NGO Full Form In Bengali

NGO Full Form In Bengali: সমাজ কল্যাণে যে কোনো দেশের সরকার সবসময় দেশের নাগরিকদের উন্নতির কথা ভাবে। সরকারের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় মানুষদের উন্নতির স্বার্থে বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। এর পরেও অনেক সময় দেশের দরিদ্র এবং যাদের সাহায্যের প্রয়োজন সেই ধরনের মানুষেরা সরকারের নজর এগিয়ে যায়। এই দরিদ্র মানুষদের বা যাদের সাহায্যের প্রয়োজন তাদের সাহায্যের জন্য বিভিন্ন বেসরকারি সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই ধরনের বেসরকারি সংস্থা গুলোর মূল উদ্দেশ্য দুখি গরিব মানুষদের বিনা স্বার্থে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।

আজকের এই নিবন্ধে আমরা জানবো এই বেসরকারি সংস্থা গুলিকে কি বলা হয়, তাদের কাজ কি এবং এই ধরনের বেসরকারি সংস্থা কিভাবে গঠিত হয়। সাথেই আমরা জানবো NGO কাকে বলে, বাংলায় NGO এর পুরো নাম কি বা NGO Full Form In Bengali ইত্যাদি। বাংলায় পড়াশোনার ক্ষেত্রে NGO Full Form জানা অবশই প্রয়োজন। আমাদের ওয়েবসাইট থেকে আপনার এই ধরনের বিভিন্ন শিক্ষামূলক তথ্য জানতে পেরবেন।

NGO Full Form In Bengali: এনজিও ফুল ফর্ম কি

NGO এর ফুল ফর্ম ‘NON GOVERNMENTAL ORGANISATION’। এনজিও কে বাংলায় বলা হয় ‘বেসরকারি প্রতিষ্ঠান’

NGO কাকে বলে?

দেশের দুঃখী দরিদ্র মানুষদের সাহায্য করার জন্য সরকার ব্যতীত যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলি বিনা স্বার্থে সাহায্যে হাত বাড়িয়ে দেয় তাদেরকে বলা হয় NGO।

NGO এর কাজ কি?

এনজিও বা বেসরকারি প্রতিষ্ঠান অসহায় মানুষদেরকে বিভিন্নভাবে সাহায্য করে থাকে। এই বেসরকারি সংস্থাগুলির প্রধান লক্ষ্য সমাজের কল্যাণ করা। যেকোনো ব্যক্তি একটি বেসরকারি প্রতিষ্ঠান তৈরি করে অসহায় মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। এনজিও সমাজ কল্যানের স্বার্থে যে সমস্ত সাহায্য গুলি করে থাকে, তার একটি তালিকা নিচে দেওয়া হল। এই তালিকা থেকে আপনারা জানতে পারবেন একটি এনজিও থেকে সাধারণ মানুষ কি কি সাহায্য পেতে পারে।

এনজিও সমাজ কল্যাণের উদ্দেশ্যে যে সমস্ত কাজগুলি করে থাকে সেগুলি হল

দুখী দরিদ্র মানুষদের সার্বিকভাবে সাহায্য প্রদান।

  • শারীরিকভাবে অক্ষম অসহায় মানুষদের দেখাশোনা করা, যথাসম্ভব সাহায্য করা।
  • গরিবদের খাবার ও বাসস্থান প্রদান।
  • শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা করা।
  • রোগাক্রান্ত মানুষদের হাসপাতালে নিয়ে যাওয়া থেকে যাবতীয় সাহায্য।
  • জল সংরক্ষণে সকলকে সচেতন করা এবং সক্রিয়ভাবে পালন করা।
  • আর্থিকভাবে অক্ষম গরিব শিশুদের খাবার এবং পড়াশোনার জন্য যাবতীয় প্রয়োজনীয় সাহায্য করা।
  • বৃদ্ধ মানুষদের বসবাসের জন্য স্থায়ী বাসস্থান দেওয়া।
  • বিধবা মহিলাদের আবাসস্থল প্রদান করা।
  • মহিলাদের নিরাপত্তা রক্ষা করা।

এনজিও কিভাবে গঠিত হয়:

যেকোনো ব্যক্তি একটি বেসরকারি সংস্থার মাধ্যমে দরিদ্র দুঃখী মানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। এর জন্য প্রয়োজন একটি এনজিও বা বেসরকারি প্রতিষ্ঠান তৈরি করা। এই বেসরকারি প্রতিষ্ঠান তৈরির জন্য কিছু নিয়মাবলী পালন করতে হয়।

এনজিও গঠন করার জন্য আপনার দলে থাকতে হবে কমপক্ষে সাত জন সদস্য। সাতজন সদস্য হতে হবে সম্পূর্ণভাবে সক্রিয় এবং তারা সবসময় সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে।

যে এনজিও তৈরি করা হচ্ছে সেই এনজিও তৈরির আগে তাদের উদ্দেশ্য কি হবে সেটি ঠিক করে নেওয়া অবশ্যই প্রয়োজন এবং তারা তাদের লক্ষ্যে কিভাবে পৌঁছাতে পারবেন বা তারা কিভাবে কাজ করবেন মানুষের সাহায্যের জন্য সেগুলি তাদেরকে আগে থেকেই ঠিক করে নেয়া প্রয়োজন। সেই হিসেবে এনজিও গঠন করা হবে।

মানুষকে সাহায্য করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন সেই অর্থের অনুদান কোথা থেকে আসবে বা কোন কোন ব্যক্তি তাদের এনজিও তে দুঃখী মানুষের সাহায্যের জন্য অর্থ প্রদান করবে সেই পরিকল্পনা এনজিও তৈরির সময় অবশ্যই মাথায় রাখতে হবে।

এনজিওর প্রকারভেদ:

এনজিওগুলিকে তাদের কাজের ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে যেগুলি হল

  • গভারমেন্ট অর্গানাইজড নন গভর্নমেন্টল অর্গানাইজেশন (GONGO)
  • এনভায়রনমেন্টাল নন গভর্নমেন্টল অর্গানাইজেশন (ENGO)
  • বিজনেস ফ্রেন্ডলি ইন্টারন্যাশনাল নন গভর্নমেন্টল অর্গানাইজেশন (BINGO)
  • ইন্টারন্যাশনাল নন গভর্নমেন্টল অর্গানাইজেশন (INGO)
  • কোয়াসি-অটোনোমাস নন গভর্নমেন্টল অর্গানাইজেশন (QUANGO)

নন গভর্নমেন্টল অর্গানাইজেশন বা এনজিও একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান যারা তাদের গঠন এবং কার্যক্রম অনুযায়ী দেশের বিভিন্ন কোনায় কোনায় থাকা গরীব দুঃখ মানুষদের বিনা স্বার্থে বিভিন্নভাবে সাহায্য করে থাকে। এই ধরনের বেসরকারি প্রতিষ্ঠানগুলি সাহায্যের পরিবর্তে কোনরকম অর্থ উপার্জন করে না বা উপার্জন করা এই ধরনের সংস্থাগুলির মূল উদ্দেশ্য নয়। যারা সাহায্য করতে চান তাদের থেকে অর্থ নিয়ে সেই অর্থ সঠিক জায়গায় ব্যবহার করে থাকে এই ধরনের বেসরকারি সংস্থা। এই ধরনের সংস্থার কোন রকম কাজে সরকার হস্তক্ষেপ করে না।

Read More,

উপরিউক্ত নিবন্ধ থেকে আমরা জানলাম NGO Full Form In Bengali, এনজিও কাকে বলে এবং এই সংস্থাগুলি কিভাবে অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

Leave a Reply