Poco X5 Pro: নতুন ফিচার নিয়ে হাজির পোকোর নতুন স্মার্টফোন, জেনে নিন ফিচারস, স্পেসিফিকেশন

Poco X5 Pro: নতুন ফিচার নিয়ে হাজির পোকোর নতুন স্মার্টফোন, জেনে নিন ফিচারস, স্পেসিফিকেশন

Poco X5 Pro: অন্যতম চাইনিজ ব্র্যান্ড পোকো, তাদের নতুন স্মার্ট ফোন লঞ্চ করতে চলেছে ভারতের বাজারে। ফেব্রুয়ারি মাসের শুরুতেই এই স্মার্টফোনটি লঞ্চ করা হবে। প্রকাশ পেয়েছে এই স্মার্টফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশনস।

অন্যতম চাইনিজ মোবাইল ব্র্যান্ড পোকো তাদের নতুন পোকো এক্স ফাইভ প্রো (Poco X5 Pro) স্মার্টফোন নিয়ে আসতে চলেছে ভারতের বাজারে। ফেব্রুয়ারি মাসের শুরুতেই এই স্মার্ট ফোনটি লঞ্চ করা হবে। ইতিমধ্যেই এই স্মার্টফোনের একটি টিজার প্রকাশ পেয়েছে। এই স্মার্টফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হার্দিক পান্ডেকে দেখা গিয়েছে এই স্মার্টফোনটি প্রমোট করতে। জানা গিয়েছে ফেব্রুয়ারি মাসের ৬ তারিখে স্মার্টফোনটি লঞ্চ হতে পারে। চলুন এই স্মার্টফোনের ফিচার, স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Poco x5 pro ফিচার ও স্পেসিফিকেশনস:

Poco x5 pro স্মার্টফোনে থাকছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি ওলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে পাওয়া যাবে ১২০Hz রিফ্রেশ রেট। এই স্মার্টফোনের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো এর ক্যামেরা, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকছে এই স্মার্টফোনে, এছাড়াও থাকছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং ২ মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা লেন্স। সেলফির জন্য থাকছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮ জি প্রসেসর।

আরো পড়ুন -Motorola Moto E13: ভারতের লঞ্চ হতে চলেছে motorola নতুন স্মার্টফোন, জানুন দাম ও ফিচার

৬ জিবি ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে স্মার্টফোনটি লঞ্চ করা হবে। এছাড়াও স্টোরেজ বাড়ানোর জন্য এক্সটার্নাল মেমোরি অপশন দেয়া হয়েছে। এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ৫০০০mAh ব্যাটারি, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং, ডুয়াল সিম, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াইফাই, ব্লুটুথ ইত্যাদি। এই স্মার্টফোনটির দাম ভারতের বাজারে ২১ হাজার টাকা থেকে শুরু হতে পারে।

Previous articleISRO Shukrayaan Mission: শুক্রযান লঞ্চে দেরি হতে পারে আরো ৭বছর, জানালো ISRO
Next articleFortnite Games: ১৮ বছরের নিচে খেলা যাবেনা এই গেমটি, নতুন নিয়ম Epic Games-এর
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply