মৌলিক সংখ্যা কাকে বলে, moulik sankha kake bole, ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা: আজকের এই নিবন্ধটিতে আমরা মৌলিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা কোনগুলিকে বলা হয়, মৌলিক সংখ্যাকে কিভাবে আমরা বের করতে পারবো এ ছাড়া ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে যেগুলি এবং সেগুলি বার করার পদ্ধতি আমরা শিখব।
মৌলিক সংখ্যা কাকে বলে, Moulik Sankha Kake Bole
সহজ ভাষায় বলতে গেলে যে সংখ্যাকে ১ ও ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে।
যেমন- নিচের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ৫ একটি মৌলিক সংখ্যা। ৫ কে ১ এবং ৫ দিয়ে ভাগ করতে পারবেন, কিন্তু অন্য সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ বৈশিষ্ট্য থাকবে।

একটু অন্যভাবে যদি আমরা শেখার চেষ্টা করি তবে আমাদের স্বাভাবিক সংখ্যা শিখতে হবে।
স্বাভাবিক সংখ্যা কাকে বলে?
ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলে থাকি।
যেমন- ১,২, ৩, ৪, ৫ ইত্যাদি।
অর্থাৎ যে স্বাভাবিক সংখ্যার শুধুমাত্র ১ এবং সেই সংখ্যাটি প্রধান উৎপাদক তাকে মৌলিক সংখ্যা বলে।
যেমন- ৩ একটি স্বাভাবিক সংখ্যা। ৩×১=৩ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ৩ কে শুধুমাত্র ১ এবং ৩ দ্বারা গুণ করলেই পাওয়া যায় সেই কারণে ৩ একটি মৌলিক সংখ্যা।
এছাড়া যে সংখ্যাকে অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ অবশিষ্ট থাকে তাকে মৌলিক সংখ্যা বলে।
যেমন- নিচের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ৭ একটি মৌলিক সংখ্যা। ৭ কে ৫ দ্বারা ভাগ করলে ২ ভাগশেষ থাকছে এবং ২ কে আপনি ৫ দ্বারা ভাগ করতে পারবেন না।

মৌলিক সংখ্যা কাকে বলে? সংজ্ঞা গুলি কি আমরা এই ভাবে বলতে পারি,
যে সংখ্যা ১ ও ওই সংখ্যা দিয়ে বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলে।
১ এবং ওই সংখ্যা ছাড়া যে সংখ্যাকে অন্য সংখ্যার গুণফল রূপে পাওয়া যায় না তাকে মৌলিক সংখ্যা বলে।
যেমন- ১৩×১=১৩ এটি একটি মৌলিক সংখ্যা কারণ ১৩ অন্য কোন সংখ্যার গুণফল রূপে পাওয়া যায় না।
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা বাছাই করলে আপনি মোট ২৫টি মৌলিক সংখ্যা পাবেন যেগুলি আপনি নিজের দেওয়া তালিকায় দেখতে পাবেন।
সংখ্যা | মৌলিক সংখ্যা | মোট |
---|---|---|
১ থেকে ১০ | ২, ৩, ৫, ৭ | ৪ |
১১ থেকে ২০ | ১১, ১৩, ১৭, ১৯ | ৪ |
২১ থেকে ৩০ | ২৩, ২৯ | ২ |
৩১ থেকে ৪০ | ৩১, ৩৭ | ২ |
৪১ থেকে ৫০ | ৪১, ৪৩, ৪৭ | ৩ |
৫১ থেকে ৬০ | ৫৩, ৫৯ | ২ |
৬১ থেকে ৭০ | ৬১, ৬৭ | ২ |
৭১ থেকে ৮০ | ৭১, ৭৩, ৭৯ | ৩ |
৮১ থেকে ৯০ | ৮৩, ৮৯ | ২ |
৯১ থেকে ১০০ | ৯৭ | ১ |
১০১ থেকে ২০০ পর্যন্ত মোট ২১ টি মৌলিক সংখ্যা রয়েছে যেগুলি আপনারা নিচের তালিকা দেখতে পাবেন।
সংখ্যা | মৌলিক সংখ্যা | মোট |
---|---|---|
১০১ থেকে ১১০ | ১০১,১০৩,১০৭,১০৯ | ৪ |
১১১ থেকে ১২০ | ১১৩ | ১ |
১২১ থেকে ১৩০ | ১২৭ | ১ |
১৩১ থেকে ১৪০ | ১৩১,১৩৭,১৩৯ | ৩ |
১৪১ থেকে ১৫০ | ১৪৯ | ১ |
১৫১ থেকে ১৬০ | ১৫১,১৫৭ | ২ |
১৬১ থেকে ১৭০ | ১৬৩,১৬৭ | ২ |
১৭১ থেকে ১৮০ | ১৭৩,১৭৯ | ২ |
১৮১ থেকে ১৯০ | ১৮১ | ১ |
১৯১ থেকে ২০০ | ১৯১,১৯৩,১৯৭,১৯৯ | ৪ |
মৌলিক সংখ্যা কাকে বলে – ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা PDF >> CLICK HERE
[…] আরো পড়ুন- মৌলিক সংখ্যা কাকে বলে – ১ থ… […]
[…] আরো পড়ুন- মৌলিক সংখ্যা কাকে বলে – ১ থ… […]
[…] […]
[…] […]
Very good