রিং নেবুলা: ফুলের মত নিহারিকার ছবি প্রকাশ করেছে নাসা

রিং নেবুলা: মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নতুন একটি নেবুলা বা নীহারিকার ছবি তুলেছে, Spitzer স্পেস টেলিস্কোপ এর ইনফ্রারেড ক্যামেরার সাহায্যে।

মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা ইনস্টাগ্রম হ্যান্ডেলে নতুন একটি ছবি প্রকাশ করেছে, ছবিটি একটি অদ্ভুত নীহারিকা বা নেবুলার। ছবিটি দেখে মনে হবে মহাকাশের বুকে যেন অদ্ভুত এক মহাজাগতিক ফুল ফুটে রয়েছে কিছুটা কসমিক ফ্লাওয়ার এর মত। বিজ্ঞানীরা এই নেবুলার নাম দিয়েছেন ‘রিং নেবুলা‘ (Ring Nebula)। অদ্ভুত ফুলের মত এই নীহারিকার অবস্থান পৃথিবী থেকে প্রায় ২ হাজার আলোকবর্ষ দূরে। এই নেবুলার অবস্থান লায়রা নক্ষত্রপুঞ্জের মাঝে। নাসা জানিয়েছে তাদের Spitzer স্পেস টেলিস্কোপের সাহায্যে এই ছবিটি তোলা হয়েছে। ছবিটি শেয়ার করা হয়েছে নাসার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

নাসা ছবিটি সম্পর্কে জানিয়েছে ওই নেবুলায় উপস্থিত একটি মৃত নক্ষত্র থেকে বেরিয়ে আসা উপকরণ এর কারণেই তৈরি হয়েছে প্লানেটরি নেবুলার আউটার শেল। আউটার শেলটি দেখে মনে হচ্ছে যেন নেবুলার চারপাশে বিস্তৃত হয়েছে ফুলের পাপড়ির মত অংশ। বিজ্ঞানীরা এই নীহারিকাকে নাম দিয়েছেন এম৫৭, যার সৃষ্টি সূর্যের মতো অন্য কোন নক্ষত্রের উজ্জ্বল অংশ থেকে। নীহারিকাটি প্রথম আবিষ্কার হয়েছিল ১৭৭৯ সালে, এর পরবর্তীতে নীহারিকাটি সম্পর্কে গবেষণা শুরু করা হয়েছিল। বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের পারে বিজ্ঞানীরা জানতে পারেন নীহারিকার কেন্দ্রস্থলে থাকা আলোর বলয় একটি ধ্বংসপ্রাপ্ত তারার চারপাশে জ্বলন্ত গ্যাস এবং ধুলোর কারণে তৈরি একটি সিলিন্ডারের আকার নিয়েছে। নক্ষত্র যতই ধ্বংসের পর্যায়ে পৌঁছবে তখন বলয়টি ছোট এবং উত্তপ্ত হবে এবং সাথে বাইরের লেয়ারগুলো আরো উত্তপ্ত হবে এবং ছড়িয়ে যাবে।

আরো পড়ুন-New form of Ice: নতুন এক ধরনের বরফ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

নেবুলার বাইরে থাকা লেয়ার বা স্তর গুলি নাসার স্পেস টেলিস্কোপ এর ইনফ্রারেড ক্যামেরায় স্পষ্ট ভাবে ধরা পড়েছে, যেখানে দেখা গিয়েছে ফুলের পাপড়ির মত অংশ। যে টেলিস্কোপের সাহায্যে এই নেবুলার আশ্চর্য ছবিটি তোলা হয়েছিল সেটি ২০০৩ সালে আগস্ট মাসে লঞ্চ করা হয়েছিল। গত ২০২০ সালের জানুয়ারি মাসে এই স্পেস টেলিস্কোপ এর অভিযানটি বন্ধ করে দেয়া হয়। তার আগেই ছবি তুলেছিল নাসা, যে ছবিই সম্প্রতি প্রকাশ পেয়েছে ইনস্টাগ্রামে।

Leave a Reply