পদ্ম সম্মান তালিকা ২০২২: ১২৮ জনের নাম ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার.

পদ্ম সম্মান তালিকা ২০২২: এ বছরে পদ্ম সম্মানের তালিকা ঘোষণা করল ভারতের কেন্দ্রীয় সরকার। পদ্মবিভূষণ, পদ্মশ্রী ও পদ্মভূষণ পুরস্কারে পুরস্কৃত হতে চলেছে মোট ১২৮ জন। যাদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন কোম্পানির সিইও, গায়ক ছাড়াও রয়েছে আরও অনেকে। ২০২২ সালে পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন মোট ১৭ জন, পদ্মবিভূষণ পাচ্ছেন ৪ জন, পদ্মশ্রী পাচ্ছেন ১০৭ জন।

সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব সহ তালিকায় রয়েছেন সদ্য প্রয়াত সেনাপ্রধান বিপিন রাওয়াত। এছাড়া রয়েছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এছাড়া শিল্পপতিদের মধ্যে রয়েছে google সিইও সুন্দর পিচাই, মাইক্রোসফট সিইও সত্য নাদেলা। তালিকায় গায়কদের মধ্যে রয়েছেন সনুনীগম ও রয়েছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়।

পদ্ম সম্মান তালিকা ২০২২
পদ্ম বিভূষণ তালিকা ২০২২

প্রভা আত্রে
শ্রী রাধেশ্যাম খেমকা
জেনারেল বিপিন রাওয়াত
শ্রী কল্যাণ সিং

পদ্মভূষণ পুরস্কার তালিকা ২০২২

শ্রী গোলাম নবী আজাদ
শ্রী ভিক্টর ব্যানার্জি
শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য
গুরমিত বাওয়া
শ্রী নটরাজন চন্দ্রশেকরন
কৃষ্ণ এলা এবং শ্রীমতি সুচিত্রা
মধুর জাফরি
শ্রী দেবেন্দ্র ঝাঝারিয়া
শ্রী রশিদ খান
শ্রী রাজীব মেহর্ষি
শ্রী সত্য নারায়ণ নাদেলা
শ্রী সুন্দররাজন পিচাই
শ্রী সাইরাস পুনাওয়ালা
শ্রী সঞ্জয় রাজারাম (মরণোত্তর)
প্রতিভা রয়
স্বামী সচ্চিদানন্দ
শ্রী বশিষ্ঠ ত্রিপাঠী

আরো পড়ুন- পৃথিবীর শেষ রাস্তা এটাই! এরপর আপনি আর যেতে পারবেন না

পদ্মশ্রী পুরস্কার ২০২২

পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন মোট ১০৭ জন, যাদের নাম নিচের দেওয়া ছবিতে আপনারা দেখতে পাবেন।

Twitter source- DD news

“পদ্ম সম্মান তালিকা ২০২২: ১২৮ জনের নাম ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার.”-এ 1-টি মন্তব্য

Leave a Reply