ত্রিপুরার জনসংখ্যা 2023: ভারতের উত্তর-পূর্ব দিকে ত্রিপুরা রাজ্য অবস্থিত। ত্রিপুরা রাজ্যের তিন দিকে সীমান্ত রয়েছে বাংলাদেশের এছাড়া মিজোরাম এবং আসামের সীমান্তবর্তী এলাকা রয়েছে। ত্রিপুরা রাজ্যের মোট আয়তন ১০,৪৯১.৬৯ বর্গ কিলোমিটার। ত্রিপুরা ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য আয়তনের দিক দিয়ে ত্রিপুরার রাজধানী শহর আগরতলা। পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরার প্রধান ভাষা বাংলা।
2011 সালের ভারতের জনগণনা অনুযায়ী ত্রিপুরা রাজ্যের মোট জনসংখ্যা ছিল ৩,৬৭১,০৩২ (36 লক্ষ 71 হাজার 32 জন)। কিন্তু বর্তমানে 2022 সাল অনুযায়ী আনুমানিক ত্রিপুরার জনসংখ্যা ৪,১৮৪,৯৫৯ (৪১ লক্ষ 84 হাজার 959 জন)।
ত্রিপুরার জনসংখ্যা 2023|Population of Tripura 2023 in bengali
ত্রিপুরার জনসংখ্যার ইতিহাস
বছর
জনসংখ্যা
পুরুষ
মহিলা
১৯৪১
৫১৩,০১০
২৭২,০২৫
২৪০,৯৮৫
১৯৫১
৬৩৯,০২৯
৩৩৫,৫৮৯
৩০৩,৪৪০
১৯৬১
১,১৪২,০০৫
৫৯১,২৩৭
৫৫০,৭৬৮
১৯৭১
১,৫৫৬,৩৪২
৮০১,১২৬
৭৫৫,২১৬
১৯৮১
২,০৫৩,০৫৮
১,০৫৪,৮৪৬
৯৯৮,২১২
১৯৯১
২,৭৫৭,২০৫
১,৪১৭,৯৩০
১,৩৩৯,২৭৫
২০০১
৩,১৯৯,২০৩
১,৬৪২,২২৫
১,৫৫৬,৯৭৮
২০১১
৩,৬৭৩,৯১৭
১,৮৭৪,৩৭৬
১,৭৯৯,৫৪১
ত্রিপুরার জনসংখ্যা ২০১১
ত্রিপুরা
জনসংখ্যা ২০১১
মোট
৩,৬৭৩,৯১৭
পুরুষ
২,০৮৯,০০০
মহিলা
২,০২০,০০০
ত্রিপুরার জনসংখ্যা 2023
ত্রিপুরার জনসংখ্যা ২০২৩
ত্রিপুরা
জনসংখ্যা ২০২৩
মোট
৪,১৮৪,৯৫৯
পুরুষ
২,০৮৯,০০০
মহিলা
২,০২০,০০০
মোট আয়তন
১০৪৯১ বর্গ.কিমি.
গড় সাক্ষরতা
৮৭.৭৫%
রাজ্য গঠন
২১-০১-১৯৭২
রাজধানী শহর
আগরতলা
ত্রিপুরার জনসংখ্যা 2023 জেলা অনুযায়ী
ত্রিপুরার জেলা
জনসংখ্যা
পশ্চিম ত্রিপুরা
১,০৪৫,৯৮৯
সিপাহিজালা
৫৫২,০২৬
গোমতী
৪৯৮,০৩০
দক্ষিণ ত্রিপুরা
৪৯৪,৪৬০
উত্তর ত্রিপুরা
৪৭৪,১৭৮
ঢালাই
৪৩০,৯০৬
ক্ষওয়াই
৩৭৩,২২৬
ঊনাকটি
৩১৬,১৬২
ত্রিপুরার জনসংখ্যা 2023 ধর্ম অনুযায়ী
ভারতের ত্রিপুরা প্রধানত একটি হিন্দু প্রধান রাজ্য, শতকরা ৮৩ শতাংশ মানুষ এখানে হিন্দু ধর্মাবলম্বী। দ্বিতীয় স্থানে রয়েছে মুসলিম ৮ শতাংশ, এছাড়া খ্রিস্টধর্ম, শিখ, বুদ্ধিস্ট, জৈন ইত্যাদি ধর্মাবলম্বী মানুষ এই রাজ্যে রয়েছে। যা নিচের দেওয়া চার্টে আপনারা বিস্তারিত দেখতে পাবেন।
[…] আরো পড়ুন- ত্রিপুরার জনসংখ্যা 2022 […]