পাওয়ার গ্রিড কর্পোরেশন নিয়োগ 2023: জুনিয়র অফিসার, দেখুন বিস্তারিত

পাওয়ার গ্রিড কর্পোরেশন নিয়োগ 2023: PGCIL এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে 48 জন জুনিয়র অফিসার নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা বিশদে দেখে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন, আবেদন করার পূর্বে অবশ্যই বয়স, বেতন, নির্বাচন প্রক্রিয়া, শূন্য পদের বিবরণ ও কিভাবে আবেদন করতে হবে অবশ্যই পড়ে নেবেন। অনলাইনে আবেদন করতে হবে 30 মে 2023 তারিখের পূর্বে। এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ও অনলাইন আবেদন লিংক এই পোস্টের নিচে পেয়ে যাবেন।

নিয়োগPGCIL
বিভাগসরকারি সংস্থা
পোস্টবিভিন্ন ধরনের
শূন্যপদ48
আবেদন পদ্ধতিঅনলাইন
স্থানসারা ভারত
শেষ তারিখ30 মে 2023
ওয়েবসাইটpowegrid.in

পাওয়ার গ্রিড কর্পোরেশন নিয়োগ: তারিখ

BEML নিয়োগতারিখ
আবেদন শুরু15-05-2023
আবেদন শেষ30-05-2023

PGCIL: শূন্যপদের বিবরণ

48 টি শূন্য পদে নিয়োগ করা হবে সারা ভারত জুড়ে, বিস্তারিত বিবরণের জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

PGCIL: শিক্ষাগত যোগ্যতা

গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে 60% নম্বরসহ এ ছাড়া, BBA, BBM, BBS ইত্যাদি ডিগ্রি থাকতে হবে।

পাওয়ার গ্রিড কর্পোরেশন নিয়োগ: বয়স

  • 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে।
  • আবেদনকারীর জন্ম তারিখ 30/05/1996 থেকে 30/05/2005 তারিখের মধ্যে হতে হবে।
  • এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়পত্র পাওয়া যাবে, ওবিসি 3 বছর, তপশিলি জাতি-উপজাতি 5 বছর, PWD 10 বছরের ছাড় পাবে।

পাওয়ার গ্রিড কর্পোরেশন নিয়োগ: বেতন

25,000 থেকে 117,500 টাকা বেতন পাওয়া যাবে।

PGCIL: নিয়োগ প্রক্রিয়া

  • কম্পিউটার বেস CBT পরীক্ষা।
  • নথিপত্র যাচাই।
  • মেডিকেল পরীক্ষা।
  • কম্পিউটার স্কিল টেস্ট।

পাওয়ার গ্রিড কর্পোরেশন নিয়োগ: আবেদন মূল্য

জেনারেল, ওবিসি- 300 টাকা
SC, ST, PWD- কোন আবেদন মূল্য লাগবে না

কিভাবে আবেদন করতে হবে ?

  • অনলাইনে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে powegrid.in।
  • এই ওয়েবসাইটের হোমপেজ থেকে আপনাকে ক্যারিয়ার অপশনে যেতে হবে।
  • যেখানে “job opportunities” নামে একটি অপশন থাকবে, এরপর new opening অপশনে ক্লিক করবেন।
  • তালিকা থেকে আজকের নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করবেন।
  • এরপর রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে মোবাইল নাম্বার ও ইমেইল আইডির মাধ্যমে।
  • রেজিস্ট্রেশনের পর লগইন করে ফর্মটির সম্পূর্ণ ফিলাপ করবেন।
  • এরপর যে ডকুমেন্ট আপলোড করতে বলা হবে, সেটি আপলোড করবেন।
  • এরপর আপনাকে আবেদনমূল্য প্রদান করতে বলা হবে।
  • সবার শেষে ফর্মটি একবার রিভিউ করে নিয়ে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন।
  • ফর্মের একটি প্রিন্ট কপি নিজের কাছে রেখে দেবেন যা পরবর্তীকালে কাজে লাগবে।

অনলাইন আবেদনCLICK HERE
নোটিফিকেশনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

মন্তব্য করুন