এশিয়া ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদে নিযুক্ত হলেন মি: জয় শাহ

এশিয়া ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদে নিযুক্ত হলেন মি: জয় শাহ

গত ৩০শে জানুয়ারি শনিবার বিসিসিআই ঘোষনা করে যে ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের'(ACC) সভাপতি পদে নিযুক্ত হয়েছেন বর্তমান বিসিসিআইয়ের সম্মানীয় সচিব জয় শাহ। বিসিসিআই তাদের ওয়েবসাইটে সংবাদমাধ্যমে বিবৃতি জারি করে খবরটি প্রকাশ করে।

জয় শাহ নিযুক্ত হওয়ার পূর্বে ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের’ সভাপতি ছিলেন বাংলাদেশের ‘নাজমুল হাসান পাপন’। বর্তমানে করোনা অতিমারির কারণে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা সংঘটিত হয় ভার্চুয়াল অনলাইনে। এই সভাতে জয় শাহ কে বিসিসিআইয়ের তরফ থেকে মনোনীত করা হয়।

আরো পড়ুন- চেন্নাই টেস্টে শতরান জো-রুটের। শততম টেস্টে শতরানের নজির গড়লেন তিনি

বর্তমানে জয় শাহার বয়স ৩২ বছর, তিনি এখনো পর্যন্ত সবচেয়ে তরুণ সভাপতি হলেন ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের’।

বিসিসিআই কে ধন্যবাদ জানিয়ে মাননীয় জয় শাহ বলেছেন যে “আমি এই সম্মান গ্রহণ করি এবং আমাকে মনোনীত করার জন্য এবং আমাকে এই সম্মানজনক পদে যোগ্য বলে বিবেচনা করার জন্য বিসিসিআইতে আমার সম্মানিত সহকর্মীদের ধন্যবাদ জানাই”। “এই অঞ্চলে খেলাধুলার আয়োজন বিকাশ ও প্রসারের লক্ষ্যে গঠিত ACC ক্রমাগত ভাবে প্রসারিত হচ্ছে”। “আমাদের অবশ্যই এই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে এবং এই অঞ্চলে একটি চূড়ান্ত উন্নয়নের লক্ষ্য নিশ্চিত করতে হবে”।

Previous articleচেন্নাই টেস্টে শতরান জো-রুটের। শততম টেস্টে শতরানের নজির গড়লেন তিনি
Next articleIPL14 নিলামে অর্জুন টেন্ডুলকার। কোন দেশের কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছে
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply