মহাকাশ থেকে ইস্তাম্বুলের মনমুগ্ধকর ছবি তুলেছে নাসা, দেখুন সেই ছবি

মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা মাঝেমধ্যেই মহাকাশ এবং মহাকাশ থেকে পৃথিবীর এমন কিছু ছবি পৃথিবীবাসীদের সামনে তুলে ধরে যা হতবাক করে তোলে সকলকে। ঠিক তেমনই একটি ছবি সম্প্রতি প্রকাশ করেছে নাসা। তাদের সোশ্যাল মিডিয়ায় তুরস্কের প্রাণবন্ত শহর ইস্তাম্বুলের রাতের অন্ধকারে আলোকোজ্জ্বল একটি ছবি প্রকাশ পেয়েছে।

আরো পড়ুন-মঙ্গল গ্রহে INGENUITY-এর ষষ্ঠ উড়ান কতটা সফলতা পেয়েছে? জানালো নাসা

নাসা ইস্তাম্বুলের ছবি প্রকাশ করে ২৭ মে। যে ছবিতে রাতের অন্ধকারে আলোকোজ্জ্বল ইস্তাম্বুল কে একেবারে অনন্য দেখাচ্ছে। ছবিটি প্রকাশের সাথে নাসা বলেছে – “Hey, Istanbul. You’re glowing!”। দেখুন সেই ছবি।

ইস্তাম্বুলের এই আশ্চর্য ছবিটি তোলা হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (ISS) থেেকে। গত ১০ মে নাসার আন্তর্জাতিক স্পেস স্টেশন যখন ব্ল্যাক সি এর ২৬৩ মাইল উপর দিয়ে যাচ্ছিল তখন এই ছবিটি তোলা হয়। নাসা জানায়, ছবিটি শুধু নান্দনিক কারণেই তোলা হয়নি; ছবির মাধ্যমে পৃথিবীর সময়ের সাথে সাথে পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ এবং মানচিত্রে যে বদল সেটিও দেখিয়েছে নাসা।

“মহাকাশ থেকে ইস্তাম্বুলের মনমুগ্ধকর ছবি তুলেছে নাসা, দেখুন সেই ছবি”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন