মৌলিক সংখ্যা কাকে বলে – ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা PDF

মৌলিক সংখ্যা কাকে বলে – ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা

মৌলিক সংখ্যা কাকে বলে, moulik sankha kake bole, ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা: আজকের এই নিবন্ধটিতে আমরা মৌলিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা কোনগুলিকে বলা হয়, মৌলিক সংখ্যাকে কিভাবে আমরা বের করতে পারবো এ ছাড়া ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে যেগুলি এবং সেগুলি বার করার পদ্ধতি আমরা শিখব।

মৌলিক সংখ্যা কাকে বলে | moulik sankha kake bole

সহজ ভাষায় বলতে গেলে যে সংখ্যাকে ১ ও ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে।

যেমন- নিচের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ৫ একটি মৌলিক সংখ্যা। ৫ কে ১ এবং ৫ দিয়ে ভাগ করতে পারবেন, কিন্তু অন্য সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ বৈশিষ্ট্য থাকবে।

মৌলিক সংখ্যা কাকে বলে, moulik sankha kake bole, ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা

একটু অন্যভাবে যদি আমরা শেখার চেষ্টা করি তবে আমাদের স্বাভাবিক সংখ্যা শিখতে হবে।

স্বাভাবিক সংখ্যা কাকে বলে?

ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলে থাকি।
যেমন- ১,২, ৩, ৪, ৫ ইত্যাদি।

অর্থাৎ যে স্বাভাবিক সংখ্যার শুধুমাত্র ১ এবং সেই সংখ্যাটি প্রধান উৎপাদক তাকে মৌলিক সংখ্যা বলে।

যেমন- ৩ একটি স্বাভাবিক সংখ্যা। ৩×১=৩ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ৩ কে শুধুমাত্র ১ এবং ৩ দ্বারা গুণ করলেই পাওয়া যায় সেই কারণে ৩ একটি মৌলিক সংখ্যা।

এছাড়া যে সংখ্যাকে অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ অবশিষ্ট থাকে তাকে মৌলিক সংখ্যা বলে।

যেমন- নিচের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ৭ একটি মৌলিক সংখ্যা। ৭ কে ৫ দ্বারা ভাগ করলে ২ ভাগশেষ থাকছে এবং ২ কে আপনি ৫ দ্বারা ভাগ করতে পারবেন না।

মৌলিক সংখ্যা কাকে বলে, moulik sankha kake bole, ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা
মৌলিক সংখ্যা কাকে বলে? সংজ্ঞা গুলি কি আমরা এই ভাবে বলতে পারি,

যে সংখ্যা ১ ও ওই সংখ্যা দিয়ে বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলে।

১ এবং ওই সংখ্যা ছাড়া যে সংখ্যাকে অন্য সংখ্যার গুণফল রূপে পাওয়া যায় না তাকে মৌলিক সংখ্যা বলে।
যেমন- ১৩×১=১৩ এটি একটি মৌলিক সংখ্যা কারণ ১৩ অন্য কোন সংখ্যার গুণফল রূপে পাওয়া যায় না।

আরো পড়ুন- ১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা|1 to 100 spelling in Bengali

আরো পড়ুন- বাংলা বর্ণমালা। স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কয়টি

১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা

১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা বাছাই করলে আপনি মোট ২৫টি মৌলিক সংখ্যা পাবেন যেগুলি আপনি নিজের দেওয়া তালিকায় দেখতে পাবেন।

সংখ্যামৌলিক সংখ্যামোট
১ থেকে ১০২, ৩, ৫, ৭
১১ থেকে ২০১১, ১৩, ১৭, ১৯
২১ থেকে ৩০২৩, ২৯
৩১ থেকে ৪০৩১, ৩৭
৪১ থেকে ৫০৪১, ৪৩, ৪৭
৫১ থেকে ৬০৫৩, ৫৯
৬১ থেকে ৭০৬১, ৬৭
৭১ থেকে ৮০৭১, ৭৩, ৭৯
৮১ থেকে ৯০৮৩, ৮৯
৯১ থেকে ১০০৯৭

১০১ থেকে ২০০ পর্যন্ত মোট ২১ টি মৌলিক সংখ্যা রয়েছে যেগুলি আপনারা নিচের তালিকা দেখতে পাবেন।

সংখ্যামৌলিক সংখ্যামোট
১০১ থেকে ১১০১০১,১০৩,১০৭,১০৯
১১১ থেকে ১২০১১৩
১২১ থেকে ১৩০১২৭
১৩১ থেকে ১৪০১৩১,১৩৭,১৩৯
১৪১ থেকে ১৫০১৪৯
১৫১ থেকে ১৬০১৫১,১৫৭
১৬১ থেকে ১৭০১৬৩,১৬৭
১৭১ থেকে ১৮০১৭৩,১৭৯
১৮১ থেকে ১৯০১৮১
১৯১ থেকে ২০০১৯১,১৯৩,১৯৭,১৯৯

মৌলিক সংখ্যা কাকে বলে – ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা PDF >> CLICK HERE

Previous articleshort stories in Bengali for kids – Bangla Golpo
Next articleফ্রী ফায়ার রিডিম কোড আজকে 2023 – free fire redeem code today in bengali
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

4 COMMENTS

Leave a Reply