OPPO A53s 5G এবার ভারতে, দেখুন মোবাইল টির বিবরণ

OPPO A53s 5G

ভারতের প্রথম বার OPPO তাদের 5G মোবাইল লঞ্চ করল। এখনো পর্যন্ত 5G মোবাইল গুলির মধ্যে এটি সবচেয়ে কম মূল্যের স্মার্টফোন। নিচে OPPO A53s 5G মোবাইলের বিস্তারিত বিবরণ দেওয়া হলো।

OPPO A53s 5G মোবাইলের বিবরণ:

এই মোবাইলটিতে রয়েছে 5000mah এর খুবই শক্তিশালী একটি ব্যাটারি যা ভারতের মোবাইল ম্যানিয়া দের যথেষ্ট সাহায্য করবে। OPPO এর এই ভার্সনটিতে রয়েছে MediaTek dimensity 700 প্রসেসর। স্মার্টফোনটি 6.52 ইঞ্চি লম্বা, এছাড়া আলাদা মেমোরি কার্ডের জায়গা রাখা হয়েছে। গ্রাহকরা পরবর্তীকালে মেমোরি বাড়িয়ে নিতে পারবেন। 3 টি ব্যাক ক্যামেরা সহ 1 টি ফ্রন্ট ক্যামেরা রয়েছে। 3 টি ব্যাক ক্যামেরা 13+2+2 আকারে সাজানো হয়েছে ও 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। Oppo তাদের আধিপত্য বজায় রেখে ক্যামেরার বিভিন্ন ফিচার্স রেখেছে। Android 11 দাঁড়া মোবাইলটি পরিচালিত হবে, type-c ও OTG সাপোর্ট থাকবে মোবাইলটির মধ্যে।

OPPO A53s 5G
OPPO A53s 5G (image source- Flipkart)

আরো পড়ুন- Samsung Galaxy M42 5G মোবাইল লঞ্চ হলো ভারতে, দেখুন মোবাইলের বিবরণ

OPPO A53s 5G মোবাইলটির মূল্য:

মোবাইলটি দুটি বিভাগে বাজারে লঞ্চ হবে একটি হল 6 GB RAM ও 128 GB ROM যার মূল্য রাখা হয়েছে 14990 টাকা। অপরটি 8GB RAM ও 128GB ROM যার মূল্য 16990 টাকা। ভারতে এখনো পর্যন্ত লঞ্চ হওয়া 5G স্মার্টফোন গুলির মধ্যে সবচেয়ে সস্তা এই OPPO A53s 5G।

OPPO A53s 5G লঞ্চের তারিখ:

এই 5G মোবাইল টি 2 মে 2021 ভারতে লঞ্চ হবে ফ্লিপকার্ট এর মাধ্যমে। দুপুর 2-টোর সময় প্রথম সেলে মোবাইলটি পাওয়া যাবে।

Previous articleপ্রয়াত হলেন নাসার অ্যাপোলো-১১ অভিযানের নভশ্চর মাইকেল কলিন্স, শ্রদ্ধা জানালো নাসা
Next articleএবার দিল্লির এই খেলোয়াড় দিলেন ২০ লক্ষ টাকা অক্সিজেন কেনার জন্য
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply