নাসা: প্রথমবার চাঁদে পাড়ি দিতে চলেছেন একজন অশ্বেতাঙ্গ মানুষ

পাড়ি দিতে চলেছেন একজন অশ্বেতাঙ্গ মানুষ

সম্প্রতি নাসা-এর তরফ থেকে জানানো হয়েছে প্রথমবার তারা একজন অশ্বেতাঙ্গ মানুষকে চাঁদের মাটি স্পর্শ করার সুযোগ করে দিতে চলেছে। এর পূর্বে যত নভোচারীরা চাঁদের মাটি স্পর্শ করেছেন তাদের কেউই কৃষ্ণাঙ্গ ছিলেন না। নাসা আরো জানিয়েছে, প্রথম কৃষ্ণাঙ্গ মানুষের সাথে একজন মহিলাকেও পাঠানোর পরিকল্পনা করেছেন তারা। সবকিছু পরিকল্পনা মাফিক ঠিকঠাক থাকলে আগামী ২০২৪ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে পদার্পণ করতে চলেছে এই দুইজন মহাকাশচারী।

নাসার এই সিদ্ধান্তের কথা জানা গিয়েছে নাসার অ্যাক্টিং অ্যাডমিনিস্ট্রেটর Steve Jurczyk-এর কাছ থেকে। আমেরিকা যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এর সাথে হওয়া মহাকাশে বিভিন্ন অভিযানের খরচ, মঙ্গল গ্রহের নমুনা সংগ্রহ ও অন্যান্য বিষয়ের ক্ষেত্রে খরচের আলোচনা চলাকালীন নাসা সূত্রে জানা গিয়েছে তাদের আগামী আর্টেমিস প্রোগ্রামের আওতায় তারা চাঁদে নিয়ে যেতে চলেছেন একজন কৃষ্ণাঙ্গ মানুষকে, যিনি হবেন চাঁদে পদার্পণ কারী প্রথম কৃষ্ণাঙ্গ এবং একজন মহিলাও থাকছেন এই মিশনটিতে।

আরো পড়ুন – সম্পূর্ণ এলাকা নীল হলুদ রঙের, মঙ্গল গ্রহের বিস্ময়কর ছবি প্রকাশ করল নাসা

নাসার এই প্রোগ্রাম আর্টেমিস বিষয়টিকে কিছুটা এই ভাবে ব্যাখ্যা করেছে – ‘next man and the first woman on the moon’

এরপূর্বে চাঁদের উদ্দেশ্যে রওনা দেওয়া নাসার মিশনটি হয়েছিল ১৯৭২ সালে, যে মিশনটি অ্যাপোলো-১৭ নামে পরিচিত। এই অ্যাপোলো-১৭ তে চেপেই চাঁদের মাটি স্পর্শ করেছিলেন মহাকাশচারী ইউজিন কারনান। মিশনটি হয়েছিল আজ থেকে প্রায় ৫০ বছর আগে। এতগুলো বছর পর আবার চাঁদের মাটি স্পর্শ করতে চলেছে চারজন মহাকাশচারী। যাদের মধ্যে একজন মহিলা এবং অপরজন কৃষ্ণাঙ্গ। নাসার এই সিদ্ধান্তে খুশি সকলেই।

Previous article‘শুভ বৈশাখী সকলকে’- হরভজন সিং। বিভিন্ন টি-শার্টে দুর্দান্ত নাচ ভাজ্জির দেখুন ভিডিও
Next articleআইপিএল 2021 থেকে ছিটকে গেল রাজস্থানের এই খেলোয়াড়
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply