প্যান আধার লিংক স্ট্যাটাস চেক

প্যান আধার লিংক স্ট্যাটাস চেক: ভারত সরকারের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা আয়কর বিভাগ দ্বারা জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের প্রত্যেক নাগরিককে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করতে হবে ৩০ জুন ২০২৩ তারিখের পূর্বে। বিগত দুই বছর ধরে প্যান আধার লিংক প্রক্রিয়া চলে আসছে। আপনি যদি এখনো পর্যন্ত প্যান আধার লিংক না করে থাকেন তবে অবশ্যই নিজের মোবাইল থেকে আপনি প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিংক করতে পারেন আমাদের এই নিবন্ধটি দেখে। আর যাদের ইতিমধ্যে এই লিঙ্ক প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে, তারা আজকে আমাদের নিবন্ধ দেখে নিজের মোবাইল বা কম্পিউটারে প্যান আধার লিংক স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। সেই কারণে সবাইকে অনুরোধ করা হচ্ছে এই আর্টিকেলটি বিষাদের সম্পূর্ণ পড়ুন। আমাদের ওয়েবসাইট সব সময় পশ্চিমবঙ্গের মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করে বিনামূল্যে, বর্তমানে প্যান আধার লিংক করার জন্য বিভিন্ন সাইবার ক্যাফেতে অতিরিক্ত চার্জ নেওয়া হচ্ছে। কিন্তু সঠিক প্রসেস জানলে আপনি আপনার নিজের মোবাইল থেকে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

প্যান আধার লিংক স্ট্যাটাস

বিষয়প্যান আধার লিংক স্ট্যাটাস চেক
সংস্থাইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট
আবেদন প্রক্রিয়াঅনলাইন
আবেদনের শেষ তারিখ৩০ জুন ২০২৩
আবেদন ফ্রি১০০০
ওয়েবসাইটincometax.gov.in

আপনাদের মনে প্রশ্ন হতেই পারে কেন এই প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক হচ্ছে আর যদি এই লিংক না করা হয় তবে মানুষের কি কি সুবিধা হতে পারে।

প্যান আধার লিংক না করলে কি হবে

  • যদি আপনি প্যান আধার লিংক না করে থাকেন তবে এই ধরনের সমস্যায় আপনি পড়তে পারেন।
  • প্রথমে আপনার প্যান কার্ড ডিএক্টিভেট হয়ে যেতে পারে।
  • ITR ফাইল আপনি জমা দিতে পারবেন না বা ক্লেইম করতে পারবেন না।
  • আপনার ব্যাংক একাউন্ট খুলতে করতে সমস্যা হবে।
  • আপনি আপনার ব্যাংকের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড তৈরি করতে পারবেন না।
  • ব্যাংকে আপনার টাকা জমা দেয়ার উর্ধসীমা কমে যাবে।
  • বর্তমানে প্যান আধার লিংক করতে গেলে ১০০০ টাকা আবেদন ফ্রি দিতে হচ্ছে।
  • কিন্তু ৩০ জুন তারিখের মধ্যে যদি আপনি এই লিংক না করেন তবে আপনাকে পেনাল্টি মূল্য দিতে পারে।
  • সংবাদ মাধ্যম খবর অনুযায়ী এই পেনাল্টির মূল্য ১০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করার পর এক সপ্তাহের মধ্যে আপনি চেক করতে পারেন যে সঠিকভাবে প্যান কার্ড আধার কার্ড সংযোগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে নাকি। নিচে প্যান আধার লিংক স্ট্যাটাস চেক কিভাবে করবেন তার সম্পূর্ণ বিবরণ দেয়া হলো।

প্যান আধার লিংক স্ট্যাটাস চেক কিভাবে করব

  • স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • অফিসিয়াল ওয়েবসাইট incometax.gov.in
  • এরপর আপনাকে এই পেজ থেকে Quick link অপশনে যেতে হবে।
  • এই লিস্টে আপনি দেখতে পাবেন ‘লিংক আধার স্ট্যাটাস’, এই অপশনে ক্লিক করতে হবে।
প্যান আধার লিংক স্ট্যাটাস চেক
  • এরপর আপনার সামনে লিংক আদার স্ট্যাটাস পেজটি খুলে হয়ে যাবে।
  • এই পেজে আপনার সামনে দুটি ফাঁকা জায়গা থাকবে, প্যান নাম্বার ও আধার নাম্বার।
প্যান আধার লিংক স্ট্যাটাস চেক
  • আপনি আপনার নিজের প্যান কার্ড নম্বর ও আধার কার্ড নম্বর দেবেন।
  • এরপর ‘ভিউ লিংক আধার স্ট্যাটাস’ অপশনে ক্লিক করবেন।
  • যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে থাকে তবে আপনার সামনে একটি মেসেজ শো করবে, যেখানে লেখা থাকবে Your pan 1234 is already limited to given Aadhar 1234।
প্যান আধার লিংক স্ট্যাটাস চেক
  • আর যদি প্যান আধার লিংক আপনার না হয়ে থাকে তবে এইরকম ম্যাসেজ শো করবে ‘Pan not linked with Aadhaar please click on Link Aadhar to link your Aadhaar with pan।

SMS এর মাধ্যমে প্যান আধার লিংক স্ট্যাটাস চেক

  • আপনি আপনার নিজের মোবাইলে SMS এর মাধ্যমে প্যান কার্ড আধার কার্ড লিংক স্ট্যাটাস চেক করতে পারবেন, নিম্নলিখিত পদ্ধতিতে।
  • প্রথমে আপনাকে মোবাইলের SMS অপশনে গিয়ে লিখতে হবে, UIDPAN <আধার নাম্বার ১২ সংখ্যার> <প্যান কার্ড ১০ সংখ্যার>।
  • এরপর আপনাকে SMS পাঠাতে হবে এই নম্বরে 567678 অথবা 56161 এই নম্বরে।
  • এরপর সরকারি দপ্তর থেকে আপনার মোবাইলে SMS আসবে।
  • যদি আপনার প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক হয়ে থাকে তবে SMS এ থাকবে, ‘Aadhar is already associate with Pan (আপনার প্যান কার্ড নম্বর)’।
  • আর যদি প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক না হয়ে থাকে তবে লেখা থাকবে, ‘Aadhar is not associate with Pan (আপনার প্যান কার্ড নম্বর)’।

কাদের প্যান আধার লিংক করতে হবে ?

  • ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অনুসারে ভারতের প্রত্যেক নাগরিক যারা ট্যাক্স প্রদান করে তাদেরকে এই প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করতে হবে।
  • বর্তমানে এই লিংক করতে গেলে আপনাকে আবেদন মূল্য রূপে ১০০০ টাকা দিতে হবে।
  • প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ বাড়িয়ে ৩০ জুন ২০২৩ করা হয়েছে।

কাদের প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করতে হবে না ?

  1. ভারতের নাগরিক না হলে তাকে প্যান আধার লিংক করতে হবে না।
  2. জম্মু-কাশ্মীর, আসাম, মেঘালয় ইত্যাদি রাজ্যের নাগরিকদের এই লিংক করতে হবে না।
  3. এছাড়া ভারতের নাগরিক যাদের বয়স ৮০ বছরের উর্ধ্বে তাদেরকে প্যান আধার লিঙ্ক করতে হবে না।

Q&A: প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক স্ট্যাটাস

প্যান আধার লিংক স্ট্যাটাস চেক করার ওয়েবসাইট?

incometax.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক স্ট্যাটাস চেক করতে পারবেন।

প্যান আধার লিংক করার শেষ তারিখ কবে?

৩০ জুন ২০২৩ তারিখ বর্তমানে প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ দেওয়া হয়েছে আয়কর বিভাগ দ্বারা।

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক না করলে কি হবে?

আপনার প্যান কার্ড নম্বর দিয়ে বাতিল হয়ে যেতে পারে।

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করতে কত টাকা লাগবে?

১০০০ টাকা আপনাকে আবেদন ফ্রি হিসেবে দিতে হবে।

মন্তব্য করুন