NCL নিয়োগ অ্যাপ্রেন্টিস ২০২৩: বয়স, বেতন, আবেদন প্রক্রিয়া দেখুন বিশদে

NCL নিয়োগ অ্যাপ্রেন্টিস ২০২৩: নর্থান কোলফিল্ডস লিমিটেড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে ৭০০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। যারা গ্রাজুয়েশন, ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করেছেন তারা এই পোস্টে আবেদন করতে পারবেন। এই নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন ও আবেদন করার পদ্ধতি আপনি নিচে পেয়ে যাবেন। এছাড়া এই নিয়োগের বয়স, বেতন, নির্বাচন প্রক্রিয়া, শেষ তারিখ, কিভাবে আবেদন করতে হবে ও শিক্ষাগত যোগ্যতা এ পোষ্টের মধ্যে পেয়ে যাবেন। ৩ আগস্টের মধ্যে আবেদন করতে হবে অনলাইনে, এই ধরনের সরকারি চাকরির বিভিন্ন খবর পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটকে ফলো করুন।

নিয়োগNCL
বিভাগকেন্দ্র সরকার
পোস্টঅ্যাপ্রেন্টিস
শূন্যপদ৭০০
আবেদন পদ্ধতিঅনলাইন
স্থানসারা ভারত
শেষ তারিখ৩ আগস্ট ২০২৩
ওয়েবসাইটmhrdnats.gov.in

NCL নিয়োগ অ্যাপ্রেন্টিস: তারিখ

আবেদন শুরু20/07/2023
আবেদন শেষ03/08/2023

NCL নিয়োগ অ্যাপ্রেন্টিস: শূন্যপদের বিবরণ

পদশূন্য পদ
ডিপ্লোমা মাইনিং ইঞ্জিনিয়ারিং১১৪
ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং১০৩
ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং৯০
ডিপ্লোমা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন১৩
ব্যাচেলর কম্পিউটার সাইন্স
ব্যাচেলর মাইনিং ইঞ্জিনিয়ারিং৮৩
ব্যাচেলর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং৯১
ব্যাচেলর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং৭২
ব্যাচেলর সাইন্স৪৪
ব্যাচেলর কমার্স৩০
ব্যাচেলর ফার্মাসিস্ট২০
ব্যাচেলর ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন১৩
ব্যাচেলর কম্পিউটার অ্যাপ্লিকেশন২৫
মোট৭০০

NCL নিয়োগ অ্যাপ্রেন্টিস: শিক্ষাগত যোগ্যতা

এই নিয়োগে বিভিন্ন পদ রয়েছে, আবেদনের জন্য প্রার্থীকে গ্রাজুয়েশন, ডিপ্লোমা, বিটেক সম্পূর্ণ করে থাকতে হবে। প্রত্যেকটি শিক্ষাগত যোগ্যতার জন্য ভিন্ন পথ রয়েছে যেগুলি আপনারা উপরের তালিকায় দেখতে পাচ্ছেন।

NCL নিয়োগ অ্যাপ্রেন্টিস: বয়স

আবেদনকারীর বয়স ১৮ বছর বা এর বেশি হতে হবে।

NCL নিয়োগ অ্যাপ্রেন্টিস: বেতন

পদবেতন
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস৯০০০
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস৮০০০

NCL নিয়োগ অ্যাপ্রেন্টিস: নিয়োগ প্রক্রিয়া

  • কোন লিখিত পরীক্ষা হবে না।
  • আবেদন করা প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে মেরিট লিস্ট তৈরি করা হবে।
  • এই মেরিট লিস্ট থেকে পরবর্তী সময়ে ইন্টারভিউ ও নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে।

NCL নিয়োগ অ্যাপ্রেন্টিস: আবেদন মূল্য

এই পোস্টে আবেদনের জন্য কোনরকম আবেদন মূল্য দিতে হবে না।

কিভাবে আবেদন করতে হবে ?

  • অনলাইনে আবেদন করতে হবে এর জন্য আপনাকে www.mhrdnats.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • এই ওয়েবসাইটে যাওয়ার পর Establishment অপশনের মধ্যে নর্থান কোলফিল্ডস লিমিটেড এর বিজ্ঞপ্তি বেছে নেবেন।
  • এরপর ফর্মটি সঠিক তথ্য দ্বারা ভর্তি করবেন।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে যেমন মার্কশিট, সার্টিফিকেট ইত্যাদি।
  • এরপর নিজের ছবি ও সিগনেচার আপলোড করবেন।
  • সব হয়ে গেলে ফর্ম টি একবার সম্পূর্ণ যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন।
  • ফাইনাল সাবমিট হয়ে গেলে ফর্মের একটি প্রিন্ট কপি নিজের কাছে রেখে দেবেন যেটি পরবর্তী সময়ে কাজে লাগবে।

অনলাইন আবেদনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE
নোটিফিকেশনCLICK HERE

মন্তব্য করুন