ পল, ভূমি পেডনেকর |
ভেন্যু | ইনডোর স্টেডিয়াম, খুমান লম্পাক স্পোর্টস কমপ্লেক্স, ইম্ফল, মনিপুর, ভারত |
প্রতিযোগিনী সংখ্যা | ৩০ |
বিজয়িনী | নন্দিনী গুপ্তা, রাজস্থান |
প্রথম রানার আপ | শ্রেয়া পুঞ্জা, দিল্লি |
Read More, বিশ্বের সেরা ১০ সুন্দরী মহিলা ২০২৩
Read More, ভারতের প্রথম মিস ইন্ডিয়া কে
মিস ইন্ডিয়া ২০২৩ বিজয়ী নাম
সম্প্রতি অনুষ্ঠিত ফেমিনা মিস ইন্ডিয়া অনুষ্ঠানে ফেমিনা মিস ইন্ডিয়া ২০২৩ এর মুকুট মাথায় সেজেছে রাজস্থানের নন্দিনী গুপ্তার মাথায়। সন্দর্যের প্রতিযোগিতার ৫৯ তম সংস্করণের বিজয়িনী নির্বাচিত হয়েছেন তিনি।
নন্দিনী গুপ্তা কে?

নন্দিনী গুপ্তা জানিয়েছেন তিনি ১০ বছর বয়স থেকেই এই মুকুট নিজের মাথায় পড়ার সপ্ন দেখতেন। মিস ওয়ার্ল্ড ২০০০ প্রিয়াঙ্কা চোপড়া নন্দিনী গুপ্তকে সবথেকে বেশি অনুপ্রাণিত করেন। তিনি তার স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছেন। আগামী ২০২৪ সালে মিস ওয়ার্ল্ড ২০২৪ এ প্রতিনিধিত্ব করবেন তিনি।
নন্দিনী গুপ্তা: বাল্য জিবন
মাত্র ১৯ বছর বয়সী নন্দিনী গুপ্তা রাজস্থানের কোটা-এ জন্মগ্রহণ করেন ২০০৪ সালে। নন্দিনীর পিতার নাম সুমিত গুপ্তা, তিনি একজন ব্যাবসায়ী। নন্দিনীর মা এর নাম রেখা গুপ্তা। নন্দিনীর ছোট বোন আছেন, তার ছোট বোনের নাম অন্যান্য গুপ্তা। ছোট বেলায় নন্দিনী St. Paul’s Senior Secondary School থেকে তার পড়াশোনা শেষ করেন।
নন্দিনী গুপ্তা: শিক্ষা জীবন
নন্দিনী ব্যাবসা ম্যানেজমেন্টে ডিগ্রি অর্জন করেন লালা লাজপাত রাই কলেজ থেকে। মাত্র ১৯ বছর বয়সে নন্দিনী ৫৯ তম ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় রাজস্থানকে প্রতিনিধিত্ব করেন এবং বিজয়ী ঘোষিত হন।
নন্দিনী গুপ্তা: অজানা তথ্য
- নন্দিনী গুপ্তা একজন ভারতীয় মডেল। গত ১৫ এপ্রিল ২০২৩ সালে তিনি মিস ইন্ডিয়া ২০২৩ বিজয়ী ঘোষিত হন।
- একটি সাক্ষাৎকারে তিনি জানান ১০ বছর বয়স থেকেই তিনি মিস ইন্ডিয়া বিজয়ী হওয়ার স্বপ্ন দেখতেন। প্রিয়াঙ্কা চোপড়াকে তিনি নিজের আদর্শ বলে মনে করতেন।
- ২০২৩ সালে তিনি মিস রাজস্থান বিজয়ী ঘোষিত হন। ওই একই বছরে তিনি ফেমিনা মিস ইন্ডিয়া ২০২৩ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
- ২০২৩ সালে নন্দিনী ইউনাইটেড আরব আমিরাত এর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭১ তম সংস্করণে অংশগ্রহণ করেন।
- ওরা জুয়েলারি এর বিজ্ঞাপনে তাকে দেখা দিয়েছিল।
- তার ব্যাস্ত সময়ের মধ্যে কিছু সময় বের করে তিনি নাচ, সিনেমা দেখা এবং ঘুরে বেড়াতে পছন্দ করেন।
- নন্দিনী গুপ্তা ভারতের বিখ্যাত বিজনেসম্যান রতন টাটা এর কাজে সবথেকে বেশি অনুপ্রাণিত।
নন্দিনী গুপ্তা ইনস্টাগ্রাম ফলোয়ার
– ৪৮,২০০
নন্দিনী গুপ্তা টুইটার ফলোয়ার
– ২১২
মিস ইন্ডিয়া ২০২৩ প্রথম রানার আপ
মিস ইন্ডিয়া প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন শ্রেয়া পুঞ্জা। চলুন তার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
শ্রেয়া পুঞ্জা: বাল্য জীবন
শ্রেয়া পুঞ্জার বয়স ২৩ বছর, তিনি ২০০০ সালের ৩ জুলাই জন্মগ্রহণ করেন দিল্লিতে। তার পিতার নাম সঞ্জয় পুঞ্জা, যিনি এয়ার ইন্ডিয়া তে কাজ করেন, তার মা ভারতী শর্মা পূজা ভারত সরকারের ক্লাস ওয়ান গেজেটেড অফিসার। তার একজন ছোট ভাই রয়েছেন। শ্রেয়া স্কুল জীবনে পড়াশোনা করেছেন St. Anthony’s Sr. Sec. School, Hauz Khas, দিল্লি স্কুলে।
শ্রেয়া পুঞ্জা: শিক্ষা জীবন
শ্রেয়া দেশবন্ধু কলেজ ইউনিভার্সিটি অফ দিল্লী থেকে তার কলেজ জীবনের সূত্রপাত করেন। তিনি ইকোনোমিক্সে গ্রাজুয়েশন করেছেন দেশবন্ধু কলেজ ইউনিভার্সিটি অফ দিল্লি থেকে এবং ফাইন্যান্সের উপর পোস্ট গ্রেজুয়েশন করেছেন।
শ্রেয়া পুঞ্জা: অজানা তথ্য
- শ্রেয়া পুঞ্জা একজন ভারতীয় অভিনেত্রী ও মডেল। তিনি ২৩ সালের ১৫ এপ্রিল মিস ইন্ডিয়া ২০২৩ বিজয়ী প্রথম রানার আপ হয়েছেন।
- ১৯ বছর বয়সে তিনি একটি বিউটি কনটেস্ট ক্যাম্পাস প্রিন্সেস খেতাব জয় করেন।
- ২০২০ সালে তিনি LIVA Miss Diva প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলেন, যদিও তিনি এই প্রতিযোগিতায় জয়লাভ করতে পারেননি।
- তিনি বিভিন্ন ফ্যাশন ডিজাইনার যেমন মনিশ মালহোত্রা, রাঘবেন্দ্র রাথোর এর মতো বিখ্যাত ফ্যাশন ডিজাইনারদের জন্য রাম্প ওয়াক করেছেন।
- নায়িকা বিউটি, ওরা জুয়েলারি লাইফস্টাইল স্টোরিস এর মত বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাকে।
- ফেমিনা মিস ইন্ডিয়া ২০২৩ প্রতিযোগিতায় তিনি ‘দা টাইমস মিস বডি বিউটি ২০২৩’ খেতাব যেতেন।
- শ্রেয়া কত্থক নাচ করতে পারেন এবং নাচের পাশাপাশি তিনি নতুন নতুন জায়গায় ভ্রমণ করতে পছন্দ করেন।
মিস ইন্ডিয়া ২০২৩ প্রথম রানার আপ শ্রেয়া পুঞ্জা ইনস্টাগ্রাম ফলোয়ার
– ২৫,৪০০
শ্রেয়া পুঞ্জা টুইটার ফলোয়ার
– ১৭
মিস ইন্ডিয়া ২০২৩ দ্বিতীয় রানার আপ
মিস ইন্ডিয়া ২০২৩ তালিকায় দ্বিতীয় রানার আপ হয়েছেন স্ট্রেলা থুনাওজম লুয়াং। ২২ বছর বয়সী স্ট্রেলা একজন অভিনেত্রী, মডেল এবং অ্যাংকর। তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো নিম্নলিখিত নিবন্ধে।
স্ট্রেলা থুনাওজম লুয়াং: বাল্য জীবন
স্ট্রেলা থুনাওজম লুয়াং জন্মগ্রহণ করেন ২০০১ সালের ৫ জুন। ২০২৩ সাল অনুযায়ী তার বর্তমান বয়স ২২ বছর। স্ট্রেলা থুনাওজম লুয়াং জন্মগ্রহণ করেন ভারতের মনিপুরের ইম্ফলে। তার পিতার নাম থুনাওজম রতন লুয়াঙ্ছা যিনি একজন ফটোগ্রাফার, তার মাথা আশলতা চিংসুবাম। স্ট্রেলার তিনজন ভাই এবং পাঁচজন বোন রয়েছে। স্কুল জীবন শুরু করেন Little Rose Higher Secondary School ইম্ফল থেকে।
স্ট্রেলা থুনাওজম লুয়াং: শিক্ষা জীবন
স্ট্রেলা মানিপাল ইউনিভার্সিটি জয়পুরে ইন্টারন্যাশনাল বিজনেস এর উপর পড়াশোনা করেছেন।
স্ট্রেলা থুনাওজম লুয়াং: অজানা তথ্য
- স্ট্রেলা একজন ভারতীয় মডেল, অভিনেত্রী এবং টিভি পরিচালক। তিনি বিভিন্ন বিউটি কনটেস্টের পুরস্কার বিজেতা হয়েছেন অনেকবার।
- ২০২৩ সালে মিস ইন্ডিয়া ২০২৩ এর দ্বিতীয় রানারআপ ঘোষিত হন স্ট্রেলা।
- দশ বছর বয়সে ডিপ্রেশনের সাথে লড়াই করার সময় তিনি লেখার উপর নিজের সাচ্ছন্দ্যতা খুঁজে পান।
- ছোটবেলা থেকেই তার বাবা তাকে সবদিক থেকেই বিভিন্ন রকম সহযোগিতা করেছেন। তার চিকিৎসার জন্য তার বাবা তাকে চেন্নাই নিয়ে গিয়েছিল।
- ১৪ বছর বয়সে তিনি ইচার মটরস অটোমোবাইল কোম্পানিতে প্রথম কাজে যোগ দেন, এরপর তিনি বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড যেরকম ওরা জুয়েলারি, কালারবার কসমেটিক্স, রিলায়েন্স ট্রেন্ডস ইত্যাদিতে মডেল হিসেবে যোগদান করেন।
- মিস ইন্ডিয়া খেতাবের জন্য তিনি দুইবার অডিশন দিয়েছিলেন কিন্তু কিছু কারণের জন্য তিনি ব্যর্থ হন।
স্ট্রেলা থুনাওজম লুয়াং ইনস্টাগ্রাম ফলোয়ার
– ৭৭,১০০
স্ট্রেলা থুনাওজম লুয়াং টুইটার ফলোয়ার
– অজানা

ফেমিনা মিস ইন্ডিয়া ২০২৩ বিচারক
ফেমিনা মিস ইন্ডিয়া ২০২৩ বিচারক ছিনেন
- নেহা ধুপিয়া – ফেমিনা মিস ইন্ডিয়া 2002, অভিনেত্রী, পরামর্শদাতা এবং রিয়েলিটি শো হোস্ট
- লাইশরাম সরিতা দেবী – বক্সার
- টেরেন্স লুইস – কোরিওগ্রাফার
- রকি স্টার – ফ্যাশন ডিজাইনার
- নম্রতা জোশিপুরা – ফ্যাশন ডিজাইনার
- হর্ষবর্ধন কুলকার্নি – ছবি পরিচালক এবং লেখক
আরো পড়ুন- ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে
আরো পড়ুন- ভারতের প্রথম মিস ইউনিভার্স কে
FAQ: মিস ইন্ডিয়া 2023
ফেমিনা মিস ইন্ডিয়া 2023 কে জিতেছে?
ফেমিনা মিস ইন্ডিয়া 2023 জিতেছেন নন্দিনী গুপ্তা
মিস ইন্ডিয়া ২০২৩ প্রথম রানার আপ কে?

ফেমিনা মিস ইন্ডিয়া 2023 প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন দিল্লির শ্রেয়া পুঞ্জা।
মিস ইন্ডিয়া ২০২৩ দ্বিতীয় রানার আপ কে?

মিস ইন্ডিয়া ২০২৩ দ্বিতীয় রানার আপ হয়েছেন মণিপুরের থুনাওজম স্ট্রেলা লুয়াং
ফেমিনা মিস ইন্ডিয়া ২০২৩ বিচারক কে ছিনেন?
ফেমিনা মিস ইন্ডিয়া ২০২৩ বিচারক ছিনেন নেহা ধুপিয়া, টেরেন্স লুইস, লাইশরাম সরিতা দেবী, রকি স্টার, হর্ষবর্ধন কুলকার্নি, নম্রতা জোশিপুরা।