NASA News: ৩৮ বছরের পুরনো নাসা স্যাটেলাইট আছড়ে পড়বে পৃথিবীতে, জানালো নাসা

Nasa Satellite: মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল অ্যারোনটিক্স এন্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এর তরফ থেকে জানানো হয়েছে একটি ৩৮ বছরের পুরনো স্যাটেলাইট এর ধ্বংসাবশেষ আছড়ে পড়বে পৃথিবীতে। তবে স্যাটেলাইটের বেশিরভাগ অংশই পুড়ে ছাই হয়ে যাবে আকাশেই।

মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা এর অবসরপ্রাপ্ত একটি স্যাটেলাইট পৃথিবীতে আছড়ে পড়তে চলেছে গত শুক্রবার। নাসার তরফ থেকে জানানো হয় এই ধ্বংসাবশেষ পৃথিবীতে আছড়ে পড়ার আগেই হয়তো পুড়ে ছাই হয়ে যাবে। পৃথিবীর পৃষ্ঠদেশে এটি এসে পৌঁছানোর সম্ভাবনা খুবই কম। পুরনো এই স্যাটেলাইটের ওজন ৫,৪০০ পাউন্ড অর্থাৎ ২,৪৫০ কিলোগ্রাম। পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশের সময় অতিরিক্ত ঘর্ষণের কারণে এর ধ্বংসাবশেষ পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত এসে পৌঁছাতে পারবে না বলেই মনে করছেন তারা।

একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নাসার তরফ থেকে জানানো হয়েছে পৃথিবীতে এই স্যাটেলাইটের আছড়ে পড়তে সময় লাগবে ১৭ ঘণ্টার কাছাকাছি। অন্যদিকে ক্যালিফোর্নিয়ার এয়ারোস্পেস স্কর্পের তরফ থেকে জানানো হয়েছে পৃথিবীর বায়ুমন্ডলের প্রবেশ করতে এর আরো কিছুটা সময় লাগতে পারে এবং তারা আশঙ্কা করছেন এটি সম্ভবত মিডল ইস্ট, আফ্রিকা অথবা উত্তর বা দক্ষিণ আমেরিকার উপর দিয়ে যাবে।

আরো পড়ুন -NASA jobs : কাজ বলতে বিছানায় শুয়ে টিভি দেখা, মাইনে পাবেন ১৫ লাখ, চাকরি দিচ্ছে নাসা

নাসার ৩৮ বছরের পুরনো এই স্যাটেলাইট ১৯৮৪ সালে আব্রড স্পেস স্যাটেল চ্যালেঞ্জারে লঞ্চ করা হয়েছিল। আর নাম দেওয়া হয়েছিল আর্থ রেডিয়েশন বাজেট স্যাটেলাইট (ERBS)। স্যাটেলাইটটি যখন লঞ্চ করা হয় তখন নাসার বিজ্ঞানীরা ভেবেছিলেন এই স্যাটেলাইটটি হয়তো দুই বছরের বেশি কাজ করবে না তবে তারপরে কেটে গেছে অনেকগুলি বছর। ২০০৫ সালে স্যাটেলাইটের অবসরে নেওয়ার আগে পর্যন্ত এটি বায়ুমন্ডলের পরিমাপ এবং তার অন্যান্য কাজগুলি যথেষ্ট নিপুণভাবে সম্পন্ন করেছে। স্যাটেলাইটের প্রধান উদ্দেশ্য ছিল পৃথিবী কিভাবে সূর্য থেকে রেডিয়েটেড এনার্জি শোষণ করছে তার উপরে নিরীক্ষণ করা। অভিযান শুরুর সময় এই স্যাটেলাইট কে তার অরবিটে পাঠিয়েছিলেন প্রথম মার্কিন মহিলা মহাকাশচারী স্যালি রাইড এবং এটি ছিল প্রথম কোন মহিলা মহাকাশ যাত্রীর স্পেস ওয়ার্ক।

“NASA News: ৩৮ বছরের পুরনো নাসা স্যাটেলাইট আছড়ে পড়বে পৃথিবীতে, জানালো নাসা”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন