ভাইয়ের সাথে রতন টাটা শেয়ার করলেন ৭৮ বছর আগেকার ছবি

ভাইয়ের সাথে রতন টাটা শেয়ার করলেন ৭৮ বছর আগেকার ছবি

সম্প্রতি রতন টাটা তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে তার ছোটবেলাকার একটি ছবি। তার সাথে তার ভাই রয়েছেন হাসিমুখে। যারা জানেন না তাদের জন্য বলে রাখি রতন টাটার একজন ভাই আছে তার নাম জিমি টাটা।

তবে আপনি রতন টাটার ভাইকে সচরাচর দেখতে পাবেন না বা অনেকেরই হয়তো অজানা আছে। তার কারণ তিনি সংবাদমাধ্যমে বা অন্য কোন ইভেন্ট অনুষ্ঠানে যান না। তার ব্যবসা-বাণিজ্যের প্রতি খুব একটা আগ্রহ নেই। তবে টাটা গ্রুপের বিভিন্ন কোম্পানির শেয়ার রয়েছে তার নামে। তিনি মুম্বাইতে সাধারণ জীবন যাপন করেন একটি 2BHK ফ্ল্যাটে। রতন টাটা ছবিটি শেয়ার করে লিখেছেন যে, “সুখের দিনগুলো ছিল। আমাদের মধ্যে কেউ আসেনি। (১৯৪৫ সাল আমি এবং আমার ভাই জিমি)।” সাদাকালো এই ছবিটি ১৯৪৫ সালে তোলা যা রতন টাটা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

আরো পড়ুন- Whatsapp New Feature: ইন্টারনেট ছাড়াই চ্যাট করতে পারবেন বন্ধুদের সাথে, জেনে নিন নতুন Proxy feature সম্পর্কে

জিমি টাটার বয়স ৮২ বছর, মুম্বাইতে তিনি থাকেন। কিছুদিন আগে RPG গ্রুপের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা একটি ছবি শেয়ার করেন টুইটারে এবং লেখেন,
“আপনি কি রতন টাটার ছোট ভাই জিমি টাটার কথা জানেন যিনি মুম্বাইয়ের কোলাবায় একটি নম্র 2bhk ফ্ল্যাটে শান্ত নিরলস জীবনযাপন করেন! ব্যবসার প্রতি কখনই আগ্রহ ছিল না, সে খুব ভালো স্কোয়াশ খেলোয়াড় ছিল এবং প্রতিবারই আমাকে পরাজিত করত। টাটা গ্রুপের মতো লো প্রোফাইল!” সংবাদ মাধ্যম অনুসারে জিমি টাটা খুব কম নিজের ফ্ল্যাট থেকে বেরুন এবং তার কাছে কোন মোবাইল ফোন পর্যন্ত নেই।

Twitter credit- Harsh Goenka
Previous articleঈশান কিসানের বড় সাপোর্ট আসলো সৌরভ গাঙ্গুলীর কাছ থেকে
Next articleDell laptop: দুর্দান্ত ফিচার সহ Dell-এর এই ল্যাপটপটিতে পাচ্ছেন ১৭০০০ টাকা পর্যন্ত ছাড়
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

2 COMMENTS

Leave a Reply