ভারতে লঞ্চ হলো Samsung Galaxy M42 5G মোবাইল। Galaxy সিরিজের এটি সর্বপ্রথম 5g স্মার্টফোন। অনেক আকর্ষণীয় ফিচারসের সাথে আসছে এই মোবাইলটি। মোবাইলটিতে রয়েছে 5000mah এর শক্তিশালী ব্যাটারি। দুটি রঙে মোবাইল কি লঞ্চ হয়েছে, একটি হলো প্রিজম ডার্ক ও অপরটি প্রিজম গ্রে। মোবাইলের প্রসেসরের দিকেও নজর রাখা হয়েছে, স্নাপড্রাগণ 750g রয়েছে ফোনটির মধ্যে।
Samsung Galaxy M42 5G মোবাইলের বিবরণ:
মোবাইলটি 6.6 ইঞ্চি লম্বা, এর সঙ্গে Snapdragon 750G প্রসেসর সহ আলাদা মেমোরি কার্ড ভরার স্থান রয়েছে। মোবাইলটির মেমোরি কার্ড 1TB পর্যন্ত বাড়ানো যাবে। 4 টি ব্যাক ক্যামেরা সহ একটি সেলফি ক্যামেরা উপলব্ধ আছে। ব্যাক সাইডের 4 টি ক্যামেরার মধ্যে 48+8+5+5 মেগা পিক্সেলে বিভক্ত রয়েছে, ফ্রন্ট ক্যামেরা 20 মেগাপিক্সেল। 5000mah এর ব্যাটারি যা মোবাইলটি কে দীর্ঘক্ষণ চার্জ করবে এছাড়া রয়েছে 15w এর দ্রুত চার্জিং পরিষেবা।

Samsung এর এই 5g মোবাইলের মধ্যে Knox security ও Samsung pay থাকবে যা মোবাইলটির আকর্ষণ বাড়িয়ে দেবে। ফোনটির মধ্যে Android 11 দ্বারা পরিচালিত হবে।
আরো পড়ুন- Whatsapp-এর নতুন ফিচার, এবার ২৪ ঘন্টার মধ্যেই মুছে যাবে হোয়াটসঅ্যাপ মেসেজ
Samsung Galaxy M42 5G মোবাইলের মূল্য:
মোবাইল দিয়ে দুটি বিভাগে পাওয়া যাবে একটি হল 6/128 ও অপরটি 8/128। 6gb Ram ও 128 GB ROM মোবাইলের মূল্য 21999 টাকা ও 8gb Ram ও 128 GB ROM এর মূল্য 23999 টাকা। অবশ্যই ভারতীয় বাজার অনুযায়ী মোবাইলটির মূল্য যথেষ্ট বেশি সেই কারণে আপনি যদি মোবাইলটি আমাজন ও samsung.com থেকে কেনেন তবে 2000 টাকা ছাড় পাবেন।
Samsung Galaxy M42 5G লঞ্চের তারিখ:
মোবাইল টি ভারতে 1 মে, 2021 থেকে পাওয়া যাবে samsung.com ও আমাজনে। এছাড়া অফলাইনে স্টোর গুলিতে মোবাইলটি আপনি পাবেন।
[…] আরো পড়ুন- Samsung Galaxy M42 5G মোবাইল লঞ্চ হলো ভার… […]
[…] আরো পড়ুন -Samsung Galaxy M42 5G মোবাইল লঞ্চ হলো ভার… […]