মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স এর মধ্যে পার্থক্য

মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স এর মধ্যে পার্থক্য

মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স এর মধ্যে পার্থক্য: সারা বিশ্ব জুড়ে পৃথিবীর সবথেকে সুন্দরী মেয়েদের বেছে নেওয়ার জন্যে যে সকল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তার মধ্যে মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স অন্যতম। বর্তমান মর্যাদাপূর্ণ মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতার মুকুট বিজয়িনী ক্যারোলিনা বিলাওয়াস্কা। অন্যদিকে মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতার বর্তমান শিরোপা রয়েছে ভারতের হারনাজ সান্ধুর মাথায়।

সারা বিশ্বে প্রতি বছর সেরা সুন্দরীদের বেছে নেওয়ার জন্যে সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই সৌন্দর্য প্রতিযোগিতার মধ্যে মাত্র ৪টি প্রতিযোগিতা অন্যতম। যার মধ্যে রয়েছে মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, মিস অর্থ, মিস ইন্টারন্যাশনাল।  আজকের নিবন্ধে এই চারটি প্রতিযোগিতার মধ্যে মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স এর মধ্যে পার্থক্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স এর মধ্যে পার্থক্য জানতে সম্পূর্ণ নিবন্ধটি অবশ্যই পড়বেন। এই ধরনের আরও অজানা তথ্য পাওয়ার জন্যে আমাদের ওয়েবসাইটটি অবশ্যই ফলো করুন। চলুন তবে জেনে নেওয়া যাক মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স এর মধ্যে পার্থক্য গুলি।

বিষয়মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স এর মধ্যে পার্থক্য
মিস ওয়ার্ল্ডক্যারোলিনা বিলাওয়াস্কা
মিস ইউনিভার্সহারনাজ সান্ধু
পার্থক্য সংখ্যা৮টি

মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স এর মধ্যে পার্থক্য

বর্তমান মর্যাদাপূর্ণ মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতার মুকুট বিজয়িনী ক্যারোলিনা বিলাওয়াস্কা। তিনি একজন টিভি উপস্থাপক। পোল্যান্ডের বিজয়িনী ক্যারোলিনা ২০২২ সালে মিস ওয়ার্ল্ড খেতাব যেতেন। অন্যদিকে মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতার বর্তমান শিরোপা রয়েছে ভারতের হারনাজ সান্ধুর মাথায়।

মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স দুটি প্রতিযোগিতাই সারা বিশ্বের সন্দর্যের মূল্যায়ন করে। তবে মিস ওয়ার্ল্ড খেতাব কে সবথেকে সফল খেতাবের মর্যাদা দেওয়া হয়। যদিও সরকারি ভাবে মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স এর মধ্যে কোনটির মূল্য বেশি সে বিষয়ে কোনো সঠিক তথ্য নেই। মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স এর মধ্যে পার্থক্য গুলো বিচার করলে সহজেই বোঝা সম্ভব দুটির মধ্যে সফল খেতাব কোনটি। এখানে মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স এর মধ্যে পার্থক্য গুলো আলোচনা করা হল।

মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স এর মধ্যে পার্থক্য কি?

প্রথম পার্থক্য:

মিস ওয়ার্ল্ড –
মিস ওয়ার্ল্ড হল বিশ্বের প্রথম এবং প্রাচীনতম আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা শুরু হয় ১৯৫১ সালের জুলাই মাসে।

মিস ইউনিভার্স –
মিস ইউনিভার্স হল দ্বিতীয় প্রাচীনতম আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার সূচনা হয় ১৯৫২ সালে।

দ্বিতীয় পার্থক্য:

মিস ওয়ার্ল্ড –
মিস ওয়ার্ল্ড এর সদর দফতর মার্কিন যুক্তরাষ্ট্রের লন্ডনে

মিস ইউনিভার্স –
মিস ইউনিভার্স এর সদর দফতর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে

তৃতীয় পার্থক্য:

মিস ওয়ার্ল্ড –
মিস ওয়ার্ল্ড মানবিক বিষয়ের উপর আলোকপাত করে ‘বিউটি উইথ এ পারপাস’ এর মাধ্যমে

মিস ইউনিভার্স –
মিস ইউনিভার্স মানবিক কারণে পক্ষ নিয়ে কথা বলে এবং এমন এক কণ্ঠ হয়ে ওঠে যা সমগ্র বিশ্বে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে

চতুর্থ পার্থক্য:

মিস ওয়ার্ল্ড –
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার সভাপতি ছিলেন এরিক মর্লে, বর্তমান সভাপতি জুলিয়া মর্লে

মিস ইউনিভার্স –
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সভাপতি পলা শুগার্ট

পঞ্চম পার্থক্য:

মিস ওয়ার্ল্ড –
মিস ওয়ার্ল্ড পরিচলন সমিতির নাম মিস ওয়ার্ল্ড লিমিটেড

মিস ইউনিভার্স –
মিস ইউনিভার্স এর পরিচালন সমিতির নাম মিস ইউনিভার্স অর্গানাইজেশন

ষষ্ঠ পার্থক্য:

মিস ওয়ার্ল্ড –
১৯৫১ সালে অনুষ্ঠিত প্রথম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন সুইডেনের কিকি হ্যাকানসন

মিস ইউনিভার্স –
১৯৫২ সালে অনুষ্ঠিত প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন ফিনল্যান্ডের আরমি কুসেলা

সপ্তম পার্থক্য:

মিস ওয়ার্ল্ড –
ভারতীয় প্রথম মিস ওয়ার্ল্ড হয়েছিলেন রিতা ফারিয়া ১৯৬৬ সালে, তার পর ১৯৯৮ সালে ঐশ্বরিয়া রাই বচ্চন এই খেতাব জয় করেন, এর পর ১৯৯৭ সালে এই খেতাব যেতেন ভারতের ডায়ানা হেইডেন। ১৯৯৯ সালে যুক্তা মুখী, ২০০০ সালে প্রিয়াঙ্কা চোপড়া এবং ২০১৭ সালে মানসী চিল্লার এই খেতাব যেতেন।

মিস ইউনিভার্স –
ভারত থেকে প্রথম মিস ইউনিভার্স হয়েছিলেন সুস্মিতা সেন ১৯৯৪ সালে, এরপর ২০০০ সালে লারা দত্ত এবং ২০২১ সালে হারনাজ সান্ধু এই খেতাব জয়লাভ করেন

অষ্টম পার্থক্য:

মিস ওয়ার্ল্ড –
মিস ওয়ার্ল্ড শারীরিক চেহারার থেকে ব্যক্তিত্ব এবং বুদ্ধিমত্তার উপর বেশি প্রভাব বিস্তার করা হয় এবং ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তার বিচারেই বিজয়ী বেছে নেওয়া হয়

মিস ইউনিভার্স –
মিস ইউনিভার্স ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের উপরে কম এবং শারীরিক আকর্ষণের উপরে বেশি মনোযোগ দেয় এবং সেই বিচারেই বিজয়ী নির্বাচন করে

সৌন্দর্য প্রতিযোগিতার বিভাগসমূহ

সমগ্র বিশ্ব জুড়ে প্রতি বছর সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। তবে সমগ্র বিশ্বের আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতার মধ্যে ৪টি প্রতিযোগিতা অন্যতম। এই প্রতিযোগিতা বিশ্বব্যাপী বিভিন্ন দেশ থেকে বিশ্বের সেরা সুন্দরীদের বিবেচনা করে, যে কারণে এই প্রতিযোগিতা সবচেয়ে মর্যাদা পূর্ণ। এই চারটি প্রতিযোগিতা হল মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, মিস অর্থ, মিস ইন্টারন্যাশনাল।নিম্নে এই ৪টি সৌন্দর্য প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

১. মিস আর্থ

এটি একটি বার্ষিক আন্তর্জাতিক পরিবেশগত থিমযুক্ত সৌন্দর্য প্রতিযোগিতা যা প্রথম ২০০১ সালে অনুষ্ঠিত হয়েছিল। এটি ফিলিপিন ভিত্তিক ক্যারোজেল প্রোডাকশন দ্বারা আয়োজিত পরিবেশগত সচেতনতার প্রচার করে ফাউন্ডেশন এর মাধ্যমে। এই প্রতিযোগিতা ইউনাইটেড নেশনস, এনভায়রনমেন্ট প্রোগ্রাম, গ্রিনপিস ইত্যাদি প্রতিষ্ঠানের সাথে যুক্ত এবং প্রকল্পগুলিতে কাজ করে। প্রথম মিস আর্থ নির্বাচিত হয়েছিলেন ডেনমার্কের সেভেনসন, বর্তমান মিস আর্থ মিনা সু চৈ।

২. মিস ইন্টারন্যাশনাল

টোকিও ভিত্তিক আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা হল মিস ইন্টারন্যাশনাল। প্রথম এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল ১৯৬০ সালে যা একটি আন্তর্জাতিক সংস্কৃতিক সংস্থা দ্বারা সংঘটিত হয়। এই প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল বিউটি নামেও পরিচিত। কলম্বিয়ার স্টেলা প্রথম মিস ইন্টারন্যাশনাল এর বিজয়ী হয়েছিলেন বর্তমান মিস ইন্টারন্যাশনাল বিজয়ী জেসমিন সেলবার্গ।

৩. মিস ইউনিভার্স

এটি একটি বার্ষিক সৌন্দর্য প্রতিযোগিতা যা ক্যালিফোর্নিয়ার একটি পোশাক সংস্থা প্যাসিফিক দ্বারা ১৯৫২ সালে তৈরি হয়েছিল। এই প্রতিযোগিতা পরিচালিত হয় মিস ইউনিভার্স অর্গানাইজেশন দ্বারা যা বর্তমানে WME/IMG এর মালিকাধীন। প্রথম মিস ইউনিভার্স আরমি কুসেলা, বর্তমান মিস ইউনিভার্স ভারতের হারনাজ সান্ধু।

৪. মিস ওয়ার্ল্ড

পৃথিবীর সবথেকে প্রাচীনতম আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা হলো মিস ওয়ার্ল্ড। এটি ১৯৫১ সালে এরিক মর্লে দ্বারা প্রথম চালু করা হয়েছিল, ২০০০ সালে এরিক মর্লের মৃত্যুর পর তার স্ত্রী জুলিয়া মর্লে এই প্রতিযোগিতার বর্তমান সভাপতি হন। মিস ওয়ার্ল্ডের প্রথম বিজয়ী হয়েছিলেন সুইডেনের কিকি হ্যাকানসন। বর্তমান মিস ওয়ার্ল্ড এর খেতাব রয়েছে ক্যারোলিনা বিলাওয়াস্কা এর মাথায়। আগামী মিস ওয়ার্ল্ড এর ৭১ তম সংস্করণ অনুষ্ঠিত হবে ২০২৩ সালের মে মাসে।

FAQ: মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স এর মধ্যে পার্থক্য

মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স এর মধ্যে কোনটি শ্রেষ্ট?

দুটি প্রতিযোগিতা সমান গুরুত্বপূর্ণ। মিস ইউনিভার্স লাতিন আমেরিকা, ইউনাইটেড স্টেট, কানাডা, ফিলিপিনসে বিশেষ পরিচিত। অন্যদিকে মিস ওয়ার্ল্ড, ইউরোপ, এশিয়া, আফ্রিকা মহাদেশ গুলিতে সব থেকে বেশি জনপ্রিয়

মিস ওয়ার্ল্ড মিস ইউনিভার্স এর থেকে শ্রেষ্ঠ কেন?

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ব্যক্তিত্ব বুদ্ধিমত্তাকে প্রাধান্য দেয়া হয়, অন্যদিকে মিস ইউনিভার্স শারীরিক গঠনকে প্রাধান্য দেয়

মিস ওয়ার্ল্ড ও মিস ইউনিভার্স এর মধ্যে প্রথম কোনটি শুরু হয়?

মিস ওয়ার্ল্ড প্রথম শুরু হয় ১৯৫১ সালে অন্যদিকে মিস ইউনিভার্স প্রথম শুরু হয় ১৯৫২ সালে

কোনটি বেশি কঠিন মিস ইউনিভার্স নাকি মিস ওয়ার্ল্ড?

যদিও মিস ইউনিভার্স এবং মিস ওয়ার্ল্ড দুটি প্রতিযোগিতায় সমান কঠিন এবং গুরুত্বপূর্ণ তবুও মিস ইউনিভার্স টাইটেল জয় করা মিস ওয়ার্ল্ড এর তুলনায় সহজ

মিস ওয়ার্ল্ড বিজেতা কি মিস ইউনিভার্স এ অংশগ্রহণ করতে পারে?

না! এটি কখনোই সম্ভব না। পৃথিবীর সব থেকে বড় ৪টি সৌন্দর্য প্রতিযোগিতার মধ্যে কোন একটিতে জয়লাভ করার পরে অন্য কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সম্ভব নয়

Previous articleমিস ওয়ার্ল্ড ২০২৩ বিজেতা, তারিখ, সময়, ভেন্যু
Next article২০২৩ ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply