রবীন্দ্রনাথ ঠাকুর রচনা ২০ লাইন

রবীন্দ্রনাথ ঠাকুর রচনা ২০ লাইন: আমাদের ভারতবর্ষে তথা বাংলায় এমন অনেক মনীষীরা আছেন যারা তাদের নিজের কর্মের জন্য আজীবন অমর হয়ে থাকবেন। এরকম মনীষীদের মধ্যেই একজন অন্যতম হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার রচিত বাংলা সাহিত্য আজও প্রত্যেকটি বাঙালির মনে প্রাণে বেঁচে আছে। তারা লিখিত গল্প, কবিতার মাধ্যমে তিনি আমাদের দেশের একজন বিখ্যাত ব্যক্তি হয়ে উঠেছিলেন। আমরা এই প্রবন্ধ তার জীবন সম্পর্কে জানব, আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুর রচনা ২০ লাইন এর মধ্যে দিয়ে।

আজকের এই নিবন্ধের মাধ্যমে বাংলা ভাষায় পড়ুয়াদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা ২০ লাইন এর মধ্যে আলোচনা করা হয়েছে। অল্প শব্দের মধ্যে আজকে আলোচনা করা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা সম্পর্কে। এই নিবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা ২০ লাইন এর মধ্যে আলোচনা করা হয়েছে। পাঠকদের অনুরোধ করা হচ্ছে সম্পূর্ণ নিবন্ধটি পড়বেন এবং এ ধরনের আরও পোস্ট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটকে ফলো করবেন।

রবীন্দ্রনাথ ঠাকুর রচনা ২০ লাইন

  1. রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে কলকাতায় জোড়াসাঁখড়া ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।
  2. রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা দেবী।
  3. পিতা মাতার সবথেকে কনিষ্ঠতম চতুর্দশ সন্তান ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
  4. তিনি ছোটবেলা থেকেই গৃহ শিক্ষকের কাছে তার শিক্ষা লাভ করেছেন।
  5. কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর শৈশবকালে ভানুসিংহ নামের পরিচিত ছিলেন।
  6. মাত্র ১৬ বছর বয়সে তিনি ভানুসিংহ ছদ্মনামে প্রথম উল্লেখযোগ্য কবিতা প্রকাশ করেন।
  7. তার রচিত গল্প, কাব্য, উপন্যাস, নাটক, কবিতা, গান বাংলা সাহিত্য কে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছে।
  8. তার রচিত ‘চোখের বালি’, ‘গোরা’, ‘গীতাঞ্জলি’, ‘ঘরে বাইরে’ সর্বকালের শ্রেষ্ঠ রচনা।
  9. ২০ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম মৌলিক নাটক রচনা করেন ‘বাল্মিকী প্রতিভা’।
  10. এই নাটক ঠাকুর দাসের প্রাসাদে দেখানো হয়েছিল।
  11. ‘ডাকঘর’ রচনা করেন ১৯১২ খ্রিস্টাব্দে।
  12. তার রচিত দুটি জাতীয় সঙ্গীত হিসেবে বেছে নেওয়া হয়েছে দুটি দেশে, ভারতের জাতীয় সংগীত ‘জনগণমন’ এবং বাংলাদেশের ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত দুটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত।
  13. এমনকি শ্রীলংকার জাতীয় সংগীত ও তার রচনার অনুপ্রাণিত সংস্করণ।
  14. ১৯১৩ সালে সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত ‘গীতাঞ্জলি’ জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
  15. ১৯১৫ সালে রাজা পঞ্চম জর্জ কর্তৃক সাহিত্যের জন্য রবীন্দ্রনাথকে ‘নাইটহুড’ উপাধি প্রদান করা হয়।
  16. ১৯১৯ সালে ‘জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের’ বিরোধিতায় তিনি এই উপাধি ত্যাগ করেছিলেন।
  17. ৮০ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৪১ সালের ৭ই আগস্ট জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে পরলোক গমন করেন।
  18. সাহিত্য চর্চায় নোবেল পুরস্কারের দিক থেকে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম অ-ইউরোপীয় এবং দ্বিতীয় অ-ইউরোপীয় হিসেবে বিবেচিত।
  19. তার রচিত গল্প, উপন্যাস, কবিতা, নাটক, গান আজো বাঙালির মনেপ্রাণে ছেয়ে রয়েছে।
  20. শুধু ভারতেই নয় সারা বিশ্বে তিনি তার লেখনীর জন্য বিখ্যাত।
  21. বাঙালির একমাত্র গর্ভ তিনি, বাংলা সাহিত্যে তিনি এক ও অদ্বিতীয়।

Leave a Reply