OLA electric scooter: মাত্র ৪৯৯ টাকায় আপনার মোবাইল থেকে রিজার্ভ করুন

OLA electric scooter: মাত্র ৪৯৯ টাকায় আপনার মোবাইল থেকে রিজার্ভ করুন

OLA electric scooter: খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে OLA ইলেকট্রিক স্কুটার, কিছুদিন পূর্বে OLA ঘোষণা করেছিলেন যে তারা ভারতীয় বাজারে তাদের প্রথম বাইক ওলা ইলেকট্রিক স্কুটার নিয়ে আসতে চলেছে। ভাবিশ আগরওয়াল যে OLA কোম্পানির CEO, তিনি টুইটারে বাইকটির একটি ভিডিও প্রকাশ করে।

১৫ জুলাই কোম্পানির তরফ থেকে ঘোষণা করা হয় যে, যারা এই একটি স্কুটারটি কিনতে ইচ্ছুক তারা অনলাইনে তাদের ওয়েবসাইটে গিয়ে মাত্র ৪৯৯ টাকায় বাইকটি রিজার্ভ করতে পারবেন। আপনি যদি এই বুকিং ক্যানসেল করেন তবে এই টাকা সম্পূর্ণ ফিরে পেতে পারেন।

কোম্পানির ওয়েবসাইটে তারা কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন, যেগুলো জানা খুব দরকার..

৪৯৯ টাকা দিয়ে রিজার্ভ করলে কি হবে?

এই অর্থ দিয়ে আপনি যদি বাইক টি রিজার্ভ করেন তবে বাইকটি যখন লঞ্চ হবে তখন আপনি এর প্রথম দাবিদার হবেন।

একসাথে কটি বাইক রিজার্ভ করা যাবে? কিভাবে রিজার্ভ করবেন?

হ্যাঁ আপনি একের বেশি বাইক রিজার্ভ করতে পারবেন। আপনার মোবাইল নম্বরের সাহায্যে অনলাইনে টাকা দিয়ে এই রিজার্ভেশন করা যাবে।

এখন এই রিজার্ভ করার সুবিধা কি?

আপনি যদি এখনই রিজার্ভ করে রাখেন তবে বাইকটি লঞ্চ হবার সাথে আপনি কিনতে পারবেন।

আরো পড়ুন- ২৪০ কিলোমিটার যাবে মাত্র একবার চার্জেই, বাজারে আসছে OLA ই-স্কুটার

এই ধরনের প্রশ্ন উত্তর কোম্পানির ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। আমরা সবাই জানি OLA একটি অ্যাপ বেস কোম্পানি যেখান থেকে তারা এই ইলেকট্রিক স্কুটার কোম্পানি শুরু করছে। ভারতের তামিলনাড়ু রাজ্যে এই স্কুটার কোম্পানির উৎপাদন প্লান্ট তৈরি হচ্ছে। OLA এটাও দাবি করছে যে, এই মেনুফেকচারিং প্লান্টটি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ও প্রযুক্তিগত হবে সবচেয়ে উন্নত প্লান্ট হতে চলেছে।

Twitter source- @OlaElectric

Previous articleটি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১: প্রকাশিত হল গ্রুপ পর্ব
Next articleগোপনেই বিয়ে সেরে ফেললেন ভারতের এই অলরাউন্ডার, পাত্রীকে?
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply