পৃথিবীর ওজন স্তরে ফাটলের আশঙ্কা, চীনকেই দায়ী করছেন গবেষকরা

পৃথিবীর ওজন স্তরে ফাটলের আশঙ্কা

সকল বিশ্ববাসী পুনরায় হয়তো সঙ্কটের মুখে পড়তে চলেছে খুব শীগ্রই। আর এই বিপদের পিছনেও দায়ী পৃথিবীর মানুষই। পৃথিবীর বায়ুমন্ডলে আমাদের রক্ষাকবজ হিসেবে যে ওজোন স্তর রয়েছে, সেই ওজোন স্তরে বা ওজোনস্ফিয়ার-এ বিশাল ফাটলের আশঙ্কা জানিয়েছেন গবেষকরা। এই ফাটলের পিছনে যেটি সবথেকে প্রধান কারণ সেটি হল ক্লোরোফ্লুরো কার্বন বা CFC (Chlorofluoro carbon)। আর এই ক্লোরোফ্লুরো কার্বন অতপরিমান নির্গত হয়ে চলেছে পূর্ব চীন থেকে, সমস্ত রকম আন্তর্জাতিক বাধা-নিষেধ অগ্রাহ্য করেই।

পৃথিবীর ওজন স্তরে ফাটলের আশঙ্কা

এই মাসে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের সংখ্যায় আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল ‘নেচার’ এর তরফ থেকে এই তথ্য প্রকাশ করা হয়। গবেষকরা জানান ওজোন স্তরের পিছনে যে চীনের কলকারখানা গুলি দায়ী তা জানা সম্ভব হয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ার এয়ার মনিটরিং স্টেশনের দ্বারা প্রদত্ত তথ্য থেকে। গবেষকরা জানিয়েছেন, পৃথিবীর ওজন স্তরের ফাটলের পিছনে ক্লোরোফ্লুরো কার্বন প্রধান ভূমিকা গ্রহণ করে। আর এই রসায়নের বেশিরভাগটাই চীন থেকে আসছে।

আরো পড়ুন – আমাদের সৌরজগতের সবচেয়ে দূরের বস্তুর খোঁজ পাওয়া গেল

ওজোন স্তরের যদি ফাটল দেখা দেয় তবে ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়বে সকল পৃথিবীবাসী। ওজোন স্তর একপ্রকার রক্ষাকবজ হিসেবে কাজ করে আমাদের জন্য। এটি সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি কে বাধা দেয়। যদি ওজোন স্তরে ফাটল ধরে তবে অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে প্রবেশ করবে এবং পৃথিবীর সকল প্রাণী ও উদ্ভিদের বিশাল ক্ষতি করবে। অধিকাংশ মানুষের ত্বকের ক্যান্সার দেখা যাবে।

গবেষকরা জানান ওজোন স্তরে ফাটলের পিছনে যে কেবল চীন-ই একমাত্র দায়ী তা নয়। আমাদের বাড়িতে ব্যবহৃত রেফ্রিজারেটরেও এই ক্লোরোফ্লোরো কার্বন ব্যবহৃত হয়। যা প্রতিনিয়ত ওজোন স্তরের ক্ষতি করে চলেছে। তবে পূর্ব চীনে অতিরিক্ত মাত্রায় এই রসায়নের ব্যবহার যদি না কমানো যায় তবে ওজোন স্তরের ফাটল আটকানো সম্ভব হবে না। যে কারণে এ ধরনের রাসায়নিকের ব্যবহার কমানো প্রয়োজন এবং যা যা করণীয় তা সকল কিছুই করতে হবে। তবেই আগামী দিনে ওজোনস্ফিয়ারকে পুরোপুরি নিরাময় করা সম্ভব।

Previous articleআমাদের সৌরজগতের সবচেয়ে দূরের বস্তুর খোঁজ পাওয়া গেল
Next articleফ্রী ফায়ারের নতুন চরিত্র স্কাইলার। কেমন এই নতুন চরিত্রটি
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply