OnePlus 10 Pro বনাম iPhone 13 Pro কোনটি সেরা?

OnePlus 10 Pro বনাম iPhone 13 Pro: ভারতের বাজারে অ্যান্ড্রয়েড এবং আইফোনের মধ্যে পছন্দের তফাৎ বরাবরই চলে আসছে, আর এই বিবাদেই নাম লিখিয়েছে নতুন দুটি স্মার্ট ফোন। ওয়ানপ্লাস টেন প্রো (OnePlus 10 Pro) এবং আইফোন থার্টিন প্রো (iPhone 13 Pro)। কোনটি সেরা? চলুন জেনে নেওয়া যাক।

ভারতের প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্টফোন গুলির মধ্যে ওয়ানপ্লাস সবচেয়ে জনপ্রিয় অন্যদিকে প্রিমিয়াম স্মার্টফোনের মধ্যে আপেল এর ধারে কাছেও কেউ নেই। ভারতের বাজারে দুটি স্মার্ট ফোনেরই বেশ চাহিদা। আপনি কি ভাবছেন কোনটি নিলে ভালো হয়? এখানে এই দুটি স্মার্ট ফোনের বিভিন্ন দিকগুলি বিবেচনা করে আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোন স্মার্টফোনটির সেরা হতে চলেছে।

iPhone 13 Pro বনাম OnePlus 10 Pro

দামের পার্থক্য:

ওয়ানপ্লাস টেন প্রো ৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম ৬৬,৯৯৯ টাকা। এবং ১২ জিবি ভেরিয়েন্ট এর দাম ৭১,৯৯৯ টাকা। অন্যদিকে iPhone 13 pro এর দাম ১,১৯,৯০০ থেকে শুরু এবং ৬ জিবি, ১২৮জিবি এর দাম ১,৫৫,৯৯৯০। দামের দিক থেকে অবশ্যই ওয়ানপ্লাস অনেক সস্তায় পাবেন আপনি।

ডিজাইনের পার্থক্য:

ওয়ান প্লাস টেন প্রো স্মার্টফোনটিতে লুকের কিছু পরিবর্তন করা হয়েছে, অন্যদিকে আইফোন থার্টিন প্রোর ডিজাইন সম্পূর্ণ নতুন। iPhone 13 Pro OnePlus 10 Pro এর থেকে অনেক বেশি টেকসই, কারণ অ্যাপেলের স্ক্রিনে সিরামিক সিল্ড দেওয়া রয়েছে, যা আইপি৬৮ সার্টিফিকেসান যুক্ত। OnePlus 10 Pro-তে গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে যার কোন ধরনের আইপি সার্টিফিকেসান নেই।

ডিসপ্লের পার্থক্য:

OnePlus 10 Pro-তে দেয়া হয়েছে ৬.৭ ইঞ্চি কিউ এসডি প্লাস এমোলেড ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০Hz। iphone 13 Pro-তে রয়েছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে যার রিফ্রেশ রেট 120Hz।

চার্জিং এর পার্থক্য:

Iphone 13 Pro ১০ মিনিটে ২৫ শতাংশ এবং ৩০ মিনিটে ৫৩ শতাংশ চার্জ হয়। অন্যদিকে OnePlus 10 Pro স্মার্টফোনটি ১৫ মিনিটে ৫৫ শতাংশ এবং ৩০ মিনিটে ৯৩ শতাংশ চার্জ করতে পারবেন আপনি। যদিও আইফোনে ব্যাটারি দেওয়া হয়েছে মাত্র ৩,০৯৫mAh এবং OnePlus 10 Pro-তে থাকছে ৫০০০mAh ব্যাটারি।

আরো পড়ুন –

ক্যামেরার পার্থক্য:

যে পার্থক্যটি সবচেয়ে বেশি আকর্ষণীয় সেটি হলো দুটি স্মার্টফোনের মধ্যে ক্যামেরার পার্থক্য। ওয়ানপ্লাস টেন প্রো 5g ফোনে থাকছে তিনটি রিয়ার ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল, অ্যাপারচার ১.৮। এছাড়াও ৫০ মেগাপিক্সেল ultra wide ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

iPhone 13 Pro-তে পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা যার অ্যাপারচার ১.৮। এছাড়াও ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ২.২ অপার্চার এর সাথে এবং ১২ মেগাপিক্সেল সেট আপসহ একটি ট্রিপেল রিয়ার ক্যামেরা। অবশ্যই iphone অনেকটাই এগিয়ে ওয়ানপ্লাসের থেকে। খাতায়-কলমে সংখ্যাটা কম হলেও আইফোনের ক্যামেরা OnePlus এর থেকে অনেকটাই বেশি আধুনিক এবং বেশি ক্ষমতা সম্পন্ন।

“OnePlus 10 Pro বনাম iPhone 13 Pro কোনটি সেরা?”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন