আইপিএল জয়লাভের পর এবার হাসপাতালে ভর্তি হবে MS ধোনি

আইপিএল ২০২৩, MS ধোনি: ২৯ মে সোমবার গুজরাট টাইটেলস ও চেন্নাই সুপার কিংস এর মধ্যে সংঘটিত হওয়া ফাইনাল ম্যাচে চেন্নাই সুপার কিংস ৫ উইকেটে আইপিএল ২০২৩ জয় লাভ করেছে। ২৮ মে রবিবার ফাইনাল আয়োজিত হল বৃষ্টির জন্য ওই দিনের ম্যাচ ভেস্তে যায় এবং পরবর্তী সংরক্ষিত দিনে আইপিএল ফাইনাল সম্পন্ন হয়। কিন্তু ঐদিনও বৃষ্টি বিঘ্নিত হয় গুজরাট চেন্নাই ম্যাচ, টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় চেন্নাই। ব্যাটে নেমে গুজরাট টাইটানস ২০ ওভারে ২১৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে বৃষ্টির জন্য ১৫ ওভারে চেন্নাই সুপার কিংস এর টার্গেট দাঁড়ায় ১৭১। শেষ পর্যন্ত ম্যাচের শেষ বলে চার মেরে রবীন্দ্র জাদেজা চেন্নাই কে পঞ্চম টাইটেল পেতে সাহায্য করে। এরপরই মহেন্দ্র সিং ধোনি কেনে সংবাদ মাধ্যমে আসলো খারাপ খবর।

চেন্নাই সুপার কিংস অধিনায়ক MS ধোনি কে হাসপাতালে ভর্তি করা হতে পারে এমনটাই খবর পাওয়া যাচ্ছে সংবাদ মাধ্যমের। এমনকি চেন্নাই এর প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং এই ব্যাপারে পূর্বে সংশয় প্রকাশ করেছিলেন। MS ধোনির হাঁটুতে ইনজুরি রয়েছে, কলকাতা বনাম চেন্নাই ম্যাচে হাঁটুতে চট পান MS ধোনি। এরপর এই চোট নিয়ে আইপিএল কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ খেলেন চেন্নাই অধিনায়ক।

চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং বলেছিলেন, “তিনি হাঁটুর ইনজুরিতে ভুগছেন, যা আপনি তার নড়াচড়ায় দেখতে পাচ্ছেন, যা তাকে কিছুটা বাধা দিচ্ছে।” খবর অনুযায়ী মহেন্দ্র সিং ধোনির বিভিন্ন টেস্ট পরীক্ষা নিরীক্ষা করা হবে এর জন্য হয়তো তাকে হাসপাতালে ভর্তি থাকতে হতে পারে। তবে অবশ্যই তার সমর্থকরা আশা করছেন খুব তাড়াতাড়ি তাকে আবার সম্মোহিমায় দেখতে পাবে।

আরো পড়ুন, ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে

২০২৪ আইপিএলে কি খেলবেন MS ধোনি ?

২০২৩ আইপিএল ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এম এস ধোনি কে যখন এই ব্যাপারে প্রশ্ন করা হয় তিনি তখন বলেন যে, “পরিস্থিতিগতভাবে আপনি যদি দেখেন, আমার অবসর ঘোষণা করার এটাই সেরা সময়। তবে আমি এই বছর যেখানেই ছিলাম সেখানে যে পরিমাণ ভালবাসা এবং স্নেহ দেখানো হয়েছে, আমার পক্ষে “আপনাদের অনেক ধন্যবাদ”(দর্শকদের উদ্দেশ্যে বললেন) বলা সহজ হবে, তবে আমার পক্ষে আরও ৯ মাস কঠোর পরিশ্রম করা এবং ফিরে আসা কঠিন হবে। অনেক কিছু শরীরের উপর নির্ভর করে, আমার সিদ্ধান্ত নিতে এখনো ৬-৭ মাস সময় আছে।”

অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি এটাই বলতে চাইলেন যে অবসর ঘোষণা করাটা বলা অনেক সহজ হবে এই সময়। কিন্তু আমার পক্ষে সবচেয়ে পরিশ্রমের হবে যদি আমাকে আরো ৯ মাস কঠোর পরিশ্রম করে আবারো মাঠে নামতে হয়। যদিও তিনি উল্লেখ করেছেন তার কাছে এখনো ৬ থেকে ৭ মাস সময় আছে সিদ্ধান্ত নেয়ার জন্য। এবারের আইপিএল জেতার পর অবশ্যই ধোনি ভক্তরা চাইবেন যাতে আরো একবার তিনি মাঠে নামেন।

মন্তব্য করুন